ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সিডিএ’র নতুন চেয়ারম্যানের ফাইল অপেক্ষমান


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ৩:৩৮

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছের ফাইল এখনো অনুমোদন হয়নি। ফাইলটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুলালাহ শিবলী সাদিক। গত ১৭ এপ্রিল জনপ্রশান মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো প্রস্তাবনার বিষয়ে জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন।

এদিকে ২৪ এপ্রিল (গতকাল) বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের মেয়াদ শেষ হওয়ার কথা। তাহলে চেয়ারম্যানের চেয়ারে কে বসবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সময়মতো হয়ে যাবে। ফলে এই সংস্থার পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা। এর আগে গুঞ্জন শোনা যাচ্ছিল নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন হচ্ছেন সিডিএ’র নতুন চেয়ারম্যান তবে ১৭ এপ্রিলের সেই চিঠি বিষয়টিকে উলটপালট করে দেয়।  

শেষ মুহূর্তেও নিশ্চিত করে বলা যাচ্ছে না নতুন চেয়ারম্যান আসছে নাকি পুরাতনের ভরসা রাখছে সরকার।তবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছই পরবর্তী সিডিএ চেয়ারম্যান হচ্ছেন হচ্ছেন বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিশ্বস্ত সুত্র জানিয়েছে। সুত্র বলছে, খোরশেদ আলম সুজনকে ঠেকাতে ‘মরিয়া’ একটি বলয়। ওই বলয়ের কেউ চান না সুজন সিডিএর চেয়ারম্যানের চেয়ারে বসুক! যার কারণে তাঁর চেয়েও ‘হাইপ্রোফাইল’ হিসেবে আনা হয়েছে চট্টগ্রামের মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের মহাসচিব  মোহাম্মদ ইউনুছকে। রাজনৈতিক অঙ্গনে ‘নির্ঝঞ্ঝাট’ নেতা হিসেবে পরিচিত তিনি।

জানা গেছে, ছাত্রলীগের স্কুল সভাপতি থেকে নগর সভাপতি পর্যন্ত হয়েছেন মোহাম্মদ ইউনুছ। এ বীর মুক্তিযোদ্ধা ১৯৬৮ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাই স্কুল ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৯ থেকে ১৯৭০ পর্যন্ত বৃহত্তর চট্টগ্রাম জেলা সর্বদলীয় মাধ্যমিক স্কুল ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন। ১৯৭০ থেকে ১৯৭১ পর্যন্ত চট্টগ্রাম শহর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭২-৭৩ সালে চট্টগ্রাম শহর ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত দুই মেয়াদে চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৭৮ পর্যন্ত চট্টগ্রাম কারাগারে বন্দি অবস্থায় চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দীন।
এরপর ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দুবার বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কার্যকরী কমিটির সদস্য ছিলেন। ১৯৮৪ সালে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক হন। ১৯৮৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ইউনুছ ১৯৫৫ সালের ৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম কারাগার থেকে বি.কম পরীক্ষায় অংশ নিয়ে তিনি ডিগ্রি পাস করেন। তিনি হাটহাজারীর নুর আলী মিয়ার হাট ফরহাদাবাদ গ্রামের হিম্মত মুহুরী বাড়ীর মরহুম নুর হোসেনের সন্তান। তাঁর বাবা ছিলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক উচ্চতর হিসাব কর্মকর্তা। বর্তমানে  তিনি চট্টগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব এবং বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা ফোরাম ‘৭৫ এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি চট্টগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় শিক্ষা বোর্ড সদস্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আজীবন সদস্য, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলার আজীবন সদস্য, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির আজীবন সদস্য, চট্টগ্রাম শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ- ১ এর আজীবন সদস্য এবং পৌর জহুর হকার মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
২০০৯ সাল থেকে সরকারের যুগ্ম সচিব পদ মর্যাদার এই পদে চুক্তিভিত্তিক রাজনৈতিক নিয়োগ দিয়ে আসছে সরকার। টানা ১০ বছর মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমানে বোয়ালখালী-চান্দগাঁও আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম চেয়ারম্যান থাকার পর ২০১৯ সালের ১৮ এপ্রিল নিয়োগ দেওয়া হয় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল আলম দোভাষকে। ২৪ এপ্রিল (গতকাল) পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে।

এমএসএম / এমএসএম

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ"রফিকুল ইসলাম খান

রায়গঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে সম্পত্তি লিজের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মা-ইলিশ রক্ষায় সুনাম কুড়াচ্ছেন রায়পুর মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার: দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?

ধামরাইয়ে ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই পরিবারের আহ্বায়ক কমিটি গঠন

আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

মামুদনগর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসায় সিলিং ফ্যান, কোরআন শরীফ ও ঘড়ি বিতরণ

শিবচরের পদ্মা নদীতে অভিযান, ইলিশ শিকারের দায়ে ২৪ জেলে আটক

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা মাড়াই নিয়ে ব্যস্ত কৃষক

লোকগানের নিভৃত চর্চার আতুর ঘর মায়ের তরী

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

লাকসামে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার