কোটালীপাড়া উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
আসন্ন কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। এবার উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন , ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন লড়ছেন। প্রার্থীরা প্রচন্ড গরম উপেক্ষা করে যার যার প্রতীক নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন। গভীর রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে পথসভা করছেন। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য বিমল কৃষ্ণ বিশ্বাস বিগত তিনটি নির্বাচন করেছিলেন দোয়াত কলম মার্কা নিয়ে , তাঁর এবারের প্রতীকও দোয়াত কলম, আরেক উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও সমাজসেবক জাহাঙ্গীর হোসেন খানের প্রথম নির্বাচন, তাঁর প্রতীক হলো ঘোড়া, আরেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার চিংড়ি মাছ মার্কা নিয়ে লড়বেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ জন তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল তালা মার্কা, আরেক জন সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা দেবদুলাল বসু পল্টু টিউবওয়েল মার্কা নিয়ে লড়বেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ৬ জন। তারা হলেন সাবেক জেলা পরিষদ সদস্য রীনা মন্ডল পদ্মফুল মার্কা নিয়ে নির্বাচন করবেন , ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রলীগ কর্মী রাহা প্রমা চয়ণিকা ফুটবল মারাকা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবী বিশ্বাস (হাজরা) সেলাই মেশিন, সাবেক রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য জেসমিন বেগম কলস, তিথি ডি,কস্তা হাঁস, আর বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার প্রজাপতি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উপজেলার একাধিক ভোটার বলেন, এবার দলীয় প্রতীক না থাকায়, নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে। আমরা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারি চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুই মুখি। আর পূরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়াই হবে এক মুখি। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রিমুখী।
উল্লেখ্য, একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে কোটালীপাড়া উপজেলা গঠিত। এ উপজেলায় ৭৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ১ শত ৪৬ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৫ হাজার ৮ শত ৬০ জন। মহিলা ভোটার সংখ্যা ৯৯ হাজার ২ শত ৮৫ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। কোটালীপাড়া উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।
এমএসএম / এমএসএম
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪
ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে পিপিআর ২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Link Copied