একই স্বামীকে বারবার বিবাহ সম্পত্তির লোভে স্বামী কে পাঠালেন কারাগারে

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা গ্রামের শিক্ষক এমএ খালেকের একমাত্র ছেলে মেহেদী হাসান বাবু (৪০) বিবাহ করেন যশোরে চুিড়পট্টি এলাকার তারিক সিদ্দিকের মেয়ে তাকিয়া তুন সিদ্দিকা (৩৭) কে পারিবারিক ভাবে গত ২ই সেপ্টেম্বর ২০০৫ সালে বিবাহ হয়।
জানা যায়, বিবাহের পর থেকে তাকিয়াতুন তার শ^শুরের বিশাল সম্পত্তির উপর নজর পড়ে। এরপর থেকেই তাদের সংসারে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এঘটানায় কয়েক দফায় আত্বীয়স্বজন ও গন্যমান্য ব্যক্তি বর্গ শালিস বিচারের মাধ্যমে মীমাংসা করে মিটে দেন। পরে তাকিয়াতুনের ললুপদৃষ্টি পড়ে শশুর খালেকের নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার চত্বরে অবস্থিত তিনতলা ভবনের উপর।
তথ্য অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন অপকৌশলে তার শশুরের ওই ভবনটির নিজের নামে লিখে নেওযার জন্য বাবুর উপর চাপ প্রয়োগ করতে থাকে। এসময় এই বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে কলহ বিবাদ লেগেই থাকতো। কিছু দিন যেতে না যেতেই তাকিয়া তুন তার স্বামীর পিতা মাতাকে আলাদা খাবার ও থাকার জন্য চাপ প্রযোগ করে। এবং তাদেরকে আলাদা বাসায় থাকতে বাবুকে বাধ্য করে। এতে করে বাবুর মনের ভিতর পিতামাতাকে দুরে রাখার যে কষ্ট তাকে পীড়া দিতে থাকে। কোন উপায়ান্ত না পেয়ে তাকিয়াতুন ১১ই এপ্রিল ২০১০ তারিকে বাপের বাড়ি যেয়ে যশোর পৌরসভা কাজি অফিসের মাধ্যমে বাবুকে তালাকনামা পাঠায়। এর কিছুদিন পর সে সুকৈাশলে আবার বাবুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে। এক বছরের সন্তান ইফতেখারকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে পুনরায় বিবাহ না করলে আত্বহত্যা করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় বাবুকে আবার ১২ই জুলাই ২০১০ তারিখে যশোরে নোটারী পাবলিকের কার্র্যালয়ের মাধ্যমে দ্বিতীয়বার বিবাহ করেন। পরদিন স্বামী সংসারে তাকিয়াতুন শশুরের ওই ভবনে ফিরে আসেন। শ্বশুর ও শাশড়ীকে অন্য ভাড়া বাসায় থাকতে বাধ্য করেন। কয়েক বছর ভালোই কাটছিলো সংসার। বাপের বাড়ির লোকজনের ইন্দোনে আবারও তাকিয়া তুন লোভে পড়েন শশুর ও স্বামীর সম্পত্তির উপর। এসময় নওয়াপাড়া বাজারের ওই বাড়িটি বাবুর পিতা বিক্রি করে সকল টাকা ছেলে হাতে তুলে দেয়। এসুমুদয় টাকা দিয়ে বাবু নওয়াপাড়া কলেজ রোড়ে একাধিক জায়গা ও জমি ক্রয় করে পাচতলা ভবন নির্মান করেন। এই সম্পত্তি তাকিয়াতুন স্বামীকে লিখে দিতে চাপ প্রয়োগ করেন। তাকিয়া তুনকে পাচতলা বাড়ি ও সম্পত্তি লিখে না দেওয়ায় আবারও শুরু হয় অশান্তি। একপর্যয়ে তাকিয়াতুন স্বামীকে ফাঁসাতে বিভিন্ন অপকৌশল করতে থাকে। গত ১৯শে এপ্রিল ২০২৪ তারিখে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হলে তাকিয়াতুন সু কৌসলে শারিরীক অসুস্থতা দেখিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের জরুরি বিভাগে চিকিৎসা সেবা নেয়। পরে অভয়নগর থানায় মারপিট ও যৌতুকের মিথ্যা অভিযোগ এনে ২৮শে এপ্রিল ২০২৪ তারিখে মামলা দায়ের করে। এই মামলায় মেহেদী হাসান বাবুকে আটক করে থানা পুলিশ জেলা কারাগারে পাঠিয়েছে। ২৮শে এপ্রিল ২০২৪ তারিখ থেকে বাবু ১২ দিন ধরে যশোর জেলা কারাগারে রয়েছে। বাবুর মাতা মাহফুজা আক্তার রিক্তা কান্না জড়িত কন্ঠে বলেন, সম্পত্তির লোভে আমার বউমা আমাদেরকে আলাদা করে রাখে। আর সম্পত্তি লিখে দেওয়ার জন্য আমার ছেলের উপর চাপ প্রয়োগ করে আসছে। তার মিথ্যা মামলায় আমার ছেলেকে আটক করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমার বউমা এজাহারে যে অভিযোগ তুলেছে সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। বাবুর পিতা শিক্ষক এমএ খালেক জানান, আয় উপার্জন করে একমাত্র ছেলেকে ভালো রাখার জন্য তাকিয়াতুনের সাথে বিবাহ হয়। কিন্তু বউমাকে সম্পত্তি লিখে না দেওয়ায় আমাদেরকে ভরনপোষন দিত না। যে কারনে ছেলেকে নিয়ে আলাদা খেতো। এ ব্যাপারে অভয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, তাকিয়াতুন নিজে বাদি হয়ে প্রাথমিক চিকিৎসার রিসিট দিয়ে স্বামীর নামে অভিযোগ এনেছে। এই মর্মে হাসপাতাল কতৃপক্ষের কাছে মেডিকেল সনদ চেয়েছি। কিন্তুু এখনও সেটার জবাব দেয়নি।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
