ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

চাটমোহরে ‘বড়াল বিদ্যা নিকেতন’ শিশুদের প্রাকৃতিক পরিবেশে শিক্ষা দেয়


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ৪:২৪

হাসি-আনন্দের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং মাটির ঘ্রাণ নিয়ে পাবনার একটি স্কুলের শিশুরা প্রাকৃতিক পরিবেশে শিখছে। জানালাবিহীন শ্রেণীকক্ষে আলো রয়েছে যাতে শিক্ষার্থীরা সহজেই গাছ, পাখি, বৃষ্টি, প্রকৃতি দেখতে পায় এমনকি বৃষ্টি দেখতে ও স্পর্শ করতে পারে। কাঠ, আধুনিক প্রযুক্তির লোহা, ইট, মাটি ও বাঁশ ব্যবহার করে বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়েছে।
শিক্ষার্থীরা যাতে শীতল পরিবেশে পড়াশোনা করতে পারে সেজন্য বিদ্যালয় প্রাঙ্গণে একটি মাটির লাইব্রেরি কক্ষ নির্মাণ করা হয়েছে। শিশুরা যাতে তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পাওে সেজন্য হাসি, আনন্দ, নাচ, গান, খেলা এবং উদযাপনের আয়োজন করা হয়।
পাবনার চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে বড়াল নদীর তীরে অবস্থিত তাই নদীর নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে বড়াল বিদ্যা নিকেতন। প্রতিষ্ঠানটি বেশ পরিবেশবান্ধব এবং গ্রামীণ পরিবেশে শিশুদের শিক্ষা দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে। দোতলা স্কুল ভবনের নিচতলায় খোলা বারান্দায় বাঁশের ভেলায় টাঙানো হয়েছে বিভিন্ন শিক্ষা বিষয়ভিত্তিক চিত্রকর্ম। বাচ্চারা সেখানে বসে সুখে পড়ে।
পাশেই রয়েছে একটা মাটির ঘরের লাইব্রেরী; যাতে শিশুরা সেখানে গিয়ে তাদের ইচ্ছামত বই পড়তে পারে। কম্পিউটার শেখার জন্য দ্বিতীয় তলায় আলাদা ক্লাসরুম রয়েছে।
একটি ছায়াময় পরিবেশে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়, যেখান থেকে তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং শৃঙ্খলা শিখতে পারে। সকল শিক্ষার্থী পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সাবান দিয়ে হাত ধুবে এবং নিজেরাই খাবে। খাওয়ার পরে, তারা কখনই বাঁশের ঝুড়িতে আবর্জনা ফেলতে ভুল করে না। এটি একটি ভিন্ন বিশ্বের ব্যতিক্রমী শিক্ষার প্রতিকৃতি বলে মনে হয়। বিদ্যালয় কর্তৃৃপক্ষ এমন ব্যতিক্রমী পদ্ধতিতে পাঠদানের ব্যবস্থা করেছে যাতে বাচ্চারা বিন্দুমাত্র বিরক্ত না হয়। কান্তি নিকেতনের নকশায় স্কুলটিকে মডেল করার চেষ্টা করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে সপ্তাহে একবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিশুদের সংস্কৃতিবান মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
২০১৯ সালে প্রতিষ্ঠিত বড়াল বিদ্যা নিকেতন শনিবার আনুষ্ঠানিকভাবে অনেক জাঁকজমকের সাথে উদ্বোধন করা হয়েছিল।
ঢাকার একটি স্থাপত্য প্রতিষ্ঠান ভিট্টির ব্যবস্থাপনা পরিচালক স্থপতি ইসতিয়াক জহির বিদ্যালয়টি উদ্বোধন করেন। চিত্রশিল্পী মিলন রবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থপতি ইকবাল হাবিব। স্বাগত বক্তব্য রাখেন চাটমোহর পৌরসভার সাবেক মেয়র মির্জা রেজাউল করিম। 
আরো বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাগরেব আলী, বড়াল বিদ্যা নিকেতনের পরিচালক এস এম মিজানুর রহমান প্রমুখ। অতিথিদের বক্তব্যের পর শিশুদের কুচকাওয়াজ ও বর্ণাঢ্য প্রদর্শনী  দেখে অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া ব্যক্তিত্বরা মুগ্ধ হন।
বিদ্যালয়ের পরিকল্পনা সম্পর্কে স্থপতি ইকবাল হাবিব বলেন, বিদ্যালয়টি ঐতিহ্যবাহী শৈলীতে ব্যতিক্রমী পরিবেশবান্ধব ও প্রাকৃতিক উন্মুক্ত পরিবেশের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। যেখানে জানালা নেই, কিন্তু আলো আছে। বৃষ্টি হচ্ছে, কিন্তু ক্লাসের শিক্ষার্থীদেও কোনো সমস্যা হচ্ছে না। তারা হাত দিয়ে বৃষ্টি ছুঁতে পারে। এটি বন্ধের বিরুদ্ধে খোলার জন্য একটি অভিনব উদ্যোগ। বাংলার মাটি, বাংলার আঙিনা, প্রকৃতি, পরিবেশের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।
ইকবাল হাবিব আরও বলেন, "স্কুল চত্বরের সামনের গাছগুলোকে একীভূত করে আমরা স্কুলটিকে শান্তিপূর্ণ করার  চেষ্টা করেছি। যেখানে শিশুরা আকাশ ও প্রকৃতি দুই পাশের প্রকৃতিকে তাদের বন্ধন হিসেবে অনুভব করবে। শিশুরা সবকিছুর সঙ্গে একত্রে থাকবে। প্রযুক্তি কম্পিউটার ভিত্তিক এবং রোবোটিক্স শেখার ব্যবস্থাও এখানে পাওয়া যায়। তারা খেলতে, গান গাইতে, আঁকতে, হাত ছড়িয়ে ঘুড়ির মতো উড়তে  শিখবে, বড় হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
স্থপতি ইসতিয়াক জহির ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, পশ্চিমা ধ্যান-ধারণা বাদ দিয়ে বাংলাদেশকে বীজ থেকে শুরু করতে হবে। এমন জায়গায় আধুনিক শিক্ষাব্যবস্থার চারপাশে পরিবেশ থাকলেও বাঙালিয়ানা ধরে রাখা নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যৎ আধুনিক ও স্মার্ট বাংলাদেশ এখান থেকেই পাওয়া উচিত। চলনবিলের প্রত্যন্ত অঞ্চলে এমন স্কুল অনেকেই আশা করেননি। তবে এখন আমি মনে করি এই স্কুলটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক।
চিত্রশিল্পী মিলন রব বলেন, 'তথাকথিত শিক্ষাব্যবস্থার বাইরে গিয়ে প্রাকৃতিক ও পরিবেশবান্ধব উপায়ে সম্পূর্ণ ভিন্ন বাঙালি সংস্কৃতি গড়ে তোলা যায় বলে তাদের ধারণা প্রশংসনীয়। আমরা শিশুদের জন্য চিত্রকলা বা শিল্পের ধারণা নিয়ে ভাবছি, আলো দিয়ে পরিবেশ ও শিক্ষার কথা ভাবছি। দেশ গড়ার কাজ নিয়ে ভাবছি। সে অর্থে বড়াল বিদ্যা নিকেতন বাংলাদেশের জন্য একটি প্রতীক।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, "আমরা জানি শিক্ষাই জাতির  মেরুদন্ড। সেই মেরুদন্ড যদি শক্ত না হয়, ভালো না হয়, তাহলে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আমরা মনে করি স্থপতি ইকবাল হাবিবের মস্তিস্কের উপসর্গ, বাংলাদেশ বড়াল বিদ্যা নিকেতন মানুষের কারুশিল্পের একটি ক্ষেত্র।
প্রতিষ্ঠাতা পরিচালক এস এম মিজানুর রহমান বলেন, 'পরিবেশ বান্ধব ও মানবিক মানুষ তৈরির লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। তখন আমাদের সামর্থ্য ছিল না। পরে স্থপতি ইকবাল হাবিব এর মেয়াদ বাড়ান। তার হাত আমাদের হাতে। তিনি নিজেই এই ব্যতিক্রমী স্কুল ভবনের নকশা ও অর্থায়ন করেন। তার সহযোগিতায় আমরা  যে স্বপ্ন দেখেছিলাম তা আজ পূরণ হয়েছে।
তিনি বলেন,“প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ২৮০ জন শিক্ষার্থী এবং ২৮০ জন শিক্ষার্থীর জন্য একজন প্রধান শিক্ষকসহ ১৪ জন যোগ্য শিক্ষক রয়েছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার সময় শুধুমাত্র ক্লাস ওয়ান চালু করা হয়েছিল, এখন এটি ষষ্ঠ শ্রেণি পযন্ত— চালু করা হয়েছে। প্রতি বছর একটি করে ক্লাস বাড়ানো হচ্ছে। স্কুলের যত্ন নেয়া পরিচালক বলেন, 'আমি সবসময় স্কুলের কথা ভাবি এবং ছাত্রদের নিয়ে সবসময় ভাবি”।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাম্মত দিল আফরোজা বেগম তার অনুভূতির কথা বলেন, ' আমাদেও এলাকাটি শিক্ষায় অনগ্রসর। আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে ভেবেছি আমাদের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রতি মানুষের আগ্রহ কম। তাদের ধ্যান ধারণা প্রাচীন যুগের মত। আমি এটি পরিবর্তন করার স্বপ্ন দেখি। আমি কিভাবে এই এলাকায় শিক্ষার উন্নতি করতে পারি? তাই অনেক দিন ধরে ভাবছি কিভাবে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া যায়। তাই, শিশুদের বিদ্যালয়মুখী আকর্ষণ তৈরি করতে, নিজস্ব পাঠ্যক্রমের মাধ্যমে আমি বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ শৈলী এবং ঐতিহ্যগত শৈলী পরিবর্তন করে একটি শিক্ষামূলক পরিবেশ তৈরি করেছি যা আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। এই অবহেলিত, বঞ্চিত গ্রামীণ জনপদ শিগগিরই শিক্ষার আলোয় আলোকিত হবে এমন আকাশছুঁয়া স্বপ্ন দেখি।”

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ