ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

পাঁচবিবিতে প্রথমবারের মতো নারী চেয়ারম্যান প্রার্থী শিখা বিপুল ভোটে নির্বাচিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ৩:৫১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট যুদ্ধে  পাঁচ জন পুরুষ প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে নির্দলীয় প্রার্থী হিসেবে  সাবেকুন নাহার শিখা নির্বাচিত হয়েছেন। জয়পুরহাট জেলায় তিনিই প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন।  সাবেকুন নাহার শিখা যা ভোট পেয়েছেন পাঁচ পুরুষ প্রার্থী  মিলে তার চেয়ে কম ভোট পেয়েছেন। নব নির্বাচিত চেয়ারম্যান  সাবেকুন নাহার শিখা  ভোট পেয়েছেন ৩৮ হাজার ৩০৯ ভোট। পাঁচ পুরুষ প্রার্থী সকলে মিলে ভোট পেয়েছেন ৩৮ হাজার ২ শত ৯৯ ভোট। তার এই বিজয় কে স্বাগত জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জনগণ। 

মঙ্গলবার  ভোর রাতে জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২ হাজার ২৫ জন ও নারী ভোটার ১ লক্ষ ২ হাজার ৬১৮ জন। চেয়ারম্যান প্রার্থী ছিল ৬ জন। ভোটের শতকরা হার ৩৯.৪৭ শতাংশ। সর্বমোট ভোটের সংখ্যা ৮০ হাজার ৮ শত ১৪ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৭৬ হাজার ৬০৮ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ২ শত ৬জন।

সাবেকুন নাহার শিখা ঘোড়া মার্কা প্রতীকে ৩৮ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একই উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল মার্কা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮০০ ভোট। তৃতীয় হয়েছেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক আনারস মার্কা প্রতীক নিয়ে ১১ হাজার ৭ শত ৪৭ ভোট পেয়েছেন।চতুর্থ হয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাহিদুল আলম বেনু কৈ মাছ মার্কা প্রতীক নিয়ে ৯ হাজার ১ শত ৭০ ভোট পেয়েছেন। পঞ্চম হয়েছেন কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন মণ্ডল দোয়াত-কলম মার্কা প্রতীক নিয়ে ৪ হাজার ৬ ভোট পেয়েছেন। ৬ষ্ঠ হয়েছেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ জাফর চৌধুরী টেলিফোন মার্কা প্রতীক নিয়ে ১ হাজার ৫ শত ৭৬ ভোট পেয়েছেন।

নব নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। আমি সবসময়  জনগণের পাশে থেকে কাজ করে যাব।পাঁচবিবি উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি