অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ডাক্তার ও নার্সদের অসদাচরণে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়েন। ওষুধ থাকতেও তা ঠিকমত দেওয়া হয় না বলে অভিযোগ পাওয়া যায়। অতএব এ ধরণের কর্মকা- থেকে বিরত থাকতে হবে। অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ থেকে বেরিয়ে চিকিৎসাসেবার মান বাড়াতে হবে।
দীর্ঘ পাঁচ বছর পর অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিটির নবনির্বাচিত সভাপতি জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি আরো বলেন, আমরা সকলেই কোনো না কোনো সেবার সঙ্গে জড়িত আছি। তবে চিকিৎসাসেবার স্থান সব থেকে ওপরে। কারণ একজন ডাক্তারের সেবার সঙ্গে জড়িয়ে রয়েছে জীবন-মৃত্যুর সম্পর্ক। তাই অতিতের কথা ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে। মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের আয়োজনে গতকাল সোমবার সকালে হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, যশোর জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নবনির্বাচিত সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলাম, শেখ আইয়ুব হোসেন, এম এ গফুর, চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, ডা. এসএম মাহমুদুর রহমান রিজভী, ডা. আলীমুর রাজিব ও নবনির্বাচিত কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান।
সভা শেষে নবিনির্বাচিত কমিটির সভাপতি এমপি এনামুল হক বাবুল সহ অন্যান্য সদস্যবৃন্দ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
জানা যায়, যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুলকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামানকে সদস্য সচিব করে অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ১৬ জনের নাম প্রকাশ করা হয়েছে।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
