ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

শান্তির যুগে প্রবেশ করছে বরগুনাবাসী

পালিয়েছে রাজাকার পুত্র এমপি রিমন


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ৪:৪৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশের পরে বরগুনা ২ আসন থেকে রাজাকার পুত্র রিমনের নাম বাদ পরার পরেই জনগণের চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠছিলো। নির্বাচনের ফলাফলের পর থেকে সেই আনন্দ নিয়ে বরগুনাবাসী শান্তির যুগে প্রবেশ করছে। বরগুনা ২ আসনের ৩টি উপজেলা ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা জায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজাকার পুত্র শওকত হাসানুর রহমান রিমন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নির্বাচনী এলাকা থেকে একেবারে গাঢাকা দেয়।

পাথরঘাটা বামনা বেতাগী উপজেলার লোকজন বলছে রিমন নির্বাচনকালীন সময় থেকে একেবারে লাপাত্তা হয়ে গেছে। ২০০৮ সালে বরগুনা-২ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ নেতা গোলাম সবুর টুলু। সাবেক সেই সংসদ সদস্য গোলাম সবুর টুলুর স্ত্রী সুলতানা নাদিরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে স্বামীর আসন থেকে নির্বাচিত হয়েছে। সুলতানা নাদিরা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে বহুদিন যুক্ত। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
এক যুগ ক্ষমতায় থাকা চিহ্নিত রাজাকার পুত্র শওকত হাসানুর রহমান রিমনের জন্মস্থান পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন। রিমনের বাবা খলিলুর রহমান রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে রিমনের বাবা ছিলো পিস কমিটির চেয়ারম্যান (পাকিস্তানপন্থী নেতা)। তিনি শত-শত মুক্তিযোদ্ধাকে খুন করছে। রায়হান পুর ইউনিয়নের বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী পরিবারের সুনামধন্য নেতা বীর মুক্তিযোদ্ধ শহীদ মজিবুর রহমান কনক মিয়াকে নিজ হাতে নির্মম ভাবে হত্যা করে এই রাজাকার খলিলুর রহমান। শহীদ কনক মিয়ার আপন চাচা এনায়েত হোসেন ভাসানীর সাথে বঙ্গবন্ধুর ছিলো গভীর ঘনিষ্ঠতা। মুক্তি যুদ্ধের আগে দক্ষিণ অঞ্চলে বঙ্গবন্ধু সফর করলেই এই এনায়েত হোসেনের সাথে থাকতেন তার গ্রামের বাড়িতে বেড়াতেন।

পাথরঘাটা এলাকার মানুষ সাবেক এমপি রিমনকে রাজাকার পুত্র বা খুনির পুত্র হিসেবে ঘৃণা করে। ২০০০ সালের গোড়ার দিকে এলাকায় রিমন রাজনীতিতে পরিচিতি হতে শুরু করে। একপর্যায়ে রিমন তার নিজস্ব ইউনিয়ন রায়হানপুরে চেয়ারম্যান নির্বাচিত হয়। এরপর তিনি পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৩ সালে বরগুনা-২ আসনের তৎকালীন সংসদ সদস্য গোলাম সবুর টুলু সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে উপনির্বাচনে রিমন ওই আসনের আওয়ামী লীগের নেতাদের বিস্মিত করে অদ্ভুতভাবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়ে এক যুগ ৩টি উপজেলার সাধারণ মানুষের ওপর অত্যাচার অবিচার ও নির্যাতন চালিয়েছে। সরকারি জমি দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ এবং সরকারি বরাদ্দ আত্মসাৎ ও সরকারি তহবিল তসরুপছাড়াও ক্ষমতার অপব্যবহার করে ব্যাক্তিগত কর্মীদের সরকারি সুযোগসুবিধা পাইয়ে দেয়ার অভিযোগ আছে এই রাজাকার পুত্র রিমনের নামে। এমপি নির্বাচিত হওয়ার পরে রিমন পাহাড়সম সম্পদশালী হয়েছে। ব্যবসার ধরন ও আকার বৃদ্ধি করছে কয়েকগুণ।

পাথরঘাটার বৃহৎ বাজার কাকচিরায় দোকান নির্মাণ করছে সড়কের ওপরেই। পাথরঘাটার বহু মসজিদ মাদ্রাসায় সরকারি বরাদ্দের অর্থ পুরোপুরি আত্মসাৎ করছে সাবেক ওই এমপি রাজাকার পুত্র রিমন। পাথরঘাটা উপজেলার পশ্চিম জালিয়াঘাটা খানকায় লতিফিয়া জামে মসজিদে গত এক যুগে সরকারি কোন অর্থ বরাদ্দ না পেয়ে মসজিদটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ক্বারী আব্দুল খালেক হুজুর বলছেন রিমন এমপি থাকা অবস্থায় তাদের মসজিদ সরকারি সাহায্য থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছে।

২০১৩ সালে বরগুনা-২ আসনের উপনির্বাচনে তাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ার পর কিছু সংবাদ মাধ্যমে তার বাবা খলিলুর রহমান পটুয়াখালী মহাকুমা রাজাকার বাহিনীর চেয়ারম্যান ছিলেন বলে খবর বের হয়। মুক্তিযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রিমনের বিরুদ্ধে বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার নির্দেশ জারি করে। তবে এর বিরুদ্ধে তার করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। এছাড়াও বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা, তাঁতি লীগের সভাপতি, হাসপাতালের কর্মী ও মহিলাদের পিটিয়ে এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তিনি সমালোচনার মুখে পরে। সাবেক এই সাংসদের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি, তার হটসঅ্যাপে বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করলেও তিনি উত্তর দেননি। নিজের নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বিরোধিতা করে রিমন গত এক যুগে বহু মাস্তান উশৃংখল ও নিজস্ব গুন্ডা বাহিনী সৃষ্টি করছে। পাথরঘাটা উপজেলার নাচনাপারা ইউনিয়নের বাসিন্দা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী হোসনেয়ারা রানী বলছেন সন্ত্রাসের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শূন্য সহনশীলতা ঘোষণা থাকলেও সাবেক ওই এমপি রিমন তার নির্বাচনী এলাকায় নিজস্ব সন্ত্রাসী বাহিনী তৈরি করছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী হোসনেয়ারা রানী একজন সন্ত্রাসীর উদাহরণ দিয়ে বলছেন কাকচিরা ইউনিয়নের পশ্চিম জালিয়াঘাটা গ্রামের সুদি কাদেরের ছেলে জহির আলীম তাপসকে সন্ত্রাসী বানিয়েছে এই রিমন। হোসনেয়ারা রানী ৪ আগষ্ট ২০২০ তারিখে তার ফেসবুকে এমপি রিমকে নিয়ে একটি লেখা পোষ্ট করেন- "আমাদের বামনা, বেতাগি, পাথরঘাটার  এমপি সাহেব কোনো মহিলাকে সম্মান  দিতে জানে নাহ। পাথরঘাটার এক মহিলা তার কাছে বিচার এর জন্য আসলে বিচারের বদলে সেই মহিলার মাথায় পায়খানা দিয়ে দিছে।

প্রিয়াঙ্কা নামের এক এডভোকেটকে তার হিন্দু পরিবারসহ ভিটা বাড়ি ছাড়া করেছে। তার বাবার সমাধিও সে দেখতে আসতে পারে নাহ। এই স্বাধীন দেশে যদি এই রকম এর অত্যাচার হয় তাহলে আমরা কোন দেশে বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী তাকে নমিনিশন দিয়েছেন বলে মানুষ এই অত্যাচার সহ্য করে আছে। এই রাজাকারের কুসন্তান এর হাত থেকে মানুষদের রেহাই দিন। এবং মুক্তিযুদ্ধে যারা শহিদ হয়েছেন তাদের আত্তার শান্তি দিন।আর এই রাজাকারের অশ্লীল ভাষা থেকে মা বোনদের কে রেহাই দিন। আমরা মুক্তি চাই"। কাকচিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন পল্টু বলছেন "রাজাকারের পোলা রিমুইন্না পলাইচে তাই পাথরঘাটা বামনার মানুষ শান্তিতে আছে"। পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন বলেন- "রাজনীতিতে একটি পাওয়ার আছে তা কে কখন কিভাবে ব্যবহার করবে সেটা বলা মুশকিল। বর্তমান এমপি কিছুদিন হলো ক্ষমতায় আসছে তার কার্যক্রম জনগণ দেখবে এরপরই জনগণ তার কর্মের মূল্যায়ন করবে। বর্তমান এমপিকে নিয়ে কোন সমস্যা আমি দেখিনা। আগের এমপি রিমনকে নিয়ে এলাকায় অনেক সমস্যা ছিলো"। বর্তমানে নির্বাচিত সাংসদের সাথে দৈনিক সকালের সময় যোগাযোগ করে ছিলো সেসময় তিনি সংসদ অধিবেশন রয়েছে বলে জানান। সাংসদ সকালের সময়ের কাছে প্রশ্ন চেয়েছিলেন সেইঅনুযায়ী তার হটসঅ্যাপে লিখিত প্রশ্ন ১/ আপনার নির্বাচনী আসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের রূপরেখা কি? ২/ আপনার প্রয়াত স্বামী (সাবেক সাংসদ) তার কোন অসম্পূর্ণ কাজ সম্পুর্ণ করার লক্ষ আছে কি না? ২/ আপনার পূর্বের এমপি (রিমন) স্থানীয় নিরীহ মানুষের প্রতি অবিচার অত্যাচার করছে। তার নামে অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে। রিমন কর্তৃক নির্যাতিত ভুক্তভোগী নাগরিকের ন্যায় বিচার পাওয়ার পথে আপনি সহায়ক হবেন কতোটুকু? এই তিনটি প্রশ্ন পাঠালেও তার কোন উত্তর দেননি।

এমএসএম / এমএসএম

মান্দায় অবৈধ ইট গুড়িয়ে দিয়েছে প্রশাসন

ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাবনায় ছাত্র আন্দেলনের সময় দু’ছাত্র হত্যকারী সেই আ.লীগ নেতা সাঈদ চেয়ারম্যানের ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ধর্ষকের শাস্তি চেয়ে শিবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে চলছে জ্বালানী তেল বিক্রি

পটুয়াখালীতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতার

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শ্রীপুরে চার বছরের শিশুর গায়ে সৎ বাবার গরম ছুরির ছ্যাঁকা

দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে : লুনা

বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

কবরস্থান থেকে পাথর উত্তোলন নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

রায়পুরে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতেছাত্র-জনতার মশাল মিছিল