ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বাঁশখালীর প্রধান সড়কের টমটম অটোরিকশার হিড়িকে তীব্র যানজট


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২৪ বিকাল ৫:৩৭

চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে ব্যাটারী চালিত টমটম-অটোরিকশার হিড়িক, যানজটের অন্ত নেই, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রী মহল।

চট্টগ্রামের বাঁশখালীর প্রবেশদ্বার পুকুরিয়া চাঁদপুর তেমহনি, গুনাগরী খাসমহল চৌমুহনী, বৈলছড়ী বাজার, পৌরসভাস্থ মিয়ার বাজার, টাইমবাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজারসহ গুরুত্বপূর্ণ স্পট গুলোতে সড়কের উপর ব্যাটারী চালিত টমটম- অটোরিকশার অবৈধ পার্কিং করে রাখার ফলে প্রতিনিয়তই লেগে থাকে দীর্ঘ যানজট। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তির অন্ত থাকে না। দেখারও কেউ নেই।

পেকুয়া, বাঁশখালী - আনোয়ারা সংযোগ প্রধান সড়কটি নামমাত্র আঞ্চলিক মহাসড়ক। সড়কটি একদিকে এমনিতেই সরু। অপরদিকে সড়কটির গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সড়কের দু'পাশ প্রভাবশালী ব্যবসায়ীরা অবৈধ ভাবে দখলে নেয়া, সড়কের উপর ব্যবসায়ীক মালামাল স্তুপ করে রাখার ফলে যাতায়াতে আরও বেশি বিঘ্ন সৃষ্টি হচ্ছে। চাম্বল বাজার, টাইমবাজার, দেলাইয়্যার দোকান এলাকায় সড়কের উপর বিভিন্ন স্ক্রাব দোকানের মালামাল বড় বড় বস্তাভর্তি করে সড়কের উপর স্তুপ করে রাখার দৃশ্য দেখা গেছে। এছাড়াও এই সড়ক দিয়ে এস.আলম, এস.আর স্পেশাল, বাঁশখালী সুপার সার্ভিস, স্পেশাল সার্ভিস, পন্যবাহী ট্রাক, মিনি ট্রাক, সিএনজি চালিত অটোরিকশাসহ হাজার হাজার গাড়ী চলাচল করে থাকে। তাছাড়া প্রতিনিয়ত ঘটে চলে সড়ক দুর্ঘটনা,তাছাড়া হতাহতের ঘটনাও কম নয়।

সরেজমিনেপরিদর্শনে দেখা যায়,উল্লেখিত স্পট গুলোতে সড়কটিের দুপাশে ব্যাটারী চালিত শত শত টমটম, অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা অবৈধ ভাবে পার্কিং করে রাখার দৃশ্য।বিশেষ বৃহস্পতিবার ও শুক্রবার আসলেই ওইসব অবৈধ পার্কিংয়ের কারণে ঘন্টার পর ঘন্টা লেগে থাকে তীব্র যানজট,চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

সাধারণ যাত্রীদের দাবি, সামনে ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতরের দিন, ঈদকে ঘিরে একদিকে যানজট ভোগান্তি, অপরদিকে কিছু অসাধু শ্রেণির সিএনজি চালকরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় প্রবণতাও বাড়িয়ে দেয়। এতে যাত্রীদের ভোগান্তির অন্ত থাকেনা। যাত্রীদের দাবি, ঈদের আগে প্রধান সড়কে যানজট নিরসন করতে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সড়কের উপর থেকে সিএনজি, টমটম ও অটোরিকশার অবৈধ পার্কিং সরানোসহ চালকদের হয়রানি ও সড়কে ভোগান্তি দুর করতে প্রশাসনের হস্তক্ষেপ ও নজরদারি কামনা করেন যাত্রীমহল।

এবিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, প্রধান সড়কটি এমনিতেই সরু,এরই মধ্যে ব্যাটারী চালিত টমটম, অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশার হিড়িক ও যত্রতত্রে অবৈধ পার্কিংয়ের কারণে দিনদিন যানজট বেড়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি, সড়কে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করার কোন সুযোগ নেই। সুতরাং এই বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও জেসমিন আক্তার।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি