যশোরে ৩২ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
যশোর জেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসী রমজান আলীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ পিচ্চি রাজা গ্রুপের সদস্যরা। গতকাল শুক্রবার রাতে যশোর শহরের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত রমজান আলী একই এলাকার মাদক দম্পতি রেখা- ফায়েকের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, বোমাবাজি ও মাদকসহ মোট ৩২টি মামলা রয়েছে।
স্থানীয় সূএ জানায়, নিহত রমজান আলী ও তার ভাই সাগর দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আসছিল। যার কারণে রেলগেট পশ্চিম এলাকায় সাগর-রমজান বাহিনীর নিয়ন্ত্রণে থাকতো। সম্প্রতি একই এলাকায় মুজিবর রহমানের ছেলে রাজা ওরফে (পিচ্চি রাজার) নেতৃত্বে একটি কিশোর গ্যাং বাহিনী নিয়ন্ত্রণ নেয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছিল। প্রায় মাস দুয়েক হলো সারা যশোরেই হত্যা, ছুরিকাঘাতে আহত, ছিনতাইসহ নানাবিধ অপরাধে অপরাধীরা মাথাচাড়া দিয়ে ওঠে। এতে করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। কয়েকটি ঘটনায় পিচ্চি রাজাদের সম্পৃক্ততার কারণে রাজা ও তার কিশোর গ্যাংয়ের কয়েক সদস্যের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও হয়। মামলায় কারনে পিচ্চি রাজা গাঢাকা দিয়ে থাকলেও এলাকায় তার আচারণ-বিচরণ দেখা যায় প্রায়ই। আর তাই (রাজাকে) ধরিয়ে দেয়ার জন্য সন্ত্রাসী রমজান আলী পুলিশের কাছে তথ্য আদান-প্রদান করছিলেন বলে সন্দেহ করে রাজা। ফলে রমজান আলীকে খুন করতে নানাবিধ পরিকল্পনা ও সুযোগের অপেক্ষায় থাকে রাজা।গত ৮ই মার্চ রাত ১০টার দিকে রেলগেট পশ্চিমপাড়া বাবুর বাড়ির সামনে রমজানকে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় পিচ্চি রাজার একটি গ্রুপ। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তুু কর্তব্যরত চিকিৎসক রমজান আলীকে মৃত ঘোষণা করেন।উল্লেখ্য, রমজান ও সাগর রেলগেট পশ্চিমপাড়ার মাদক দম্পতি রেখা-ফায়েকের ছেলে। তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাই,চাঁদাবাজি, বোমাবাজি, মাদক ও মারামারিসহ তিন ডজন করে মামলা রয়েছে। পাশাপাশি রমজানের মা রেখার বিরুদ্ধেও অন্তত দুই ডজন মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে।
এদিকে ঘটনার কারণ উদঘাটন এবং দোষীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কেএম শফিকুল আলম চৌধুরী।
এমএসএম / এমএসএম
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল