কুতুবদিয়ায় আশ্রয়দাতাসহ ৪ রোহিঙ্গা আটক; একজন পলাতক

কক্সবাজারের কুতুবদিয়ায় সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে ৪ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তি মতে আশ্রয়দাতাকেও আটক করা হয়েছে।
আটককৃত রোহিঙ্গারা হলেন, কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্প-১৮ অবস্থানরত মৃত নেছার আহমদের ছেলে নুর কামাল (২৭), একই ক্যাম্পের মৃত তৈয়বের ছেলে মো. রিদোয়ান (১৮) ও সুফিয়ান (১৬) এবং চাকমারকুল ক্যাম্প-২১ এ অবস্থানরত মৃত শফি আলমের ছেলে এনায়েত (২০)।
প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী আটকৃত রোহিঙ্গারা এসব তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
তাদেরকে সহযোগিতায় সম্পৃক্ত থাকায় মঙ্গলবার থানা এলাকা থেকে এম রহমান আলম নুর (৩৭) কে আটক করে পুলিশ। তবে পারভেজ মিস্তিরি নামের একজন পলাতক রয়েছে বলে জানা গেছে।
আদলত সূত্রে জানা গেছে, বুধবার (৬ মার্চ) আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য এসব রোহিঙ্গাদের স্বীকারোক্তি মতে, তারা বিভিন্ন সময় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে এসে কুতুবদিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতো। দুই-তিন সপ্তাহ পরে আবার ক্যাম্পে ফিরে যেত। কুতুবদিয়ায় ভূমিহীনদের জন্য তৈরি করা সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের সময় কাজ করেছে এসব রোহিঙ্গা।
কম মজুরি দিয়ে তাদেরকে খাটানোর উদ্দেশ্যে স্থানীয় উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বোরহান উদ্দিন তাদেরকে ক্যাম্প থেকে নিয়ে আসেন। আটক হওয়ার আগ পর্যন্ত এসব রোহিঙ্গা আ'লীগ নেতা মামুনুল ইসলাম কপিল ও বোরহান উদ্দিনের বাড়িতে কাজ করছিল। অবস্থান করছিল এম রহমান আলম নুরের মায়ের নামে বরাদ্দকৃত সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, একটি হারানো মোবাইলের সূত্র ধরে চারজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তদন্তের মাধ্যমে তাদের সহযোগিতাকারী হিসেবে আরও একজনকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পালতক রয়েছে একজন। অন্যান্য সহযোগিতায় সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
