বন বিভাগ যৌথ বিজিবির অভিযানে ভালুকিয়া হতে অবধৈ পাচারকালে জ্বালানি কাঠসহ পিকআপ আটক
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও বিজিবির যৌথ অভিযানে সংরক্ষিত বনাঞ্চল হতে অবৈধভাবে পাচারকালে ২ শত ৩০ ঘনফুট জ্বালানি কাঠ আটক করা হয়েছে । সেই সাথে অবধৈ পাচারকালে ব্যবহৃত পিকআপটি গাড়ি আটক করা হয়েছে।
শনিবার (১৬মার্চ) বিকাল ২টায় কাপ্তাইয়ের ভালুকিয়া হতে রাঙ্গুনিয়া পাচারকালে রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বন বিভাগের কর্মীরা এই অভিযান পরিচালনা করেন। এসময় ৪১ বিজিবির সদস্যরা উপস্থিত অভিযান চালায়।
রেঞ্জ অফিসার জানান, একটি পাচারকারী সিন্ডিকেট দল পিকাপ গাড়ি ভর্তি করে অবধৈ কাঠ পাচারের খবর পায়।এসময় রাইখালী রেঞ্জের বনকর্মীরা খবর পেয়ে দ্রুত বিজিবিসহ কাঠগুলি আটক করে। আটক জ্বালানি কাঠের বাজার মূল্য জানা যায় কাঠের দাম প্রায় ৪৪হাজার টাকা বলে জানান তিনি । এসব অবধৈ জব্দ কাঠসহ আটক পিকাপ গাড়িসহ রাইখালী রেঞ্জে আনা হয়েছে।এ বিষয়ে চন্দ্রঘোনা থানায় বন মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ ও বন বিভাগ প ক্ষে গণমাধ্যম কে জানান।
এমএসএম / এমএসএম