সাভার লেক সিটির ফের চেয়ারম্যান হলেন লায়ন মতিউর রহমান টিপু
বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সিকদার এক্সিম গ্রুপের কর্ণধার বর্তমান চেয়ারম্যান লায়ন মতিউর রহমান টিপু আবারো সাভার লেক সিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার বোর্ড অব ডিরেক্টরদের সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান হিসাবে চুক্তিপত্রে সাক্ষর করেন -নবনিযুক্ত চেয়ারম্যান।
এগিয়ে যাচ্ছে দেশ, মধ্যম আয়ের দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে পরিনত হয়েছি। আর সে লক্ষ্য নিয়ে আমরা গড়ে তুলেছি সম্পূর্ণ মনোরম ও কোলাহলমুক্ত, আধুনিক ঢাকার ন্যায় উন্নত জীবন ব্যবস্থা সম্বলিত আবাসন সিটি “সাভার লেক সিটি। আধুনিক ঢাকার জীবন যাত্রার অপর নাম “সাভার লেক সিটি। একটি নিরাপদ এবং সুরক্ষিত আগামী বিনিয়োগের সময় এখনই জমিতে বিনিয়োগ করে আপনার ভবিষ্যতকে আরো বেশি সুরক্ষিত করুন। সাভার লেক সিটির উল্লেখযোগ্য সুবিধাসমূহঃ খেলার মাঠ, ফুটবল মাঠ, সুইমিংপুল, ক্লাব ও জিমনেসিয়াম, কমিউনিটি সেন্টার, মসজিদ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সুপার- শপসহ সকল প্রতিষ্ঠান বাস্তবায়ন করবেন । নবনিযুক্ত চেয়ারম্যান লায়ন মতিউর রহমান টিপু সকলকে ধন্যবাদ জানিয়ে এসব কথা বলেন।
লায়ন মতিউর রহমান টিপু একনিষ্ঠার সাথে গড়ে তুলেন বাংলাদেশের স্বনামধন্য সিকদার এক্সিম গ্রুপ অব কোম্পানি । সাভার লেক সিটি, সিকদার ভিসা কনসালটেন্সি,ফ্ল্যাশ বিল্ডারস,সিকদার এক্সিম এক্সপোর্ট ইম্পোর্ট,খাজা গরীবে নেওয়াজ জেনারেটর এন্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার লিমিটেড, আশার আলো ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড,আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি,জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলেন।
লায়ন মতিউর রহমান টিপু বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক সংগঠন সজীব ওয়াজেদ জয় পরিষদ এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে নিযুক্ত আছেন,সেই সাথে আন্তর্জাতিক লায়ন্স ফাউন্ডেশন অর্থাৎ লায়ন্স জেলা ৩১৫বি৩, বাংলাদেশ সেবা সংগঠনের রিজিওন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব ঢাকা জয় পরিষদ এর চার্টার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বরত আছেন।
তিনি তার বক্তব্যে দৈনিক সকালের সময় প্রতিবেদনে বলেন সাভার লেক সিটি একটি সপ্নের প্রজেক্ট,খুবই অল্প দামে প্লট মানুষকে দেওয়া হবে।পেশাজীবী,ব্যবসায়ী, ও প্রবাসীদের জন্য আলাদা আলাদা ব্লকের কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল প্লটের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। মাটি ও মানুষের কল্যাণে সিকদার এক্সিম সবসময় পাশে থাকার প্রতিশ্রতিও দেন।
Sunny / Sunny
সিলেটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তারুণ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক-এর পে-রোল সেবা নেবে রহিম গ্রুপ
সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি- এর সার্টিফিকেশন অর্জন
সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল নিয়ে গুজব: বিজিবির প্রতিবাদ
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং-এ সাউথইস্ট
পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন
চাঁদপুরে বাউবির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন
কমিউনিটি ব্যাংক ও হলিডে ইন ঢাকার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
প্রথমবারের মত সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করলো এনআরবিসি ব্যাংক
টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে মানব পাচারকারী আটক