ঘোড়াঘাটে গাঁজা চাষীসহ ৪ জন গ্রেফতার
দিনাজপুরের ঘোড়াঘাটে গাঁজা গাছের নিচে বসে গাঁজা সেবন করার সময় গাঁজা চাষী সহ ৪ জন কে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারী) রাত ১০ টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এসময় প্রায় ১১ ফিট উচ্চতার ১৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় শনিবার রাতেই উপ-পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শ্রী ভেলুরামের ছেলে বীরবল (৪০), শ্রী মনিন্দের ছেলে সত্যজিৎ (৩০), সাতপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহ আলম (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের মৃত পুলিন চন্দ্র দাসের ছেলে উপেন দাস (৫৫)।
মামলার এজাহারসূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বীরবল নামের এক ব্যক্তি নিজ বাড়িতেই গাঁজার চাষ করেছেন। সেই গাঁজার বাগানে চলছে গাঁজা বিক্রি। খবর পেয়ে এসআই মেহেদী হাসান সহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। গ্রেফতারকৃত বীরবলের বাড়ির পশ্চিম পাশে বাঁশের চাটাই দিয়ে ঘেঁড়া গাঁজার গাছের সন্ধান শুরু করলে সেখান থেকে কয়েকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের পিছু নিয়ে ৪ জনকে আটক করে এবং গাঁজার একটি গাছ জব্দ করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর গাঁজা চাষিসহ চারজনকে রবিবার দুপুরে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হ য়েছে।
এমএসএম / এমএসএম