ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

উত্তরা ১০নং সেক্টর নির্বাচনে সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, সেক্রেটারি ইনসাফ আলী


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৫-৫-২০২৪ দুপুর ৩:৩৮

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন গেল বারের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, এমপি ও সাধারণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী।এ উপলক্ষে মঙ্গলবার (১৪ মে, ২০২৪) রাতে সাধারণ সম্পাদক ইনসাফ আলীর নেতৃত্বে নবনির্বাচিত সভাপতি কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, এমপিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে কমিটির অন্যান্য সদস্যরা।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দের উদ্দেশ্যে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, এমপি বলেন, আমাদের সকলকে সেক্টরের উন্নয়নে কাজ করে যেতে হবে। যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলেন তারা কোন সময় আমাদের কাছে এসে যেন ফেরত না যায়। 

তিনি বলেন, সেক্টরের উন্নয়নে যে মাঠ প্রয়োজন সেটির জন্য আমরা সেই বিষয়ের মন্ত্রণালয় কাজ করব এবং আমার যদি কোন ধরনের সহযোগিতা লাগে আমি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। আমি নিজেও এই সেক্টরের বাসিন্দা হিসেবে নিরাপত্তার চাদরে এই সেক্টরকে একটি মডেল সেক্টর হিসেবে গড়ে তুলতে চাই।

আয়োজনে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত কমিটির সিনি.সহ-সভাপতি মোহা. নুরুল আলম, সহ-সভাপতি- বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিদ্দিকুর রহমান,এ কে এম জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের পি.এ.এম ও মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক হয়েছেন ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, নিরাপত্তা সম্পাদক মো. আক্তারুজ্জামান জুয়েল, যুগ্ন নিরাপত্তা বিষয়ক সম্পাদক, মুহাম্মদ জাফর ইকবাল, প্রচার ও দপ্তর সম্পাদক শেখ আনোয়ারুল হক,শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, এ.কে.এম সরাফত উল্লাহ আরিফ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক,মাহবুবুর রহমান তালুকদার, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডাক্তার মোঃ মাহবুবুল হক, আন্তর্জাতিক ও আইন সম্পাদক, এডভোকেট মোঃ সানোয়ার হোসেন, সমাজকল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক, মোঃ মাসুদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, শাহিনুর আফরোজা,
 নির্বাহী সদস্য ৯ জন, মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার, কানিজ ফাতেমা, মোঃ ফরিদ আলি, এ কে এম সাইফুর রহমান, কাজী মোঃ জাহিদুর রহমান, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রকৌশলী একেএম  এরশাদ মিয়া,মোঃ মাহবুবুল আলম, প্রকৌশলী মোহাম্মদ হোসেন প্রমুখ। 

প্রসঙ্গত, গেল শনিবার (১১ মে, ২০২৪) উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে উন্নয়ন পরিষদ ও ঐক্য পরিষদ সহ একজন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে উন্নয়ন পরিষদের পূর্ণ প্যানেল সর্বমোট ২৯ জন জয়লাভ করেন।

এমএসএম / এমএসএম

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ