ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

খুলনার জয়বাংলা কলেজ রোডে কেসিসির রাস্তা প্রশস্তকরণ কাজ বন্ধ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৪-২-২০২৪ বিকাল ৫:৫১

খুলনা মহানগরীর ১৭ নং ওয়ার্ডের হাসান বাগ মেইন রোডের (জয়বাংলা কলেজ রোড) দ্বিতীয় গলির রাস্তা প্রশস্তকরণ কাজ বন্ধ অবস্থায় রয়েছে। রাস্তার জায়গা দখল করে দেয়াল করার কারনে এ সমস্যা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে রাস্তা থেকে ৩ ফুট দুরত্বে নির্মান কাজ বাস্তবায়ন করতে হবে বলে কেডিএ’র নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। অন্যদিকে, রাস্তার কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ সমস্যা থেকে পরিত্রান পেতে চান অত্র এলাকার সাধারন বাসিন্দারা। রাস্তাটির প্রবেশদ্বারের পাশের জমির মালিকের নাম ইউনুস আলী মোল্লা। তিনি একজন অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা। সরেজমিনে দেখা যায়, ১৭ নং ওয়ার্ডের অন্তর্গত হাসান বাগ দ্বিতীয় গলি থেকে হাফিজ নগর এলাকা পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা রয়েছে। কিন্তু জয় বাংলা কলেজ রোডের অন্তর্গত হাসান বাগ দ্বিতীয় গলির প্রবেশদ্বারের পাশে একটি দেয়াল থাকায় রাস্তার কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। রাস্তাটি ১৪ ফুট পর্যন্ত প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে কেসিসি। কিন্তু রাস্তাটির প্রবেশদ্বারের পাশের মালিক জায়গা না দেয়াতে কেসিসি রাস্তার বাকি কাজ বাস্তবায়ন করতে পারছে না। এলাকাবাসী অভিযোগ করে জানান, ইউনুস আলী মোল্লা রাস্তা প্রশস্তকরণ কাজ শুরুর প্রথম পর্যায়ে রাস্তা ও ড্রেন প্রশস্তকরণের জন্য সহমত দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যায়ে এসে রাস্তার জন্য জায়গা দিতে অস্বীকৃতি জানালে সিটি কর্পোরেশন রাস্তার কাজ বন্ধ রেখেছে। যার কারনে এলাকার সাধারন মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। তারা আরো বলেন, সকলে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ১৪ ফুট রাস্তা নির্মানের জন্য উদ্যোগ নেয়া হয়েছিলো। কিন্তু কাজের পথিমধ্যে দেয়াল সরানো বাবদ তিনি দুই লক্ষ টাকা দাবী করেছেন। এ নিয়ে সমস্যার কারনে সাধারন মানুষদের যাতায়াতে সমস্যা হচ্ছে। সামনের বর্ষা মৌসুমে রাস্তার জটিলতার কারনে আরো ভোগান্তি বাড়তে পারে বলে আশংকা করেছেন ভুক্তভোগি এলাকাবাসী। অত্র এলাকার একজন দোকানী বলেন, হাসান বাগ দ্বিতীয় রাস্তাটি অনেক সরু ছিলো। এ গলিতে অনেক মানুষ বসবাস করে। কেসিসি রাস্তাটি সংস্কার করে প্রশস্ত করার উদ্যোগ নিলেও শেষ পর্যায়ে এসে রাস্তাটির কাজ বন্ধ হয়ে রয়েছে। প্রবেশদ্বারের পাশের জমির মালিক জায়গা ছাড়ার কথা বললেও এখন তিনি মোটা অংকের অর্থ দাবী করছেন। তার যাতায়াতে সমস্যা হচ্ছে না বলে তিনি মুখ ফিরিয়ে রয়েছেন। অন্যান্য মানুষের অসুবিধার কথা চিন্তা করছেন না তিনি। এমনকি রাস্তার জন্য জায়গা ছাড়ার কথা বলাতে তিনি হুমকি-গালি পর্যন্ত দিয়েছেন। এখন আমরা নিরুপায় হয়ে শুধু তাকিয়ে রয়েছি। ইট এনে ফেলে রাখা হয়েছে কিন্তু এ রাস্তার কাজ হয়তোবা আর আগাবে না বলে তিনি আশংকা প্রকাশ করেন। খুলনা সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মিঠু বলেন, হাসানবাগ মেইন রোডের (জয়বাংলা কলেজ রোড) সেকেন্ড লেনের রাস্তা এবং ড্রেন প্রশস্ত করণের কাজ শুরু করা হয় প্রায় ২ বছর পূর্বে। চলমান কাজের শেষ মুহুর্তে এসে উন্নয়ন কাজ বর্তমানে জায়গা জটিলতার কারনে বন্ধ রাখতে হয়েছে। তবে কাজ শুরু করার পূর্বে এলাকার সকলেই আলোচনা করে রাস্তার জন্য দুই ফুট জায়গা দিতে সকলেই সহমত জানান। এলাকার সকলেই রাস্তার জন্য জায়গা দিয়েছেন। একজন বাসিন্দা তার টিনসেড ঘর ভেঙ্গে সরিয়েও রাস্তার জন্য জায়গা করে দিয়েছেন। কিন্তু অত্র এলাকার বাসিন্দা ইউনুস আলী মোল্লা তার সিদ্ধান্ত পরিবর্তন করার কারনে রাস্তা প্রশস্তের কাজ বন্ধ রাখতে হয়েছে। তিনি আরো বলেন, কাজ সম্পূর্ন করার জন্য আমরা প্রস্তুত। রাস্তার জন্য কাঙ্খিত জায়গার ব্যবস্থা হলে খুব শীঘ্রই কাজ শেষ করা সম্ভব বলে তিনি জানান। ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ বলেন, হাসান বাগ দ্বিতীয় গলির বাসিন্দাদের জন্য রাস্তা এবং ড্রেন প্রশস্ত করা এখন সময়ের দাবী। কোন দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস এবং এম্বুলেন্স প্রবেশের কোন ব্যবস্থা নেই। এছাড়াও যাতায়াতের সুবিধার জন্য রাস্তাটি করা খুবই প্রয়োজন। আমরা এলাকাবাসীর সহায়তায় একযোগে কেসিসির উন্নয়ন কাজকে বাস্তবায়ন করার চেষ্টা করছি। তবে রাস্তাটির প্রবেশদ্বারের পাশে বাসিন্দা ইউনুস আলী মোল্লা একটি দেয়াল তুলে রেখেছেন। তিনি দাবী করেছেন দেয়ালটি তার নিজস্ব মালিকানাধীন জমির সম্পত্তি। কিন্তু আলাপ-আলোচনাকালে এ যাবৎকালে তিনি উপযুক্ত কাগজপত্র দেখাননি এবং আমিনের মাধ্যমে জমি মাপতে চাইলে তিনি রাজি হননি। এক পর্যায়ে তিনি রাস্তা প্রশস্তের জন্য জায়গা দিতে চাইলেও তিনি এখন অস্বীকৃতি জানিয়েছেন। যার ফলে রাস্তাটির উন্নয়নের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। এজন্য অত্র এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে রয়েছে বলে তিনি জানান। হাসান বাগ দ্বিতীয় গলির প্রবেশদ্বারের পাশের জমির মালিক ইউনুস আলী মোল্লার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার পুত্ররা জানান, রাস্তা নির্মানের জন্য সিদ্ধান্তের সময় সকলের সাথে আলাপকালে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবী করা হয়েছে। কিন্তু আশানুরুপভাবে কেউ এর সমাধান দিতে পারেননি। আর আমাদের যাতায়াতের জন্য সামনের দিকের রাস্তা রয়েছে। আমাদের চলাচলে কোন সমস্যা হচ্ছে না। কিন্তু এক পর্যায়ে কিছুদিন পূর্বে দেয়াল ভাঙা নিয়ে ঝামেলা হয়। তবে আলাপ-আলোচনা করে এ সমস্যার সমাধান করা সম্ভব বলে তারা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা