ডুসাক এর নতুন পৃষ্ঠপোষক পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠিত
শুক্রবার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা(ডুসাক)এর সাত সদস্যের পৃষ্ঠপোষক পরিষদ এবং ২৯ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সকাল দশটায় ডাকসু টিচার্স লাউঞ্জে ডুসাকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডুসাকের সভাপতি মো:সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন ডুসাকের সাধারণ সম্পাদক মোস্তফা ইকবাল হৃদয়। সাধারণ সভায় ডুসাকের সাধারণ সদস্যরা ভোটের মাধ্যমে পৃষ্ঠপোষক পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠন করে।
এছাড়া শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী ডুসাকের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা এবং অনুচ্ছেদ সংশোধন করা হয়।উক্ত সাধারণ সভায় পৃষ্ঠপোষক হিসেবে যাদেরকে নির্বাচিত করা হয়, মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন,সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি সাহিদুজ্জামান টরিক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা, মোল্লা গ্রুপের চেয়ারম্যান মো:শহিদুল হক মোল্লা, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো:জাফর হোসেন, উত্তরা পুলিশের ডিসি শাহজাহান সাজু এবং রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু।পদাধিকার বলে তারা উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও গণ্য হবেন। সর্বমোট ২৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের মধ্যে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ৭জন অন্তর্ভুক্ত রয়েছেন। তারা হচ্ছেন: হাবিবুর রহমান(প্রতিষ্ঠাকালীন আহবায়ক ) বর্তমানে আবুল খায়ের লিমিটেডে কর্মরত, মো:জাহাঙ্গীর আলম(সদস্য), মো:শাহজাহান আলী(সদস্য) বর্তমানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক হিসেবে কর্মরত, মো: মহসিন কবীর(সদস্য), মির্জা সায়েম মাহমুদ বিপুল(সদস্য) বর্তমানে পুলিশ সুপার হিসেবে কর্মরত, আহমেদ পিপুল(সদস্য), বর্তমানে সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত এবং শিবলী হুসাইন আহমেদ(সদস্য)।
১৫ জন নতুন উপদেষ্টা হিসেবে যাদেরকে নির্বাচিত করা হয়েছে:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো রুহুল আমিন, বিশিষ্ট সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার শফিক তুহিন, রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পিএসসির পরিচালক আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়র ফার্মেসী বিভাগের অধ্যাপক ড.রুহুল কুদ্দুস শিপন, এম. আর. লজিস্টিকস বিডি লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দীন সুজন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, রুহুল আমিন মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মিথুন কুমার সাহা, ব্যাংক কর্মকর্তা মাসুদ উর রহমান, ট্যাক্স কর্মকর্তা মাসুদুর রহমান জোয়াদ্দার হিরন, ট্যাক্স কর্মকর্তা তরিকুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমান, ডুসাকের সাবেক সভাপতি মো:জাহাঙ্গীর আলম, ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন তাজ।
বাৎসরিক এই সাধারণ সভায় সংগঠনের শতাধীক সাধারণ সদস্য উপস্থিত থেকে মতামত ও ভোট দানের মাধ্যমে নতুন পরিষদ সমূহ নির্বাচন ও গঠনতন্ত্র সংশোধণ করেন। সভা শেষে উপস্থিত সকলের মধ্যহ্নভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
Link Copied