ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ইলিয়াস আরব ফাউন্ডেশনের সীরাতুন্নবী (সাঃ) ও আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল সম্পন্ন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮-২-২০২৪ বিকাল ৫:৫৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া নতুন পাড়া মসজিদ-এ-মদিনা ও সিরাজুল ইসলাম মাদ্রাসার ৬ষ্ঠ তম সীরাতুন্নবী (সাঃ) ও আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল সম্পন্ন।

১৫ ও ১৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার ও শুক্রবার) দুইদিন ব্যাপী রাতে উপজেলার পুকরিয়ার নতুন পাড়া মসজিদ-এ-মদিনা মাঠে আরব প্রপার্টিজ লিঃ ও ইলিয়াছ আরব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক কেরাত মাহফিল ও সীরাতুন্নবী মাহফিলের সমাপনী দিন অনুষ্ঠিত হয়।

সীরাতুন্নবী(সাঃ) মাহফিলের প্রথম অধিবেশনে পুকুরিয়া মোখলেছিয়া এমদাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা মাওলানা নুর আহমদের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। এতে তাকরীর পেশ করেন মাওলানা তারেক মনোয়ার, মাওলানা মুফতি হারুন ইজহার, মাওলানা মুফতি আমির হামজা, ড. মাওলানা আবুল কালাম (বাশার), মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মাওলানা ফানাফিল্লাহ বিন আজাদ, ড. বি'এম মফিজুর রহমান আল আজহারী।

সংগীত পরিবেশন করেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক (ঢাকা), পাঞ্জেরী শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ এদিন আরব প্রপার্টিজ লিঃ ও ইলিয়াছ আরব ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছের পরিচালনায়, পীরে কামাল হযরত মাওলানা ইসহাক হুজুরের আখেরী মুনাজাতের মধ্যদিয়ে প্রথম অধিবেশন সমাপ্ত হয়। মাওলানা ক্বারী আবদুস সামাদ ও ক্বারী অলিউল্লাহ'র সভাপতিত্বে, দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে তকরির পেশকরেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আউলাদে রাসুল (সাঃ) সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী। আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ, ড. মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধায় ক্বেরাত মাহফিলে পবিত্র আল কুরআন থেকে তিলাওয়াত করেন শায়খ ক্বারী ঈদী শাবান (তানজানিয়া), ক্বারী আহমদ হিজা (তানজানিয়া), ক্বারী ছবরুদ্দীন আব্দুর রহমান রহীম (ইন্দোনেশিয়া), ক্বারী আব্দুল হাফিজ আদ্দরুনকি (মিশর), ক্বারী সৈয়দ সাদেক মুসল্লমি (ইরান), মাওলানা ক্বারী আহমুদুল হক বাংলাদেশ। এতে অতিথি ছিলেন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিন,পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমেদ,  ইউপি সদস্য মনিরুল মান্নান, সিরাজুল হক, ফারুকুজ্জামানসহ এলাকার নানান শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুরআন ও হাদীসের আলোকে আন্তর্জাতিক বক্তাদের তকরির ও  বিভিন্ন রাষ্ট্র থেকে আগত আন্তর্জাতিক ক্বারীগণের মনোমুগ্ধকর তেলাওয়াত শোনার জন্যে উপস্থিত সকল শ্রোতাবৃন্দ মাহফিলের সৌন্দর্য রক্ষা ও সুশৃঙ্খল ভাবে মাহফিলকে সফল করায় সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন আরব পত্র প্রপার্টিজ লিঃ ও ইলিয়াস আকবর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি