ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

লালমনিরহাটে বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া, মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৫:৫৯

লালমনিরহাটের ৫ উপজেলায় বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ। প্রার্থিতার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের অনেকেই। বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কোনো ঘোষণা না দিলেও দলের কেউ কেউ ভোটে অংশ নিতে প্রচার শুরু করেছেন। জাতীয় পার্টিরও কয়েকজন রয়েছেন তৎপর।

জেলার ৫ টি উপজেলায় গত উপজেলা পরিষদ নির্বাচনে দুটিতে দলীয় প্রার্থী বিজয়ী হয়েছিলো।আর তিনটিতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয় পায়।জনপ্রিয়তা ও যোগ্য প্রার্থী বিবেচনা না করে দলীয় মনোনয়নের কারণে সে সময় ভরাডুবি হয়েছিল নৌকার প্রার্থীদের। এবারে দলীয় প্রতিক না থাকায় আওয়ামীলীগ সমর্থক প্রার্থীর সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগে গ্রুপিং দেখা দেওয়ায় উপজেলা নির্বাচনে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে নানা নির্দেশনাও দিয়ে যাচ্ছে জেলা আওয়ামী লীগ।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মতিয়ার রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভেদ সৃষ্টি হলেও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সে পরিস্থিতিও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। উপজেলা নির্বাচনও উৎসবমুখর হবে আশা করছি।

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের গত নির্বাচনে জয় পায় স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সুজন। গত নির্বাচনে নৌকার প্রার্থীকে ভরাডুবি করিয়েছিলেন তিনি। এবারের মাঠ চষে বেড়াচ্ছেন কামরুজ্জামান সুজন। প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপনও। এছাড়া বিএনপি নেতারা উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাঠে কাজ করেছেন।

জেলা আদিতমারী উপজেলার এবার প্রার্থীর ছড়াছড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ সমর্থক ইমরুল কায়েস ফারুক গত নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নৌকার মাঝি রফিকুল আলমকে হারিয়েছেন। এছাড়া প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জামায়াত নেতা ফিরোজ হায়দার লাভলু ও বিএনপি নেতা নুরে আলম সিদ্দিকী।

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনেও লেগেছে নির্বাচনের হাওয়া। এই উপজেলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী বর্তমান লালমনিরহাট-২ আসনের সাংসদ নুরুজ্জামান আহম্মেদের ছোট ভাই বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ এবং ছেলে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। চাচা - ভতিজা উভয়ই মাঠে প্রচারণা শুরু করেছেন এরইমধ্যে। এছাড়া বিএনপি নেতা জাহাঙ্গীর আলম কালীগঞ্জ পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন বলে গুঞ্জন রয়েছে।

হাতিবান্ধা উপজেলায় সাবেক ছাত্রলীগনেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন এবারেও লড়বেন বলে প্রচারণা শুরু করেছেন। এছাড়া আওয়ামীলীগ নেতা লিয়াকত হোসেন বাচ্চু, আওয়ামীলীগ থেকে সদ্য পদত্যাগ করা মুজিবুল আলম সাদাত সহ অর্ধ ডজন আওয়ামিলীগ নেতা প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন বলে আলোচনায় উঠেছে। এছাড়া জামায়াত নেতা হাবিবুর রহমান সাতাসহ বিএনপি নেতা ও জাতীয় পার্টির উপজেলা পর্যায়ের চার নেতা প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

জেলার পাটগ্রাম উপজেলায় বর্তমান প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল এবারেও আলোচনার শীর্ষে রয়েছেন। এছাড়া ওয়াজেদ আলী শাহীনসহ বিভিন্ন দলের প্রায় ডজন খানেক নেতা প্রার্থী হতে পারেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে।

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, দলীয় সিদ্ধান্ত নেই। ব্যক্তিগতভাবে কেউ অংশ নিলে সেটি তার দায়।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প

অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা

শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ

পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান

কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন

কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার

মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

সলঙ্গায় মাছবাহী ট্রাকে পানি ভরাট"নষ্ট হচ্ছে মহাসড়ক-ঘটছে অসংখ্য দুর্ঘটনা