লালমনিরহাটে বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা
লালমনিরহাটের ৫ উপজেলায় বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ। প্রার্থিতার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের অনেকেই। বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কোনো ঘোষণা না দিলেও দলের কেউ কেউ ভোটে অংশ নিতে প্রচার শুরু করেছেন। জাতীয় পার্টিরও কয়েকজন রয়েছেন তৎপর।
জেলার ৫ টি উপজেলায় গত উপজেলা পরিষদ নির্বাচনে দুটিতে দলীয় প্রার্থী বিজয়ী হয়েছিলো।আর তিনটিতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয় পায়।জনপ্রিয়তা ও যোগ্য প্রার্থী বিবেচনা না করে দলীয় মনোনয়নের কারণে সে সময় ভরাডুবি হয়েছিল নৌকার প্রার্থীদের। এবারে দলীয় প্রতিক না থাকায় আওয়ামীলীগ সমর্থক প্রার্থীর সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগে গ্রুপিং দেখা দেওয়ায় উপজেলা নির্বাচনে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে নানা নির্দেশনাও দিয়ে যাচ্ছে জেলা আওয়ামী লীগ।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মতিয়ার রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভেদ সৃষ্টি হলেও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সে পরিস্থিতিও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। উপজেলা নির্বাচনও উৎসবমুখর হবে আশা করছি।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের গত নির্বাচনে জয় পায় স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সুজন। গত নির্বাচনে নৌকার প্রার্থীকে ভরাডুবি করিয়েছিলেন তিনি। এবারের মাঠ চষে বেড়াচ্ছেন কামরুজ্জামান সুজন। প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপনও। এছাড়া বিএনপি নেতারা উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাঠে কাজ করেছেন।
জেলা আদিতমারী উপজেলার এবার প্রার্থীর ছড়াছড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ সমর্থক ইমরুল কায়েস ফারুক গত নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নৌকার মাঝি রফিকুল আলমকে হারিয়েছেন। এছাড়া প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জামায়াত নেতা ফিরোজ হায়দার লাভলু ও বিএনপি নেতা নুরে আলম সিদ্দিকী।
লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনেও লেগেছে নির্বাচনের হাওয়া। এই উপজেলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী বর্তমান লালমনিরহাট-২ আসনের সাংসদ নুরুজ্জামান আহম্মেদের ছোট ভাই বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ এবং ছেলে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। চাচা - ভতিজা উভয়ই মাঠে প্রচারণা শুরু করেছেন এরইমধ্যে। এছাড়া বিএনপি নেতা জাহাঙ্গীর আলম কালীগঞ্জ পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন বলে গুঞ্জন রয়েছে।
হাতিবান্ধা উপজেলায় সাবেক ছাত্রলীগনেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন এবারেও লড়বেন বলে প্রচারণা শুরু করেছেন। এছাড়া আওয়ামীলীগ নেতা লিয়াকত হোসেন বাচ্চু, আওয়ামীলীগ থেকে সদ্য পদত্যাগ করা মুজিবুল আলম সাদাত সহ অর্ধ ডজন আওয়ামিলীগ নেতা প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন বলে আলোচনায় উঠেছে। এছাড়া জামায়াত নেতা হাবিবুর রহমান সাতাসহ বিএনপি নেতা ও জাতীয় পার্টির উপজেলা পর্যায়ের চার নেতা প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
জেলার পাটগ্রাম উপজেলায় বর্তমান প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল এবারেও আলোচনার শীর্ষে রয়েছেন। এছাড়া ওয়াজেদ আলী শাহীনসহ বিভিন্ন দলের প্রায় ডজন খানেক নেতা প্রার্থী হতে পারেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে।
লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, দলীয় সিদ্ধান্ত নেই। ব্যক্তিগতভাবে কেউ অংশ নিলে সেটি তার দায়।
এমএসএম / এমএসএম
মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
বার্ষিক পরীক্ষার সময় কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ
ছাতকে মৎস্য ব্যবসায়ীদের জন্য নতুন শেড ঘর উদ্বোধন
গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া
বাগেরহাটের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমায়েতে দোয়া মাহফিল
আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু