ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ঢাকা কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ২০২৪-২৬ নির্বাচনে সভাপতি হানিফ সম্পাদক রাকিব নির্বাচিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১-৫-২০২৪ বিকাল ৭:৪৭

উৎসবমুখর ও অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত  হয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ইউনিয়নের (২০২৪-২০২৬) মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু হানিফ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রকিবুল ইসলাম রাকিব। ২টি প্যানেলের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। হানিফ মোনায়েম জসিম পরিষদের এই প্যানেলে ৩০ ,রাজ্জাক সাহাদত রাকিব এই প্যানেলে ৩০, হানিফ মোনায়েম জসিম পরিষদে এই প্যানেলে ১২ জন নির্বাচিত হয়েছেন । রাজ্জাক শাহাদাত রাকিব পরিষদের এ প্যানেলে ১৮ জন নির্বাচিত হয়েছেন।সর্বমোট দুই প্যানেলে ৩০ জন্য প্রার্থী নির্বাচিত হয়েছেন । ঢাকা কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ইউনিয়নে সর্ব মোট ভোটার ৩৬৩৭ , ভোট দিয়েছেন ২৫৫২ ভোটার । কিছু ভোটার ভোট দিতে পারেনি সময় শেষ হয়েছে বলে জানা যায়।গত মঙ্গলবার ৩০শে এপ্রিল ৮.৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।কার্যনির্বাহী কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন ।সভাপতি আবু হানিফ প্রাপ্তভোট ১৩০১ কার্যকরী সভাপতি সাহাদত হোসেন খান প্রাপ্ত ভোট ১৪২৯ , সহ-সভাপতি জুদ্দার আলী প্রাপ্ত ভোট ১৪৫৭ , মোঃ ফারুক হোসেন প্রাপ্ত ভোট ১০৭৬, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রাপ্ত ভোট ১০২৮, হুমায়ুন করিম মজুমদার প্রাপ্ত ভোট ১০১৪ । সাধারণ সম্পাদক পদে রকিবুল ইসলাম (রাকিব) প্রাপ্ত ভোট ১৩৫২ । যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রাপ্ত ভোট ১১২৫ বেলাল হোসেন লাল মিয়া প্রাপ্ত ভোট ১০৩৪, মোঃ রেজাউল করিম প্রাপ্ত ভোট ১০৩৩, মোহাম্মদ জাকির হোসেন প্রাপ্ত ভোট ১০২০ ।সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মফিজুর রহমান অষ্টম প্রাপ্ত ভোট ১৩২৬ ,সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কাইয়ুম শেখ প্রাপ্ত ভোট ১২৯৩ । অর্থ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোয়াজ্জেম হোসাইন মন্ডল প্রাপ্ত ভোট ১৬৯৮ । দপ্তর সম্পাদক পদে মো:আসাদুল্লাহ প্রাপ্ত ভোট ১২৯৮,সহ দপ্তর সম্পাদক পদে ইফতেখার মাহমুদ ইমি প্রাপ্ত ভোট ১১৮২ , আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মমতাজুর রহমান প্রাপ্ত ভোট ১৫৫৫ ।তথ্য ও প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ বিপ্লব হোসেন প্রাপ্ত ভোট ১৩৩২ সহ তথ্য প্রচার প্রকাশনা সম্পাদক কাজী আবুল আজাদ প্রাপ্ত ভোট ১০৬৬ । বন্দর বিষয়ক সম্পাদক মোঃ শাহিন আলম প্রাপ্ত ভোট ১১৩০, মোঃ রেজাউল করি প্রাপ্ত ভোট১০৭১ ,মোঃ এরশাদ আলী প্রাপ্ত ভোট ১০৫০ । কাস্টম বিষয়ক সম্পাদক পদে মোঃ এরশাদ হোসেন কবি প্রাপ্ত ভোট১২৪৭, মোঃ কামাল হোসেন প্রাপ্ত ভোট ১০৭১, এইচএম আব্দুল্লাহ শরীফ প্রাপ্ত ভোট ১০৩৯ ।শ্রম ও বিষয়ক সম্পাদক পদে মোঃ মহিদুল ইসলাম প্রাপ্ত ভোট ১৩৮৩, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক পদে মোঃ আবুল হোসেন খান প্রাপ্ত ভোট ১১৫০ । ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রুবেল মিয়া প্রাপ্ত ভোট ১১২৩, কার্যনির্বাহী সদস্য আল আমিন মিয়া প্রাপ্ত ভোট ১১৭১ , মোঃ শাহজাহান প্রাপ্ত ভোট ১১৫১

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, রঞ্জিত কুমার মজুমদার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রঞ্জিত কুমার মজুমদার সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় নির্বাচন কমিশনার আরো বলেন, নির্বাচনের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সেদিক খেয়াল রেখে আমরা কাজ করছি। যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে দিকে খেয়াল রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেরেছি। আনসার বাহিনী সদস্য স্থানীয় প্রশাসনকে অনেক ধন্যবাদ জানিয়েছেন ।

এমএসএম / এমএসএম

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ