উত্তরা ১০নং সেক্টর নির্বাচনে সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, সেক্রেটারি ইনসাফ আলী
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন গেল বারের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, এমপি ও সাধারণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী।এ উপলক্ষে মঙ্গলবার (১৪ মে, ২০২৪) রাতে সাধারণ সম্পাদক ইনসাফ আলীর নেতৃত্বে নবনির্বাচিত সভাপতি কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, এমপিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে কমিটির অন্যান্য সদস্যরা।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দের উদ্দেশ্যে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, এমপি বলেন, আমাদের সকলকে সেক্টরের উন্নয়নে কাজ করে যেতে হবে। যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলেন তারা কোন সময় আমাদের কাছে এসে যেন ফেরত না যায়।
তিনি বলেন, সেক্টরের উন্নয়নে যে মাঠ প্রয়োজন সেটির জন্য আমরা সেই বিষয়ের মন্ত্রণালয় কাজ করব এবং আমার যদি কোন ধরনের সহযোগিতা লাগে আমি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। আমি নিজেও এই সেক্টরের বাসিন্দা হিসেবে নিরাপত্তার চাদরে এই সেক্টরকে একটি মডেল সেক্টর হিসেবে গড়ে তুলতে চাই।
আয়োজনে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত কমিটির সিনি.সহ-সভাপতি মোহা. নুরুল আলম, সহ-সভাপতি- বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিদ্দিকুর রহমান,এ কে এম জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের পি.এ.এম ও মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক হয়েছেন ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, নিরাপত্তা সম্পাদক মো. আক্তারুজ্জামান জুয়েল, যুগ্ন নিরাপত্তা বিষয়ক সম্পাদক, মুহাম্মদ জাফর ইকবাল, প্রচার ও দপ্তর সম্পাদক শেখ আনোয়ারুল হক,শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, এ.কে.এম সরাফত উল্লাহ আরিফ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক,মাহবুবুর রহমান তালুকদার, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডাক্তার মোঃ মাহবুবুল হক, আন্তর্জাতিক ও আইন সম্পাদক, এডভোকেট মোঃ সানোয়ার হোসেন, সমাজকল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক, মোঃ মাসুদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, শাহিনুর আফরোজা,
নির্বাহী সদস্য ৯ জন, মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার, কানিজ ফাতেমা, মোঃ ফরিদ আলি, এ কে এম সাইফুর রহমান, কাজী মোঃ জাহিদুর রহমান, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রকৌশলী একেএম এরশাদ মিয়া,মোঃ মাহবুবুল আলম, প্রকৌশলী মোহাম্মদ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গেল শনিবার (১১ মে, ২০২৪) উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে উন্নয়ন পরিষদ ও ঐক্য পরিষদ সহ একজন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে উন্নয়ন পরিষদের পূর্ণ প্যানেল সর্বমোট ২৯ জন জয়লাভ করেন।
এমএসএম / এমএসএম
রূপগঞ্জে একাধিক মামলার আসামি নাজমুল হাসান টিপু গ্রেফতার
স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা
হাদির জানাজা ঘিরে ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা
রাজধানীতে ২৪ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতেমা
পোশাক শিল্পে অটোমেটিক সেলাই মেশিন প্রদর্শনী ও অটোমেশন সেমিনার অনুষ্ঠিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলার তদন্তাধীন বিষয়ে দুদকের সংবাদ সম্মেলন
আজ প্রকাশ হয়নি প্রথম আলো-ডেইলি স্টার, বন্ধ অনলাইন
সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা
যাত্রাবাড়িতে টাইলস মিস্ত্রি ফারুক হত্যা মামলার মূল আসামিসহ গ্রেফতার ৩
ঢাকাস্থ চাঁদপুর সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা
দি একমি ল্যাবরেটরিজ-এর ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন