খুলনা ডিএনসি মাদক বিরোধি অভিযানে সক্রিয়

খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। পূর্বের তুলনায় বেড়েছে অভিযানের সংখ্যা। খুলনা মেট্রো এবং মেট্রোর বাহিরে নিয়মিত অভিযান পরিচালনা করছে দপ্তরটি। বিগত কয়েক মাসে বড় বড় মাদকের চালান জব্দ করেছে দপ্তরটি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ইয়াবাসহ অন্যান্য প্রচলিত মাদকদ্রব্য ছাড়াও লাইসার্জিক এসিড ডাই-ইথিলামাইড (এলএসডি), ক্রিস্টাল মেথ বা আইস, ডাই-মিথাইল ট্রিপ্টামাইনসহ (ডিএমটি) নতুন নতুন মাদকের বিস্তার ঘটছে। এসকল মাদক চোরাচালানে ছদ্মবেশে অপরাধীরা সক্রিয়। বিভিন্ন সময়ে বিভিন্ন রুপ ধারন করে তারা এ কাজ করছে। তাদের চোরাচালানের পথ বদলাচ্ছে প্রতিনিয়ত। এসকল মাদক কারবারিদের ধরতে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এরই ধারাবাহিকতায় খুলনা ডিএনসি কাজ করছে। গত এপ্রিল মাসের তথ্যে দেখা যায়, খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর মোট ১৪২টি অভিযান পরিচালনা করেছে। যার মধ্যে মেট্রোর মধ্যে অভিযানের সংখ্যা ৭৪টি। মেট্রোর বাইরে অভিযানের সংখ্যা রয়েছে ৬৮টি।
তথ্য সূত্রানুযায়ী, গত এপ্রিল মাসে মোট মামলা দায়ের হয়েছে ২৬টি। আসামী ধরা পড়েছে ২৬ জন। এ অভিযানে গাঁজা, ইয়াবা, চোলাই মদ, বিলাতী মদ জব্দ করা হয়েছে। এ মাসে মোট মামলা নিস্পত্তি হয়েছে ২৪টি।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, আমরা মাদক ব্যভসায়ীদের বিরুদ্ধে তৎপর ভূমিকা পালন করছি। তবে অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী ইউনিট গুলোও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। আমাদের জনবল কিছুটা কম রয়েছে। অভিযানে যাওয়ার জন্য আমাদের নিজস্ব যানবাহনের সংখ্যা একেবারেই নগন্য। তথ্য পেলেও অনেক সময় যানবাহন সংকটের কারনে আমাদের তথ্য পাওয়া স্থানে পৌছাতে অনেক সময় লাগে। এ জন্য অভিযান চালিয়েও আসামী ধরতে আমাদের ব্যর্থ হতে হয়। অন্যদিকে, জনবল সংকট থাকার কারনেও অনেক সময় অভিযান সফল করতে সমস্যায় পড়তে হয় আমাদের।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মিজানুর রহমান বলেন, আমরা মাদক ব্যবসায়ী এবং মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সক্রিয়। আমরা প্রতিনিয়ত তথ্য পেলেই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। মাদক পাঁচারকারীরা বর্তমানে তাদের গতিপথ পরিবর্তন করে চোরাকারবারী চালাচ্ছে। তবে, আমরা তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। গত মাসে ১৪২টি অভিযান পরিচালনায় সক্ষম হয়েছে আমাদের ইউনিট। ১৪২টি অভিযানের বিপরীতে ২৬টি মামলা দায়ের হয়েছে। খুলনা ডিএনসি মাদক বিরোধী অভিযান এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম

কুমিল্লা সীমান্তে সোয়া ১ কোটি টাকার ভারতীয় অবৈধ বাজি জব্দ

শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওএমএসের চালে অনিয়ম, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা আটক

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষকদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মহিলা পরিষদের মানববন্ধন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মানিকগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ: গ্রেফতার ১

দাগনভূঞায় সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

গাজীপুরে হোটেল হ্যাঁভেনে পুলিশের অভিযানে ৮ জন আটক, গণবিক্ষোভে ভাঙচুর-অগ্নিসংযোগ

শ্রীপুরে টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের মতবিনিময় সভা

আক্কেলপুরে বাজার মনিটরিংয়ে ইউএনও

নবীনগর তিতাস নদীতে অজ্ঞাত ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার

৭ দফা দাবিতে সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষনা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
