টাঙ্গাইলে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সার্কিট হাউজ সংলগ্ন শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মোনাজাত করা হয়। রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম। এছাড়াও জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ, স্থানীয় জনপ্রতিনিধিগন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর'সহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুল হক বীর প্রতীক (সাবেক জেলা কমান্ডার) ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে শিশুদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবম পে-কমিশন বাস্তবায়নের দাবিতে পাকশীতে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা, স্মারকলিপি প্রদান
নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর
বাসাসেস থেকে সম্মাননা পদক পেলেন সাত গুণিজন
জয়পুরহাট-২ আসনে এনসিপির মনোনয়ন নিলেন তরুণ নেতা ওমর আলী বাবু
মনপুরার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাউন্ডারি দেয়াল ও মাঠ ভরাটের দাবিতে মানববন্ধন
মেহেরপুরে শীতার্থদের পাশে এনসিপি, অসহায়দের মাঝে কম্বল বিতরণ
কাউনিয়ায় এডভান্স ডিটেনশনপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা হীরা গ্রেফতার
পাবনায় শুটকি উৎপাদন শুরু, বিদেশেও হচ্ছে রপ্তানি : লক্ষমাত্রা দেড়'শ মেট্রিক টন
কুড়িগ্রামে পদোন্নতি বঞ্চিত ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি
ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেনের