ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

দীর্ঘ্য ১৯ঘন্টা পর নদীতে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার।


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৬-২-২০২৪ দুপুর ৪:৩৭

যশোরের অভয়নগরে কার্গো জাহাজ থেকে পন্য আনলোড চলাকালীন সময় হ্যান্ডলিং শ্রমিক মোঃ কাইয়ুম সর্দার(৩৫) নামের এক ব্যক্তি পানিতে পড়ে নিখোঁজ হন। সোমবার দুপুর ২ টা  সময় ১৯ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। গত রবিবার (২৫ ফেব্রয়ারি) রাত ৭ টার সময় উপজেলার মহাকাল মিস্ত্রীপাড়া সংলগ্ন  মেসার্স দেশ ট্রেডিংয়ের নিজ ঘাটে কাইয়ুম হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করছিল। পরে সারের বস্তাসহ পা পিছলে ভৈরব নদীতে পড়ে যান। স্থানীয় শ্রমিকদের সহায়তায় আজ তার লাশ উদ্ধার করা হয়েছে। কাইয়ুম সর্দার উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মোঃ শরিয়াতুল্লাহর ছেলে।

নিহতের কাইয়ুমের  স্ত্রী ও এক ছেলে এক মেয়ে সন্তান  রয়েছে। কাইয়ুমের শ্যালক ইয়াছিন মোল্লা জানান, এমভি তিশান কার্গো থেকে টিএসপি সারের বস্তা আনলোডের কাজ করছিলাম।  আমি কাইয়ুম ভাইয়ের পাশে আমার মাথায় ও বস্তা ছিল। আমিও হ্যান্ডলিং শ্রমিক হিসেবে  কাজ করি। এমন সময় কাইয়ুম ভাই মাথায় বস্তাসহ পানিতে পড়ে যায়।আমি ধরতে গিয়েও ব্যর্থ হই । তাৎক্ষণিক উপস্থিত অন্য শ্রমিকেরা তাকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু সেই থেকে কাইয়ুম ভাইকে খোঁজ করার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। আজ ১৯ ঘন্টা পর তার লাশ পাওয়া গেছে। দেশ ট্রেডিংয়ের পক্ষ থেকে কোন সহায়তা করা হয়নি।  স্থানীয়রা অভিযোগ করে বলেন, দেশ ট্রেডিং অনেক বড় একটা কোম্পানি কিন্তুু তাদের ঘাট  লেবার পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেলেও তাদের পক্ষ থেকে কোন প্রকার উদ্ধার তৎপরতা দেখা যায়নি। যেটা খুবই দুঃখজনক। স্বজনদের দাবি, কাইয়ুম এর পরিবার খুবই হতদরিদ্র। তার পিতা মাতা কেউ বেঁচে  নেই এবং স্ত্রীসহ একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাই দেশ ট্রেডিং এর পক্ষ থেকে বড় ধরনের একটা আর্থিক সহায়তা করা যায় কিনা দাবি করেন।দেশ ট্রেডিংয়ের এর অফিস বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক  ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল বলেন, মাথায় বস্তাসহ কাইয়ুম  নদীতে পড়ে যায়।  দীর্ঘ ১৯ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যাপারে তাদের নেক দৃষ্টি  কামনা করেন। এ বিষয়ে অভয়নগর থানার এসআই দেলোয়ার বলেন, আমি ঘটনা স্থানে গিয়েছিলাম তথ্য সংগ্রহ করেছি, নিখোঁজ কাইয়ুম অসাবধানতাবশত সারের বস্তা নিয়ে পানিতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের একাধিক টিমের সহায়তায় দীর্ঘ ১৯ঘন্টা পর আজ দুপুর ২ টার সময় তার লাশ উদ্ধার করা হয়েছে । বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান