সাতক্ষীরা দুই উপজেলায় চেয়ারম্যান হলেন সাঈদ-সুমন
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় চেয়ারম্যান পদে শেখ মেহেদী হাসান সুমন (আনারস) ও প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ (আনারস)বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। বুধবার(০৮ মে) রাতে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আতিকুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সাতক্ষীরা জেলার দুটি উপজেলার ২৩টি ইউনিয়নের ১৭৫টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ৭৯টি ভোট কেন্দ্রে কোন বিশৃঙ্খলা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে শেখ মেহেদী হাসান সুমন (আনারস) প্রতীকে ৬২ হাজার ৬৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈদ মেহেদী (ঘোড়া)প্রতীকে ৩২ হাজার ৯৪৬ ভোট পায়। ভাইস চেয়ারম্যান পদে শেখ ইকবাল আলম বাবলু (বই) প্রতীকে ৬১ হাজার ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নাজমুল ইসলাম (তালা) প্রতীকে ২৪ হাজার ৩৬৫ ভোট পায়। ভাইস চেয়ারম্যান অন্য প্রার্থীরা মুকুল বিশ্বাস (টিয়া) পাখি ৪ হাজার ৬৫৬ ভোট পায়, কাজী মুফক্ষরুল ইসলাম নিলু (চশমা) প্রতীকে ১ হাজার ৬৫৩ ভোট পায় ও কাজী আব্দুস সালাম (উড়োজাহাজ) প্রতীক কে ২ হাজার ২১৪ ভোট পায়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা শওকাত আফি (হাঁস) প্রতীকে ৪৬ হাজার ১৭৪ ভোট পায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী দিপালী রানী ঘোষ (ফুটবল) প্রতীক ২০ হাজার ৪৫১ পায়। সুমাইয়া পারভিন সুমি (কলস) প্রতীকে ১৬ হাজার ৩২৯ ভোট ও শ্যামলী অধিকারী (পদ্মফুল) প্রতীকে ১০ হাজার ৩১১ ভোট পায়।
রাতে কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে ফলাফল ঘোষণা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার অনুজ কুমার গাইন ও থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন সহ প্রার্থী ও প্রার্থীদের এজেন্ট এবং সাংবাদিকবৃন্দ।
অপরদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে ১১টি ইউনিয়নের ৯৬ কেন্দ্রের প্রাপ্ত ভোটে চেয়ারম্যান পদে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ (আনারস) প্রতীকে ৫১হাজার ৩৫১ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়লাভ করেছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা বাংলা (ঘোড়া)পেয়েছেন ৩২ হাজার ৩৭৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক ১৯ হাজার ২১৩ ভোট পেয়ে নাজমুল হুদা রিপন এবং হাঁস প্রতীক নিয়ে খালেদা আইয়ুব ডলি বিজয়ী হয়েছেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক বলে তিনি মন্তব্য করেন।
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত