ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

পাকিস্তানের বিপক্ষে কারিবীয়দের ১ উইকেটের নাটকীয় জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ১১:১৯

কিংস্টোনে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের মোড় ঘুরেছে ক্ষণে ক্ষণে। মাত্র ১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদি এবং হাসান আলিদের বোলিং তোপে হারতেই বসেছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত জার্মেইন ব্ল্যাকউডের ফিফটি এবং কেমার রোচের কার্যকরী ৩০ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে ক্যারিবীয়রা।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৫৩ রান তুলে ৩৬ রানে লিড নেয়। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান থামে ২০৩ রানে। ফলে জয়ের জন্য উইন্ডিজের দরকার পড়ে ১৬৮ রান।

ছোট লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুতেই শাহিন আফ্রিদির বোলিং তোপে চাপে পড়ে স্বাগতিকরা। মাত্র ১৬ রানে মাথায় হারিয়ে বসে প্রথম তিনটি উইকেট। তিনজনকেই ফেরান শাহিন। আউট হওয়ার আগে ব্র্যাথওয়েট ২, পাওয়ে ৪ এবং বোনার করেন ৫ রান।

তৃতীয় উইকেটে অবশ্য রোস্টন চেস এবং জার্মেইন ব্ল্যাকউড মিল দলের জয়ের দিকেই নিয়ে যান। এ সময় দুজন মিলে তুলেন ৫৮ রান। বোনার ২২ রানে এবং ব্ল্যাকউড ফিফটি করার পর ফেরেন ৫৫ রানে।

এই দুজন আউট হওয়ার পর আবাও ব্যাটিংয়ে দস নামে স্বাগতিকদের। শূন্যরানে মেয়ার্স, ১৬ রানে হোল্ডার, ১৩ রানে সিলভা এবং ৬ রানে আউট হন জোমেল ওয়ারিকেন।

সতীর্থরা একে একে ফিরলেও একাই লড়তে থাকেন কেমার রোচ। শেষ উইকেটে সিলসকে সঙ্গে নিয়ে গড়েন মূল্যবান ১৭ রানে জুটি। তাতেই জয় পেয়ে যায় ক্যারিবীয়রা। ৩০ রানে অপরাজিত থাকেন রোচ। আর সিলস করেন ২ রান।

প্রীতি / প্রীতি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?