বাঁশখালীর গুন্দ্বীপ খাল পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো
চট্টগ্রামের বাঁশখালীর উপজেলাধীন শেখেরখীল ইউপির লালজীবন এলাকা সংলগ্ন গুন্দ্বীপ খাল পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাকো, স্থানীয়দের অর্থায়নে নির্মিত এই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করছে শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ।
স্থানীয় সুত্রে জানা যায়,স্বাধীনতার ৫৪ বছরেও এলাকার মানুষের কপালে জুটেনি খাল পারাপারের একটি ব্রীজ, অথচ পুইছড়ি কামিল (মাস্টার্স) মাদ্রাসা, পুঁইছড়ি ছোবহানিয়া মাদ্রাসা, ছোবহানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, হেদায়াতুল উলুম মাদ্রাসা, ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয়, শেখেরখীল লালজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শত শত ছাত্র-ছাত্রীরাসহ হাজার হাজার মানুষ জীবন ঝুঁকি নিয়ে ওই বাঁশের সাঁকো দিয়ে উপজেলার শেখেরখীল ও পুঁইছড়ি ইউপির সীমান্তবর্তী লালজীবন এলাকার গুন্দ্বীপ খালটি পারাপার করে থাকে। সরেজমিনে পরিদর্শনে ওই বাঁশের সাকো দিয়ে ঝুঁকি নিয়ে স্কুল-মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ খাল পারাপারের দৃশ্য দেখা গেছে।
এব্যাপারে পুঁইছড়ি কামিল মাদ্রাসার শিক্ষক মাষ্টার মুহাম্মদ রেজাউল করীম বলেন, শেখেরখীল ও পুঁইছড়ি ইউনিয়নে যে সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় প্রতিষ্ঠানের অধিকাংশ ছাত্র-ছাত্রীরা রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে ওই বাঁশের সাঁকো দিয়ে গুন্দ্বীপ খালটি পার হচ্ছে। গুন্দ্বীপ খালটি খাটখালীর মোহনা হয়ে বঙ্গোপসাগরে সংযুক্ত একটি খাল। যার ফলে বর্ষার মৌসুমে সাঁকোটি জোয়ারের পানির স্রোতে ভেঙে পড়ে।এতে যাতায়তে চরম দূর্ভোগে পড়ে স্কুল,মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীসহ স্থানীয়রা।
শেখেরখীল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য ডা. মোঃ সাইফুল আমি বলেন, অনেক বছর যাবত আমার এলাকার অসহায় মানুষেরা নিজ উদ্যোগে বাঁশের সাঁকোটি সংস্কার করে খাল পারাপার করলেও প্রতি বছর বর্ষার মৌসুম আসলেই সাঁকোটি জোয়ারের স্রোতে ভেঙে যায়,এতে চরম দুর্ভোগে পড়েছে স্কুল, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরাসহ স্থানীয়রা। খাল পারাপারের বিকল্প কোন উপায় না থাকায় পুরো এলাকার মানুষের খাল পারাপারের একমাত্র ভরসা এখন ওই ঝুঁকিপূর্ণ বাঁশের সাকো বলে জানান ইউপি সদস্য সাইফুল।
এসময় স্থানীয় মাস্টার সেলিম উদ্দিন, মুহাম্মদ জাহিদুল ইসলাম, মুহাম্মদ ইউনুস, ফরহাদসহ আরো অনেকে বলেন,বিগত ১৩/১৪ বছরে এবিষয়ে অনেক আবেদন করার পরেও এই পর্যন্ত কোন প্রতিকার পাইনি, এসময় তারা দ্রুত একটি ব্রীজ নির্মাণ করে স্কুল-মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে নদী পারাপারের সুব্যবস্থা করার জন্যে সরকারের কাছে জোর দাবি জানান।
এবিষয়ে মামলা জানতে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ এর সাথে যোগাযোগের একাধিক বার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী জানান, এই সাঁকো দিয়ে অনেক ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। ব্রীজ স্থাপনের জন্যে স্থানীয়দের পক্ষ থেকে কয়েক বার আবেদন করা হয়েছে বলে শুনেছি কিন্তু অদ্যবদি পর্যন্ত কোন কাজ হয়নি। তবে বর্তমান সাংসদ আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি মহোদয় সু-নজর দিলে আশাকরি জনদূর্ভোগ দূর হবে। মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে শেখেরখীল -পুঁইছড়ি সীমান্তবর্তী গুন্দ্বীপ খালের লালজীবন এলাকায় একটি ব্রীজ স্থাপন করার জন্যে সরকারের কাছে দাবি জানান চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম ফারুকী।
এমএসএম / এমএসএম
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক