ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

শেকৃবির নজরুল হল ক্যান্টিন যেন নাট্যমঞ্চ


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ১:৪১

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল যেন রূপ নিয়েছে এক নাট্যমঞ্চে। শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলে ডাইনিং-ক্যান্টিনে হুটহাট ম্যানেজার পরিবর্তন এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া এখন হলটির নিত্য ঘটনা। হল কর্তৃপক্ষ থাকলেও অব্যবস্থাপনায় ভোগান্তির শিকার হচ্ছেন হলটির আটশরও অধিক শিক্ষার্থী। এ নিয়ে সংশ্লিষ্টরা আঙ্গুল তুলছেন হলটির প্রভোস্টের দিকে।

আবাসিক হলটির ডাইনিং-ক্যান্টিন ঘিরে ক্ষমতাসীন ছাত্রলীগের চাঁদাবাজির ঘটনা দিয়ে শুরু হয়ে ক্যান্টিন ম্যানেজারের গলায় রামদা ঠেকানোর অভিযোগেসহ স্বয়ং ক্যান্টিন ম্যানেজারকে বিদায় করে দেয়ার পর এবার হলটির ক্যান্টিন ভাড়া দেয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। অনুসন্ধানে সাবেক ক্যান্টিন ম্যানেজারের বিরুদ্ধে একই ক্যান্টিনকে দুই ব্যাক্তির কাছে ভাড়া দেয়া এবং হল প্রভোস্টের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই ডাইনিং-ক্যান্টিন ভাড়ার বিষয় উঠে এসেছে।

জানা গেছে, সাবেক ক্যান্টিন ম্যানেজার জাহিদের গলায় ছাত্রলীগ নেতা সজীব ও আরিফের রামদা ঠেকিয়ে হত্যার হুমকির ঘটনার পর বিনা নোটিশে জাহিদকে ছাড়তে বলা হয় ক্যান্টিনের দায়িত্ব। এ ঘটনার পর গত আড়াই মাসে বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই পরপর ৩ ব্যাক্তিকে ক্যান্টিনের দায়িত্ব দিলেও এখনও বন্ধ রয়েছে নজরুল হলের ক্যান্টিন। ক্যান্টিন ম্যানেজার ইমন ১ মাস ৪ দিন, শাহাদত ৬ দিন এবং বাদল ২৫ দিন ক্যান্টিন চালান। বাদলের পর আবার কাজল চালানো চেষ্টা করলেও এক সপ্তাহের বেশি স্থায়ী হতে পারেননি। এভাবে ক্যান্টিন ম্যানেজারদের আসা যাওয়ায় হলটির ক্যান্টিন যেন একটি নাট্যমঞ্চে রূপ নিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, প্রতিদিন ঘুম থেকে উঠে শুনছি ক্যান্টিন বন্ধ, ম্যানেজার ভেগেছে।

সর্বশেষ ১৩ মার্চ কাজল ক্যান্টিন ছাড়ার পর গত ১৫ দিন ধরে বন্ধ রয়েছে হলের ক্যান্টিনটি। ফলে রোজায় সেহরি করতে অন্য হল কিংবা বাইরের দোকানগুলায় উচ্চমূল্যের এবং অস্বাস্থ্যকর পরিবেশের খাবার খেতে ছুটতে হচ্ছে হলটির বেশিরভাগ শিক্ষার্থীকে। এমন দুরাবস্থার জন্য শিক্ষার্থী এবং ক্যান্টিন সংশ্লিষ্টরা দুষছেন হলটির প্রভোস্ট ড. কামাল উদ্দিনকে। জামানত না নিয়ে প্রত্যেককে ক্যান্টিনের দায়িত্ব দেওয়ায় বিশৃঙ্খলা হয়েছে বলে মনে করছেন তারা। তবে হল কর্তৃপক্ষের অভিমত, নিয়ম না থাকলেও 'জরুরী' প্রয়োজনেই বিজ্ঞপ্তি এবং জামানত ছাড়া এসব ব্যাক্তির কাছে ভাড়া দেয়া হয়েছে।

অন্যদিকে গত ৩ মাস ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ক্যান্টিনটির ১২ কর্মচারী। তারা বলছেন, প্রভোস্টের নিকট এ বিষয়ে সহযোগীতা চাইলে তিনি তাদের আশ্বাস দিয়ে ফিরিয়ে দেন। ক্যান্টিন ম্যানেজারদের এমন নাটকীয় আসা-যাওয়ায় তাদের কাছে বিভিন্ন অংকে কর্মচারীদের ৫০ হাজার টাকার অধিক বেতন বাকি রয়েছে। ঈদের সময় বাড়িতে টাকা পাঠানো নিয়ে শঙ্কা এবং অর্থসংকটে নানাবিধ দুশ্চিন্তায় আছেন বলে জানিয়েছেন ক্যান্টিনটির কর্মচারীরা। তবে বেতন বাকী থাকার বিষয়টি অস্বীকার করেন হল প্রভোস্ট।

এদিকে বারবার ম্যানেজার বিদায়ে আড়াই মাস পর যেন সম্বিৎ ফিরে পায় হল প্রশাসন। আগে বিজ্ঞপ্তি প্রকাশ না করলেও গত ১৮ মার্চ শেকৃবিতে ১০ হাজার টাকা ভাড়ায় গ্যাস সংযোগসহ একটি ক্যান্টিন ভাড়া দেয়ার বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। এতে ফেরতযোগ্য জামানত চাওয়া হয়েছে দেড় লাখ টাকা। জানা গেছে, ম্যানেজার জাহিদের কাছে মাসিক ভাড়া বাবদ দেড় লাখ টাকা পায় হল কর্তৃপক্ষ। আবার জাহিদও শিক্ষার্থীদের কাছে প্রায় আট লাখ টাকা খাবারের বাকি টাকা পায়। সংশ্লিষ্টরা মনে করছেন, জাহিদ থেকে বকেয়া ভাড়া তুলতে ব্যর্থ হওয়ায় এবার পূর্বের জামানত ৩০ হাজারের পরিবর্তে দেড় লাখ টাকা চাওয়া হচ্ছে। এ ব্যাপারে ড. কামাল উদ্দিন আহমদ জানান, হল কর্তৃপক্ষ চাইলে জামানত ইচ্ছেমত বাড়াতে পারে। জাহিদ শিক্ষার্থীদের কাছে টাকা পেতো। সেটি আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের দিতে নিষেধ করেছি। দেখি, নতুন বিজ্ঞপ্তি দিয়ে লিস্ট ধরে টাকাগুলো হল কর্তৃপক্ষ নিজে আদায় করতে পারে কিনা।  

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল বলেন, ক্যান্টিনের ব্যাপারে নিয়মিত খোঁজ নিচ্ছি। জানতে পেরেছি শীঘ্রই লোক ঠিক হবে। ডাইনিং খোলা আছে, শিক্ষার্থী সেখানে খেতে পারছে। আর জামানত হল কর্তৃপক্ষ চাইলে বাড়াতে পারেন। তবে হুট করে এত পরিমাণ জামানত বাড়ায় হয়ত অনেকে আগ্রহ প্রকাশ করবে না। আমি আবার হলে যাবো, কথা বলবো। 

এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত