সিংগাইরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
মানিকগঞ্জের সিংগাইরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে ও সিঙ্গাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ব্ক্কর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল আলম, সিঙ্গাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মীম আলম বক্তব্য রাখেন।
এসময় উপজেলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলি, ছাত্রছাত্রী, সরকারি কর্মকর্তা, পুলিশ প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম