ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

লর্ডসে হেরে সাকিব মাহমুদকে দলে ফেরাল ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১১:১০

ট্রেন্ট ব্রিজে বৃষ্টির সুবাদে ড্রয়ের পর ঐতিহাসিক লর্ডসে আর রক্ষা পায়নি স্বাগতিক ইংল্যান্ড দল। অনেকটা চ্যালেঞ্জ দিয়েই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তাদেরকে মাত্র ৫১.৫ ওভারে অলআউট করে দিয়েছে ভারত, ম্যাচ জিতে নিয়েছে ১৫১ রানের বড় ব্যবধানে। লর্ডসে হারের পর তাই নিজেদের স্কোয়াডে রদবদল এনেছে ইংল্যান্ড। বাদ দেয়া হয়েছে জ্যাক ক্রলি, ডম সিবলি ও জ্যাক লিচকে। বিপরীতে ১৫ সদস্যের দলে ফিরেছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান ও ডানহাতি পেসার সাকিব মাহমুদ।

দ্বিতীয় টেস্টে মঈন আলিকে দলে ফেরানোর পরই বোঝা যাচ্ছিল, জায়গা হারাবেন লিচ। তাই তাকে খেলার মধ্যে রাখার জন্য সমারসেটে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে সিরিজের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন এ বাঁহাতি স্পিনার।

এদিকে কাঁধের ইনজুরি থাকার পরেও ১৫ জনের দলে রাখা হয়েছে ডানহাতি পেসার মার্ক উডকে। তবে ঝুঁকি এড়াতেই দলে নেয়া হয়েছে সাকিব মাহমুদকে। সিরিজে তৃতীয় টেস্টে হয়তো মাঠেও নেমে যেতে পারেন সাকিব।

প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন মালান। গত দুই বছর ধরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের অন্যতম ভরসা তিনি। কিন্তু ২০১৮ সালের ভারত সিরিজের পর থেকে আর খেলতে পারেননি সাদা পোশাকের ক্রিকেট। সবমিলিয়ে ১৫ টেস্টে মাত্র ২৭.৮৪ গড়ে রান করেছেন মালান।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড স্কোয়াড : জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন ও মার্ক উড।

জামান / জামান

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?