ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সাভার আশুলিয়াতে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে),র কর্মী সম্মেলন অনুষ্ঠিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৮-২-২০২৪ দুপুর ৪:১১
সাভার উপজেলা আশালিয়াতে মমতা পল্লীতে( পিএমকে)'র উদ্দ্যোগে দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্টাফদের মুল্যায়নের উদ্দ্যেশে জাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। 
শনিবার ১৭ ফেব্রুয়ারি পল্রী মঙ্গল কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ ফসিউল্লাহ,এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (গ্রেড-১) পল্লী মঙ্গল কর্মসূচীর প্রধান নির্বাহী কামরুন নাহার এর সভাপতিত্বে রিয়াদ মাহমুদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন( পিএমকে)'র পরিচালনা পরিষদের সদস্য সচিব এ,কে,এম সিরাজুল ইসলাম, মুহাম্মদ মাজেদুল হক,নির্বাহী পরিচালক  মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, পরিচালক আকতার আলী। এছাড়া উপস্হিত ছিলেন উপপরিচালক ফিরোজ আল মামুন, ফরহাদ হোসেনসহ বিভিন্ন উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত  মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা দেখি ডিসি এবং এসপি অফিসে মিটিং ক্ষুদ্র ঋণ সম্পর্কে অনেকে অজানা, দাদন, অবৈধ ঋণ সম্পর্কে অনেকে অবগত। অথচ প্রতিদিন বাংলাদেশে নয়শত থেকে এক হাজার কোটি টাকা ঋণ বিতরন হয় বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান হতে, তিনি আরাে বলেন আমরা যে স্কুল থেকে লেখাপড়া শেখেছি তা সাধারন মানুষের অর্থে প্রতিষ্ঠিত। তাই আমরা সাধারন মানুষের জন্য কাজ করতে চাই। পরিশেষে ২০২৩ সালে বিভিন্ন শাখা থেকে ভাল কাজের মুল্যায়নের জন্য পুরষ্কৃত করা হয়। পিএমকের পুর্ব স্মৃতিচারনে বক্তরা উল্লেখ করে বলেন যে,কর্মী সম্মেলন’-২০২৪ পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) জাতীয় পর্যায়ের একটি আর্থ-সামাজিক বেসরকারী উন্নয়ন সংস্থা। ১৯৮৮ সালের ২৭ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন নিয়ে সংস্থার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে এনজিও বিষয়ক ব্যূরো, জয়েন্ট ষ্টক এ্যান্ড কোম্পানী, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র অনুমোদন প্রাপ্ত হয়। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক কর্মকান্ডে সংস্থার সম্পৃক্ততা রয়েছে। দেশের শীর্ষ ২০ টি এমএফআই (গঋও)’র মধ্যে পিএমকে অন্যতম। সংস্থাটি বর্তমানে দেশের ৩৪টি জেলায় ৩২১টি শাখার মাধ্যমে ক্ষুদ্র অর্থায়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থার অধিনে “পিএমকে হাসপাতাল এ্যান্ড ডায়াগনোষ্টিক সেন্টার” ও “পিএমকে নার্সিং কলেজ” নামে দু’টি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’সহ বিভিন্ন উন্নয়ন সহযোগির সহায়তায় অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 
 উক্ত সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ ফসিউল্লাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মকর্তা কর্মচারীদের পেনশন স্কিম চালু করার আশ্বাস দেন।  
সম্মেলনে পিএমকে’র সাধারণ ও নির্বাহী পরিষদের সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন, সম্মেলনে পিএমকে’র সকল ষ্টাফ, পিএমকে হাসপাতাল ও পিএমকে নার্সিং কলেজ এর শিক্ষক,চিকিৎসক,নার্স,ছাত্র-ছাত্রী,কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রায় ৪,০০০ (চার হাজার) প্রতিনিধি অংশগ্রহণ করেন।  অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান