ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

কালুরঘাট ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে দুর্নীতি তদন্তে মাঠে দুদক টিম


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৩-২০২৪ রাত ১০:১২
চট্টগ্রামের কালুরঘাট সেতুর উভয় পাশে ফেরিঘাট  ও সংযোগ সড়ক নির্মাণে কোটি টাকার দুর্নীতির  অভিযোগের প্রেক্ষিতে  তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল সোমবার দুপুরে কালুরঘাট ফেরিঘাটে গিয়ে তথ্য সংগ্রহে সরেজমিন পরিদর্শন  করেন দুদক কর্মকর্তারা।
 
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন বলেন, ‘ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্ত করার অংশ হিসেবে আমরা তথ্য সংগ্রহ করতে মাঠে নেমেছি , তদন্তের স্বার্থে  বিস্তারিত পরে জানানো হবে।’ এর আগে  ১৯ সেপ্টেম্বর কালুরঘাটে ফেরিঘাট নির্মাণে অনিয়ম দুর্নীতি  ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনী  নোটিশ  চট্টগ্রাম জজ কোর্টে আইনজীবী সেলিম চৌধুরী।   চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব বরাবরে পাঠানো নোটিশে  উল্লেখ করা হয়, ২৮ জানুয়ারি, ২০২৩ তারিখে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন মারফত জানতে পারি- বড় ধরনের সংস্কার কাজের জন্য কালুরঘাট সেতু বন্ধ রেখে পারাপারের বিকল্প হিসেবে নিচ দিয়ে ফেরি সার্ভিস চালু করা হবে। এ লক্ষ্যে কোন টেন্ডার ছাড়াই  ৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে কর্ণফুলীর উভয় পাড়ে এপ্রোচ সড়কে ব্রিক সলিন করে এতে বিপুল অংকের টাকা আত্মসাৎ করা,   সম্ভাব্যতা যাচাই না করেই  অপরিকল্পিত  ফেরী ঘাট নির্মান করে জনদূর্ভোগ সৃষ্টি করা হয়।    ১ আগস্ট ফেরি চালুর প্রথম দিনেই যাতায়াতে ভোগান্তিতে পড়ে দক্ষিণের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ।
 
‘সংবাদমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ জনভোগান্তির চিত্র গুরুত্ব সহকারে প্রকাশিত হলে বিষয়টা নাড়া দেয় অনেককেই। আমরা মনে করি, এ কাজে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে কারো দ্বারা প্ররোচিত হয়ে ইচ্ছেকৃতভাবে এখানে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলা করে ভোগান্তি বাড়িয়ে জনগণকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেছেন’। অথবা দুর্নীতির মাধ্যমে দুদক সূত্র জানায় কালুরঘাট ফেরীঘাটের সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ  হয়েছে বেশ কিছু দিন আগে।  অফিসিয়াল প্রক্রিয়া শেষ করে  দুদকের একটি টিম গতকাল সোমবার সরেজমিনে ঘটনা স্থল ঘুরে তথ্য সংগ্রহ করছেন, অনেকটা অভিযোগর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে তদন্তের স্বার্থে এর বেশী কিছু বলা যাবে না। 

এমএসএম / এমএসএম

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়

তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী

শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল

অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম

কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের