ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কপিলমুনি প্রেসক্লাবে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ৩:৪৬

দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী কপিলমুনি প্রেসক্লাবের নবনির্বাচিতদের অভিষেক ও এমপি মোঃ রশীদুজ্জামানকে সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে কপিলমুনি প্রেসক্লাবের নিজস্ব ভবনে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা -কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে শেখ সেফারুল ইসলামসহ আমি সংশ্লিষ্ট ছিলাম। তাই এই প্রেসক্লাব আমার কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই জনপদের মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি কাজ করবে বলে আমি প্রত্যাশা করি। সাংবাদিকতার মান বজায় রাখতে হবে। সেই সাথে এলাকার শিক্ষিতদের সু্যোগ দিতে হবে। আমাদের এই অঞ্চলের অনেক সন্তানেরা জাতীয় সংসদ ও ভালো যায়গায় সুনামের সাথে সাংবাদিকতা পেশায় জড়িত আছেন। তাহলে আমরা কেন ভালো মানের সাংবাদিকতা উপহার দিতে পারবো না। তিনি আরো বলেন,অপসাংবাদিকতা পরিহার করতে হবে। দেশ ও জাতির স্বার্থে অপসাংবাদিকতা বর্জন করতে হবে। সুন্দর জাতী গঠনে সত্য সংবাদ উদঘাটন করে তা প্রকাশ করতে হবে। সেই সাথে 
সত্য লেখনীর মাধ্যমে অসংকোচ প্রকাশ করতে হবে।
কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জি এম হেদায়েত আলী টুকুর সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কপিলমুনি আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত)সরদার বজলুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খান, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডল, হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলার বিভিন্ন এলাকার  আওয়ামীলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন কপিলমুনি প্রেসক্লাবের আজীবন সদস্য আলহাজ্ব মোঃ ডা আব্দুল জব্বার। প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তা ও  সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন এমপি মোঃ রশীদুজ্জামান ও আগত অতিথিদের। এসময় উপস্থিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

শালিখায় 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫' শুরু, প্রধান অতিথি ইউএনও

মধুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সন্দ্বীপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান

মান্দায় প্রাণীসম্পদ প্রদর্শনী পালন

কাউনিয়ায় জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী–২০২৫ উদযাপন

ফুলছড়িতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রাজস্থলীতে একমাত্র ঝুলন্ত ব্রিজ স্থানীয় জনগণ প্রতিদিন ঝুঁকি তে চলাচল

নেত্রকোনার মদনে মহিউদ্দিন মার্কেটে কাপড়ে দোকানে আগুন লেগে প্রায় ৪০টি দোকান পুড়ে চাই

ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহও প্রদর্শনী ২০২৫ উদযাপন

কুমিল্লায় খুচরা সার বিক্রেতা ও কৃষকদের মানববন্ধন বিক্ষোভ

রংপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণায় এগিয়ে ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসা

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

আশুলিয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে ভিক্ষাবৃত্তি