কালিন্দী ইউনিয়ন ২নং ইউপি সদস্য মুক্তার হোসেনের দুর্নীতির কারনে বন্ধ রাস্তার কাজ

কেরানিগন্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মুক্তার হোসেন। তিনার ওয়ার্ডে বিভিন্ন কাজের বিষয়ে এলাকার বাসীর সাথে আলাপ কালে জানা যায়। ইউপি সদস্য মুক্তার হোসেন ২ নং ওয়ার্ডে উন্নয়নমুলক কোন কাজের ছোয়া পড়েনি। অনিয়ম ও দুর্নীতিতে ভোরপুর এলাকাটিতে। মুক্তিরবাগ, বৌরানীবাগ রাস্তার নিচে পাইপ বসানোর কাজের কথা বলে একাধিক ব্যক্তির নিকট হতে নগত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এই বিষয়ে সরোজমিনে অনুসন্ধানে ভুক্তভোগী, মোঃ হিরা, বিল্লাল, মোঃ রানাসহ অসংখ্য ব্যক্তির কাছ থেকে ২০ থেকে ৩০ হাজার করে টাকা এলাকাবাসীর নিকট হতে নয় থেকে দশ লক্ষ টাকা হাতিয়ে নেয় কিন্ত নির্দিষ্ট সময়ে কাজ করে দিতে না পারলে ইউপি সদস্য মুক্তার হোসেনকে জানালে কোন সদুত্তর দিতে ব্যর্থ হয়। এলাকাবাসীর অভিযোগ যে এই রাস্তাটি প্রায় ৫ বছর আগে ঠিকাদার বাচ্চু মিয়া কাজটি পাই কিন্ত কি কারনে এখনও সংস্কারের কাজ সম্পন্ন হচ্ছে না তা কেউ সঠিক কারন জানানে পারে না। অনেকের ধারনা ইউপি মেম্বারের গাফিলতিতে রাস্তার কাজ অসমাপ্ত হয়ে আছে ফলশ্রুতিতে প্রতিনিয়ত স্কুলগামী ছাত্র-ছাত্রী,হাসপাতালে চলাচলের রোগীদের ভুগান্তিতে পড়তে হচ্ছে।
তিনার ওয়ার্ডের বিভিন্ন ,অনিয়ম দুর্নীতির বিষয়ে এলাকাবসীর তথ্যমতে জানা যায় যে,মুক্তিরবাগ, বৌরানীবাগ রোডের ঠিকাদার বাচ্চু মিয়া পাওয়ার ১ বছর পর মারা যাওয়ার পর পরবর্তী ঠিকাদারের মাধ্যমে কাজ সম্পন্ন করার দায়িত্ব মুক্তার মেম্বারের উপর ন্যস্ত থাকলেও ইউপি সদস্য মুক্তার হোসেনের দুর্নীতির কারনে রাস্তার কাজ এখনও আলোর মুখ দেখিনি। কারন অনুসন্ধানে জানা যায় এলাকাবাসীর পক্ষে এক অটো চালক আলমগীরের সাথে কথা বলে জানা যায় তিনি বলেন, রাস্তাটা দীর্ঘ দিন যাবত কোন কাজ হয়নি। রিকসা চালাতে আমাগোর খুব অসুবিধা হয়া, মুক্তির বাগের উমেষ সরকার বলেন অল্প বৃষ্টিতে গিরা পানি জমে যায়,জনসাধারণের যাতায়াতের সমস্যা হয়।
মনু ব্যপারীর ঢাল থেকে অটো চালক শাকিল, বাসিন্দা মোজাম্মেল সাহেব জানান মুক্তার মেম্বার দীর্ঘ দিন চেয়ারে থাকলেও রাস্তা ঘাটের তেমন কোন উন্নয়ন হয়নি,যা হয়েছে এলাকাবাসীর সেচ্ছাসেবার মাধ্যমে হয়েছে। মুসলিম বাগের কামাল ,হিরু,বাদশা মৃধা,বলেন এই রাস্তা স্যূয়ারেজ কাজ করার জন্য এলাকাবাসী সম্মিলিত ভাবে মুক্তার মেম্বারকে ২৫ লক্ষ তুলে দেন কথা ছিল বিলের আংশিক টাকা পাওয়া মাত্র এলাকাবাসীর টাকা আগে ফেরত প্রদান করা হবে। তিনি( মেম্বার)টাকা ফেরতের চেষ্টা করেননি টাকা আত্মসাতের পায়তারায় লিপ্ত আছেন বলে প্রতিয়মান হয়।
এলাকাবাসী আরো বলেন কোন কারনে দুর্ঘটনা ঘটলে, ফায়ার সার্ভিস গাড়ি আসতে পারে না,, এই রাস্তাঘাট এর বেহাল অবস্থা আজ থেকে দীর্ঘ পাঁচ বছর ধরে
হঠাৎ করে কোন রুগী,অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার কোন পরিস্থিতি থাকেনা। অল্প বৃস্টিতে পানি জমে যায়। আমাদের অনেক কষ্ট হয়। বাচ্চারা স্কুলে,মাদ্রাসায়, কলেজে যেতে পারেনা।
কয়েকদিন আগে আমাদের এলাকার গর্ববতী মহিলা বৃষ্টিকালিন সময় রোডের উপর রিকশা থেকে পড়ে যান তাতে মারাত্বক আাঘাত প্রাপ্ত হন। জানতে পারি, এক সাক্ষাৎকারে সাংবাদিকের কাছে কালিন্দী ইউনিয়ন চেয়ারম্যান ফজলুর রহমান (ফজলু চয়ারম্যান) বলেন অনেকদিন ধরে,মুক্তির বাগ যাওয়া হয়নি আমি জানিনা ওখানে কি অবস্থা, আমি অসুস্থ, আপনাদের মাধ্যমে জানতে পারলাম বিষয়টি নিয়ে এলাকাবাসীর কথা চিন্তা করে দ্রুত রাস্তা সংস্কারের কাজ যাতে সম্পন্ন হয় বিষয়টি দেখব।
এমএসএম / এমএসএম

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে

উলিপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়
