মহাসড়ক জুড়ে ইজিবাইক-মাহেন্দ্র ও থ্রি-হুইলার স্ট্যান্ড; বাড়ছে দূর্ভোগ
যশোর-খুলনা মহাসড়কের ব্যস্ততম শহর শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়া। আর নওয়াপাড়া বাজারের বুক চীরে চলে গেছে যশোর-খুলনা মহাসড়কটি। এ সড়কের শহরের সবচেয়ে ব্যস্ততম নওয়াপাড়া নূরবাগ মোড়। এ মোড়টির সাথেই সংযোগ রয়েছে নওয়াপাড়া টু-মণিরামপুর ভায়া কেশবপুর টু সাতক্ষীরা সড়কের। এছাড়া সংযোগ রয়েছে নওয়াপাড়ার ব্যস্ততম ক্লিনিক পাড়া ও হাসপাতাল রোডের। ফলে নওয়াপাড়া নূরবাগ রোডে ভার থেকে গভীর রাত অবধি থাকে মানুষের বিচরণ। নূরবাগ মোড়েই যুগ যুগ ধরে চলে আসছে স্বঘাষিত বাসস্ট্যান্ড। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদর পক্ষ থেকে বারবার এখানে বাস না দাড়ানার সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন হয়নি কখনই। এছাড়া মোড়টিতে সড়কের গা-ঘষে বসেছে ফুটপাতের দোকানীরা। নূরবাগ মোড় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কের পাশে ফুটপাতর দোকান না বসানোর জন্য সাইনবোর্ডও দেওয়া হয়েছে কয়েক বছর আগে। অথচ এ সাইবোর্ডের নিচেই বসেছে ফুটপাতের দোকান। ফলে সচেতন মহলের কাছে বিষয়টি হাস্যকর হিসেবে পরিগণিত হচ্ছে। কেবল তাই নয়, ব্যস্ততম এ মোড়টিতে হঠাৎ করেই জোকে বসেছে ইজিবাইক, ইজিভ্যান ও থ্রি-হুইলার স্ট্যান্ড। তবে এটা কেবল মোড়টিতেই নয় শহর জুড়েই যেন গড়ে উঠেছে ইজিবাইক, ইজিভ্যান ও থ্রি-হুইলার স্ট্যান্ড। সরকারের পক্ষ থেকে বারবার মহাসড়কপ ইজিবাইক, ইজিভ্যান ও থ্রি-হুইলার চালানোর বিষয় নিষেধাজ্ঞা দিলেও নওয়াপাড়া শহরে যেন দিন দিন বেড়েই চলেছে এদের সংখ্যা। বর্তমান শহরটিতে সহস্রাধিক ইজিবাইক, ইজিভ্যান ও থ্রি-হুইলার চলাচল করে এবং দিনদিন ইজিবাইক, ইজিভ্যান ও থ্রি-হুইলার চালকরা এতোটাই বেপরোয়া হয়ে উঠেছে যে সড়কে নূন্যতম শৃঙ্খলা মানেনা। এমনকি সড়কের শৃঙ্খলা ফেরাতে নিয়োজিত হাইওয়ে থানা পুলিশরেও তেমন তৎপরতা দেখা যায়না। মনে হচ্ছে যেন নওয়াপাড়া হাইওয় থানা পুলিশ গভীর ঘুমে নিমগ রয়েছে যার ফলে নওয়াপাড়া নূরবাগ মোড়ে প্রতিনিয়ত লেগে থাকছে যানজট। আর যানজটে আটকে পড়ে চরম দূর্ভাগ পাহাচ্ছে সাধারণ মানুষ। কেবল তাই নয়, যানজটে আটকে থাকতে হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি, এ্যাম্বুলেন্সসহ জরুরী কাজে নিয়জিত পরিবহন গাড়িও। কেবলমাত্র কোন ভিআইপি’র এ মহাসড়কে আগমন ঘটলেই মহাসড়কে সূণশান অবস্থান নেমে আসে। দেখা যায় থানা ও হাইওয়ে পুলিশের সড়ক শৃঙ্খলা ফরানোর তোড়জোড়। তখন সাধারণ মানুষের চলাফেরায় শৃঙ্খলা ফেরাতেও ব্যস্ত হয়ে পড়ে পুলিশ প্রশাসন। আর ভিআইপি পার হয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে আবারো পুরনো চেহারায় ফিরে আসে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া শহর সহ পুরো এরিয়া। মহাসড়কের উপর ইজিবাইক, ইজিভ্যান ও থ্রিহুইলার স্ট্যান্ডের পাশাপাশি সড়কটিতে দূর্ভোগ বাড়াতে দেখা যায় সড়কের পাশের ব্যবসায়ীদর। তারা দিনভর সড়কের উপর ট্রাক ও পিকআপ রাখে মালামাল লোড আনলোডে ব্যস্ত থাকে। অথচ হাইওয়ে পুলিশের এসকল বিষয়ে কোন উচবাচ্য দেখা যায়না। বিশেষ করে নওয়াপাড়া হাইওয়ে থানায় নতুন ওসির আগমনের পর নওয়াপাড়া শহর মহাসড়কের শৃঙ্খলা পুরোপুরি ভঙ্গ হয়ে পড়েছে বলে দাবি করছন স্থানীয় সচেতন মহল। তারা এ অবস্থা থেকে পরিত্রান পেতে হাইওয়ে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে কথা বলতে নওয়াপাড়া হাইওয়ে থানার নবাগত ওসি’র সরকারি নাম্বের একাধিকবার ফোন করলেও তিনি ফান রিসিভ না করায় বক্তব্য নয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
Link Copied