সিএমপি'র আকবর শাহ্ থানার সিটি গেইট চেকপোস্টে তল্লাশী অভিযান, গ্রেফতার ২
সিএমপি'র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় এডিসি স্পিনা রানী প্রামাণিক ও পাহাড়তলী জোনের এসি মোঃ মঈনুর রহমান এর তত্ত্বাবধানে আকবার শাহ্ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানী এর নেতৃত্বে আকবর শাহ্ থানার এসআই(নিঃ)/দীপন পাল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চেকপোস্ট-৪৪ (নৈশ) ডিউটি করাকালীন আকবরশাহ্ থানাধীন সিটি গেইটস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সিটি গেইট পুলিশ বক্সের সামনে রাস্তার উপর তল্লাশী অভিযান পরিচালনা কালে ইং ০৫/০৫/২০২৪ তারিখ রাত ০০.২০ ঘটিকায় বাজারের ব্যাগ হাতে সন্দেহজনক ভাবে পায়ে হেঁটে চেকপোস্ট অতিক্রম করার সময় আসামি ছেনোয়ারা বেগম(৩৪) ও রাবেয়া বেগম প্রকাশ জোহরা(৫৫) দ্বয়কে আটক করেন। আটক পরবর্তী নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশী পূর্বক আসামি ছেনোয়ারা বেগম এর ডান হাতে ধরা অবস্থায় ১ টি বাজারের ব্যাগের মধ্যে পৃথক পৃথক কালো রংয়ের পলিথিনে দ্বারা মোড়ানো ২(দুই) কেজি গাঁজা ও আসামি রাবেয়া বেগম প্রকাশ জোহরা এর বাম হাতে ধরা অবস্থায় ১ টি বাজারের ব্যাগের মধ্যে পৃথক পৃথক কালো রংয়ের পলিথিনে দ্বারা মোড়ানো ২(দুই) কেজি গাঁজা সহ মোট ০৪(চার) কেজি গাঁজা উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ)/এসআই দীপন পাল ইং ০১/৫/২০২৪ তারিখ রাত ০০.৪৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ছেনোয়ারা বেগম এর বিরুদ্ধে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানায় রুজুকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এমএসএম / এমএসএম