সিংগাইরে সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
"সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন" স্লোগানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক অবহিতকরণ ও উদ্বুদ্ধবকরণ সভা এবং বাস্তবায়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ এপ্রিল) সকাল ১০ টায় সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সার্বিক তত্বাবধানে সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ।
আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান(অস্থায়ী) শারমিন আক্তার, সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মোঃ বাশার, ওসি মোঃ জিয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী, শওকত হোসেন বাদল প্রমুখ।
এসময় সহকারী কমিশনার(ভূমি) আব্দুল খাইয়ুম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইঞ্জি শাহাদাত হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া, দেওয়ান জিন্নাহ লাঠু, গাজী কামরুজ্জামান, দেওয়ান রিপন, মোঃ আবুল হোসেন, আব্দুল হালিম, জাহিনুর রহমান সৌরভ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন,উপজেলা কৃষি অফিসার আবুল বাশার, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল আলমসহ উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও পেনশন সুবিধাভোগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম