ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো গ্রাম পুলিশের প্রাণ


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ১২:২২

শরীয়তপুরের ডামুড্যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবুল হোসেন ওরফে বাবুল (৫০) নামের এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২ মে) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু। এর আগে বুধবার (১ মে) দিনগত রাত ৩ টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবুল হোসেন উপজেলার কনেশ্বর ইউনিয়ন প্রিয়কাঠি এলাকার নূর মোহাম্মদ বেপারীর ছেলে। এছাড়াও সে কনেশ্বর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গ্রাম পুলিশ আবুল হোসেন বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলো। জ্বর সেরে না উঠায় পরিবারের সদস্যরা তাকে বুধবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরিক্ষা নিরীক্ষা করা হলে তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। তবে তার অবস্থা ততক্ষণে অবনতির দিকে যেতে থাকে। পরে বুধবার দিনগত রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

স্থানীয় ইউপি সদস্য হোসেন মন্টু বলেন, আবুল ভাই অনেক বিনয়ী মানুষ ছিলেন। এভাবে ডেঙ্গু জ্বরে তার মৃত্যু হবে কখনো ভাবতেও পারিনি। তার পরিবারের দুটি মেয়ে আর একটি ছেলে আছে। বাদ জোহর তার জানাজা হবে।

এ বিষয়ে জানতে চাইলে কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু বলেন, ওনি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। ঢাকায় নেয়ার পর পরিবারের লোক জানতে পেরেছে তার ডেঙ্গু হয়েছে। তবে তাকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, আমরা এ বিষয়ে এখনো খবর পাইনি। তবে খোঁজ খবর নিয়ে দেখবো। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

‎নবাবগঞ্জে রাতের আঁধারে সানজিদা আক্তার নামে এক নারীর উপর হামলা