ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

ভাগ্য বদলের স্বপ্নে লিবিয়া গিয়ে অপহরণের শিকার চার প্রবাসী যুবক, জিবীত ফেরত চায় স্বজনরা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ১:৪৪

পরিবার ও নিজের সূখের কথা চিন্তা করে জমিজমা বিক্রি করে লিবিয়ায় পাড়ি জমানো রাকিবুল ইসলাম, আলামিন মিয়া, আল আমিন ও হাফিজুর রহমান নামের চার যুবক অপহরণের শিকার হয়েছে। অপহরণের পর মুক্তিপণ দাবি করে প্রবাসী ওই চার যুবকের বাড়িতে বার্তা পাঠিয়েছে অপহরণ চক্রের সদস্যরা। মুক্তিপণ না পাওয়া দেওয়া হচ্ছে নানা ধরনের হুমকি। এতে দিশেহারা হয়ে পড়েছে তাদের পরিবার।

অপহরণের শিকার ওই চার শ্রমিক হলেন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আল আমিন (২৩), জয়নাল আবেদিনের জামাতা ও পার্শ্ববর্তী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙার ইদ্রিস আলীর ছেলে হাফিজুল ইসলাম (৪০), রাজারহাটের ভীম শর্মা গ্রামের আবদুল মোতালেবের ছেলে আল আমিন (২২) এবং তাঁর খালাতো ভাই ও পঞ্চগ্রামের রামরাম গ্রামের শাহিনুর ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৪)। তাঁরা লিবিয়ার বেনগাজিতে রাজমিস্ত্রির কাজ করতেন।

অপহরণের শিকার যুবকদের পরিবার জানায়, পরিবারের সূখের কথা চিন্তা করে একই এলাকার বাসিন্দা লিবিয়া প্রবাসী মিজানের মাধ্যমে লিবিয়ায় ওই চার যুবক। লিবিয়ায় গিয়ে শুরুতে মিজানের সাথে কাজ করলেও চুক্তি অনুযায়ী টাকা না মেলায় ৪ জনই আলাদা কাজ শুরু করেন। সবকিছু  ঠিকঠাক চলা শুরু হয়েও সূখের দেখা পাওয়ার আগেই অপহরনের শিকার হন ওই চার প্রবাসী। 

অপহরনের শিকার যুবক আল আমিনের বাবা জয়নাল আবেদিন বলেন, তিন বছর আগে জমিজমা বিক্রি করে পাঁচ লাখ টাকা খরচ করে একমাত্র ছেলে আল আমিনকে লিবিয়ায় পাঠান। ছেলের সঙ্গে তাঁর জামাতা হাফিজুল ইসলামও লিবিয়ায় যান। তিন বছরে কোনো সমস্যা না হলেও চলতি বছরের ১১ মার্চ সকাল ৮টায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর ইমো নম্বরে ফোন করেন। এ সময় জানানো হয়, তাঁর ছেলে আল আমিন ও জামাতা হাফিজুল ইসলামকে অপহরণ করা হয়েছে। মুক্তির জন্য এক লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। তা না হলে তাঁদের দুজনকে হত্যা করা হবে মর্মে হুমকি দেওয়া হয়। ছেলে ও জামাতা অপহরণের শিকার হওয়ার কথা জানার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন আলেয়া বেগম। অপহরণের শিকার যুবক হাফিজুরের স্ত্রী জয়নব বেগম(৩০) বলেন, আমার স্বামী ও আমার একমাত্র ভাই লিবিয়ায় অপহরণের শিকার হয়েছে। মুক্তিপণ না দিলে স্বামী ও ভাইকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। কি করবো কিছু বুঝতেছিনা। পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার  রাজারহাট উপজেলার ভীম শর্মা গ্রামের আরেক আল আমিন দুই বছর আগে লিবিয়ায় কাজে যান। আল আমিনের বড় ভাই লিটন মিয়া (২৩) বলেন, গত ১১ মার্চ সকাল আনুমানিক ৭টা ৫১ মিনিটে লিবিয়া থেকে আমার নম্বরে ফোন করে জানানো হয় যে আমার ভাই আল আমিন, খালাতো ভাই রাকিবুল, সিন্দুরিয়া গ্রামের আরেক আল আমিন, তাঁর ভগ্নিপতি হাফিজুলকে অপহরণ করা হয়েছে। তাঁদেরকে জীবিত দেখতে চাইলে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দিতে হবে। আইনের আশ্রয় নেওয়া হলে তাঁদের হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। লিটন মিয়া আরো বলেন, অপহরনের পেছনে পঞ্চগ্রামের সিন্দুরিয়া গ্রামের আবদুল মোন্নাফের লিবিয়াপ্রবাসী ছেলে মিজানুর রহমান, একই ইউনিয়নের রামরাম গ্রামের সামসুল হকের ছেলে লিবিয়াপ্রবাসী মো. নাজমুল হুদা (২৩) এবং একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে লিবিয়াপ্রবাসী মো. সুলতান (৩২) কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন। 

এ বিষয়ে পঞ্চগ্রামের সিন্দুরিয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আবদুল মোন্নাফ জানান, লিবিয়া প্রবাসী ছেলে মিজানুর রহমান অপহরণের সঙ্গে জড়িত নয়। সকল অভিযোগ মিথ্যা দাবি তার।

অনলাইনের মাধ্যমে এ ঘটনায় অভিযুক্ত মিজানুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অপহরণের বিষয়টি শুনেছেন তবে অপহরণের সঙ্গে তিনি জড়িত নয় বলে দাবি করেন। মিজান বলেন, লিবিয়ায় আসার পর আমার সাথে কাজ শুরু করলেও তারা সবাই আলাদা কাজ করে। তিনিও অপহরণ হওয়া চার যুবককে উদ্ধারের চেষ্টা করছেন বলে দাবি করেন।

এ ঘটনায় প্রবাসী মিজানকে আসামী করে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে অপহরণের শিকার যুবকদের স্বজনরা।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প

অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা

শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ

পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান

কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন

কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার

মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

সলঙ্গায় মাছবাহী ট্রাকে পানি ভরাট"নষ্ট হচ্ছে মহাসড়ক-ঘটছে অসংখ্য দুর্ঘটনা