দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা(কুষ্টিয়া)এর ৭১ সদস্য পুর্নাঙ্গ কমিটি গঠন
সমাজ কল্যান মন্ত্রণালয় এর সমাজ সেবা অধিদপ্তর এর"সমাজ সেবা ভবন" আগারগাঁও ঢাকা কর্তৃক নিবন্ধিত দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা(কুষ্টিয়া) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা হয়েছে।মোহাঃআমিনুল ইসলাম বাচ্চু সভাপতি ও মোঃশরিফ রেজা খোকন সাধারণ সম্পাদক ঘোষনা করে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ঢাকায় বসবাসরত ব্যক্তিদের নিয়ে “দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা(কুষ্টিয়া)”এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে।যাহা সমাজ কল্যান মন্ত্রণালয় এর অধিনস্ত,সমাজ সেবা অধিদপ্তর এর"সমাজ সেবা ভবন"আগারগাঁও পত্র নম্বর ৪১.০১.২৬০০.০০০.২৮.৫১৩.৮৭-২৩৬ স্বারক কর্তৃক নিবন্ধিত,যাহার নম্বর,ঢ-০৯৯৬৩।১৫-ই-ফেব্রুয়ারী ২০২৪,সমাজ সেবা অধিদপ্তরের আগারগাঁও এ নিযুক্ত,সংস্থা কার্যকরী নিবন্ধন কর্তৃপক্ষ ও ঢাকা জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক মো:রকনুল হক সাক্ষরিত সংস্থা কার্যকরী পরিষদ“দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা(কুষ্টিয়া)”এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।উল্লেখিত সমিতির অফিস-ডিআইটি এভিনিউ,(বর্ধিত-পূর্ব)মঞ্জুরী ভবন,মতিঝিল,ঢাকা-১০০০,”দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা(কুষ্টিয়া)”এর নিজ কার্যালয়।
উল্লেখিত সমিতির সভাপতি মোহাঃআমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মোঃশরিফ রেজা খোকন। কমিটির সভাপতি মোহাঃআমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি মোঃসোহেল রেজা,সরকার নীল কমল চন্দ্র,তোফায়েল হোসেন তপন,আব্দুল্লাহ রাফি,শরিফুল কবির স্বপন,মিজানুর রহমান,মুকুল চৌধুরী।সাধারণ সম্পাদক মোঃশরিফ রেজা খোকন,যুগ্ম-সাধারণ সম্পাদক-শফিকুল ইসলাম শফি,মতিউজ্জামান বাবু,সাইফুল ইসলাম মনি,আমিনুল হক রতন মোল্লা,নাজমা সুলতানা,এনায়েত হোসেন মুকুল,মীর আমিনুজ্জামান সেলিম।সাংগঠনিক সম্পাদক-মোঃআইয়ুব আলী,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক-মজিবর রহমান,আনিসুজ্জামান নাজমুল,রবিউল ইসলাম রবি,মাসুদুর রহমান সঞ্জু,শামসুর রায়হান,তারেক আল মামুন,মোস্তাফিজুর রহমান রুমন,আবুল কালাম আজাদ,শহিদুল ইসলাম।অর্থ সম্পাদক-আব্দুল মোনায়েম,যুগ্ম-অর্থ সম্পাদক-বজলুর রহমান বুলু,রবিউল ইসলাম,দপ্তর সম্পাদক-আশরাফুল হক খোকন,যুগ্ম-দপ্তর সম্পাদক-বখতিয়ার হোসেন,নুরুজ্জামান মিন্টু।প্রচার সম্পাদক-মোঃআব্দুস সবুর,যুগ্ম-প্রচার সম্পাদক-সেলিম রেজা।শিক্ষা সম্পাদক-শিবলী সাদিক,যুগ্ম-শিক্ষা সম্পাদক-তৌহিদুল ইসলাম তৌহিদ,আখতারুজ্জামান,ফিরোজ আহমেদ কাজল।স্বাস্থ্য সম্পাদক-ডা:মাহমুদ সুলতান খোকন,যুগ্ম-স্বাস্থ্য-সম্পাদক এনামুল হক,আব্দুল মজিদ মালিথা।ধর্ম সম্পাদক-আনিছুর রহমান,যুগ্ম-ধর্ম সম্পাদক-ইন্জি:শ্রী নির্মল শীল।বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক-সাজিদুর রহমান সুজা,যুগ্ম- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক-কাওসার আলম।ত্রাণ সম্পাদক-কোরবান আলী,যুগ্ম-ত্রাণ সম্পাদক- আনোয়ার হোসেন ডালিম।মহিলা সম্পাদিকা-দিলরুবা পারভীন,যুগ্ম-মহিলা সম্পাদিকা-নিগার সুলতানা।
সাংস্কৃতিক সম্পাদক-আহসানুজ্জামান সঞ্চয়,যুগ্ম- সংস্কৃতিক সম্পাদক-রফিকুল হাসান রিপন।
আইন সম্পাদক-আইনজীবি মেহেদী হাসান শাহিন,যুগ্ম আইন সম্পাদক-মেহেদী হাসান,তারেকুজ্জামান তুহিন।
ক্রীড়া সম্পাদক-আশরাফুজ্জামান মিল্টন,যুগ্ম-ক্রীড়া সম্পাদক-আশরাফুল ইসলাম জাদু।সমাজ কল্যাণ সম্পাদক-ইন্জি:মাসুদ রানা,যুগ্ম-সমাজ কল্যাণ সম্পাদক-মিজানুর রহমান দেওয়ান।কৃষি সম্পাদক-আজিজুর রহমান পাতা,যুগ্ম-কৃষি সম্পাদক হাসান সারোয়ার রোকন।পাঠাগার সম্পাদক-মহিদুল ইসলাম,যুগ্ম পাঠাগার সম্পাদ-ইন্জি:সাঈদ হাসান খোকন,সদস্য-কামরুজ্জামান মোহন,আব্দুর রাকিব,প্রফেসর মকলেছুর রহমান,নুরুজ্জামান পলাশ,ইফতেয়ার আহমেদ সবুজ,মনিরুল ইসলাম,মামুন রেজা সম্পা,শফিউল ইসলাম(ব্যাংকার),মামুন অর রশিদ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied