ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইল জেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আইডি কার্ড প্রদান ও পরিচিতি সভা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৬-৩-২০২৪ দুপুর ৪:২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দেশের বৃহৎ মানবাধিকার সংস্থা "হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি" টাঙ্গাইল জেলা শাখার আইডি কার্ড প্রদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে 'হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত'সহ অন্যান্য সুধীজন। মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম স্বপন। উপস্থিত সকলেই মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সেলিনা বেগম, সায়মা খন্দকার, মো. আঃ গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, নুরনবী জনি, মোঃ জাকির হোসেন বাবুল, মোঃ আবু তারেক সিদ্দিকী সুজন, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, মোঃ শরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক দুলাল চন্দ্র, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম তালুকদার, দপ্তর সম্পাদক মোঃ শাহিন খান, উপদপ্তর সম্পাদক শাহিনুর আলম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সালমান আমিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামীম রেজা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার তালুকদার বিজয়,  ক্রীড়া সম্পাদক মোঃ ইউসুফ মাহবুব খান, উপ ক্রীড়া সম্পাদক মোঃ রাসেল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক নীলা আক্তার, আইসিটি বিষয়ক সম্পাদক সাজেদ ইবনে আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম খান মিলু, কার্যনির্বাহী সদস্য উজ্জল হোসেন, রাজু খান, হাবিবুল্লাহ বাহার, অ্যাডভোকেট গৌতম তালুকদার, মোঃ রহমতউল্লাহ, মোঃ আসাদুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম,  সুজন মাহমুদ, আব্দুল হক আকন্দ, সুনির্মল চন্দ, শহিদুল ইসলাম সাগর, মোঃ নজরুল ইসলাম'সহ অন্যান্য সদস্যগণ। 
হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি" কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ তার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে টাঙ্গাইল জেলা শাখার এই কমিটি অনুমোদন দেন। বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংস্থা  "হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি" টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) বলেন, মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে আমরা “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র পতাকাতলে সমবেত হয়েছি। জেলা মানবাধিকার লংঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটিতে টাঙ্গাইল জেলা প্রশাসন কর্তৃক মনোনীত সদস্য হিসেবে কাজ করছে "হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। এই মানবাধিকার সংস্থাটি সর্বস্তরে আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষায় নিবেদিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং অলাভজনক মানবাধিকার বিষয়ক বৃহৎ সংস্থা। ছোট-বড়, ধনী-দরিদ্র, সাদা-কালো, উঁচু-নিচু, ধর্ম-বর্ণ-জাত যাই হোক না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাধ্যমত মানবাধিকার রক্ষায় কাজ করি। প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করি। ভালো কাজের জন্য একে অপরকে উৎসায়িত করি। 

এমএসএম / এমএসএম

নরসিংদীতে অবৈধ বালু মহোৎসব: গ্রাম-ফসলি জমি বিলীন হওয়ার শঙ্কা”

মনোহরদীতে বিশেষ অভিযানে ৩০০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেফতার

বাবুগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভবতী গাভী মৃত্যুর অভিযোগে তোলপাড়ঃ সত্যতা পায়নি তদন্ত কমিটি

কাশিয়ানীতে মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা

চাঁদপুরে আগুনে পুড়েছে সাত ব্যবসা প্রতিষ্ঠান

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ওয়ার্ল্ড প্ল্যানিং ডে উদযাপন

হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণের চেক বিতরণ সম্পন্ন

শেরপুরে পুলিশ কর্মকর্তাদের মামলা ও সাজা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম-১৪ আসনে শফিকুল ইসলাম রাহীর নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

নোয়াখালীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

ঈশ্বরদী-আটঘরিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের

নরসিংদী পৌর এলাকায় অটোরিকশা–সিএনজি–ইজিবাইক তালিকাভুক্তি শুরু