কুতুবদিয়ায় আশ্রয়দাতাসহ ৪ রোহিঙ্গা আটক; একজন পলাতক

কক্সবাজারের কুতুবদিয়ায় সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে ৪ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তি মতে আশ্রয়দাতাকেও আটক করা হয়েছে।
আটককৃত রোহিঙ্গারা হলেন, কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্প-১৮ অবস্থানরত মৃত নেছার আহমদের ছেলে নুর কামাল (২৭), একই ক্যাম্পের মৃত তৈয়বের ছেলে মো. রিদোয়ান (১৮) ও সুফিয়ান (১৬) এবং চাকমারকুল ক্যাম্প-২১ এ অবস্থানরত মৃত শফি আলমের ছেলে এনায়েত (২০)।
প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী আটকৃত রোহিঙ্গারা এসব তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
তাদেরকে সহযোগিতায় সম্পৃক্ত থাকায় মঙ্গলবার থানা এলাকা থেকে এম রহমান আলম নুর (৩৭) কে আটক করে পুলিশ। তবে পারভেজ মিস্তিরি নামের একজন পলাতক রয়েছে বলে জানা গেছে।
আদলত সূত্রে জানা গেছে, বুধবার (৬ মার্চ) আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য এসব রোহিঙ্গাদের স্বীকারোক্তি মতে, তারা বিভিন্ন সময় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে এসে কুতুবদিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতো। দুই-তিন সপ্তাহ পরে আবার ক্যাম্পে ফিরে যেত। কুতুবদিয়ায় ভূমিহীনদের জন্য তৈরি করা সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের সময় কাজ করেছে এসব রোহিঙ্গা।
কম মজুরি দিয়ে তাদেরকে খাটানোর উদ্দেশ্যে স্থানীয় উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বোরহান উদ্দিন তাদেরকে ক্যাম্প থেকে নিয়ে আসেন। আটক হওয়ার আগ পর্যন্ত এসব রোহিঙ্গা আ'লীগ নেতা মামুনুল ইসলাম কপিল ও বোরহান উদ্দিনের বাড়িতে কাজ করছিল। অবস্থান করছিল এম রহমান আলম নুরের মায়ের নামে বরাদ্দকৃত সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, একটি হারানো মোবাইলের সূত্র ধরে চারজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তদন্তের মাধ্যমে তাদের সহযোগিতাকারী হিসেবে আরও একজনকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পালতক রয়েছে একজন। অন্যান্য সহযোগিতায় সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন
