ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

খুলনার রুপসা উপজেলায় ভাইপোর হাতে ফুফু জখম


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ১:৩৩

খুলনার রুপসা উপজেলায় আপন ভাইপোর হাতে ফুফু জখম হয়েছে। ঘটনাটি রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে বুধবার দুপুর দুইটার দিকে ঘটেছে। আহত নারীর নাম লিলি খাতুন (৪৮), পিতা: মৃত আব্দুর রউফ মোল্লা, ঠিকানা: যুগিহাটি, থানা- রূপসা, জেলা- খুলনা। এ ঘটনায় আহত ভুক্তভোগি নারী রুপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলাকারীদের নাম- ১। মোঃ অলিদ হাসান (১৯), পিতা- মৃতঃ শাহাজাহান মোল্লা, ২। পারভিন বেগম (৫৫), স্বামী- মৃতঃ শাহাজাহান মোল্লা, ৩। সেজুত্থি (২২), পিতা- মৃতঃ শাহাজাহান মোল্লা, ৪। মোঃ মেহেদুল ইসলাম (১৯), পিতা- মোঃ রেজাউল ইসলাম, সর্ব সাং- যুগিহাটি, থানা- রূপসা, জেলা- খুলনা। ঘটনাসূত্রে, হামলাকারী মোঃ অলিদ হাসানের (১৯) মাতা পারভীন বেগমের নেতৃত্বে সেজুথি এবং মেহেদুলকে নিয়ে লিলি খাতুনের ওপর বুধবার ( ২২ শে মে) দুপুরে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে এবং লিলি খাতুনের চিৎকারে এলাকাবাসী জড়ো হলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আরো জানা যায়, পারভীন বেগমের স্বামী মৃতঃ শাহাজাহান মোল্লা লিলি খাতুনের আপন ভাই। শাহাজাহান মোল্লাকে হত্যার অভিযোগে মামলাও হয়েছিলো পারভীন বেগমের নামে। এরুপ ঘটনায় লিলি খাতুনের সাথে হামলাকারীদের একটি পূর্ব শত্রুতা রয়েছে। যারই ধারাবাহিকতায় এ হামলার ঘটনাটি আজ (২২ শে মে) ঘটেছে। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে, বিবাদী ১। মোঃ অলিদ হাসান (১৯), পিতা- মৃতঃ শাহাজাহান মোল্লা, ২। পারভিন বেগম (৫৫), স্বামী- মৃতঃ শাহাজাহান মোল্লা, ৩। সেজুত্থি (২২), পিতা- মৃতঃ শাহাজাহান মোল্লা, ৪। মোঃ মেহেদুল ইসলাম (১৯), পিতা- মোঃ রেজাউল ইসলাম, সর্ব সাং- যুগিহাটি, থানা- রূপসা, জেলা- খুলনাদের সাথে বাদীর আত্মীয়তার সম্পর্ক রয়েছে। পাশাপাশি জমিতেই বাদী এবং বিবাদীরা বসবাস করছেন। এরই ধারাবাহিকতায় বিবাদীগন প্রায়ই জোরপূর্বক বাদীর অংশের জমিতে এসে বিভিন্ন গাছের ফল জোরপূর্বক পেড়ে নিয়ে যায়। যা বিবাদীদের বাধা দিতে গেলে বিবাদীগন অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন সময়ে নানান ধরনের হুমকি দেয়। এ নিয়ে একাধিকবার এলাকায় গন্যমান্য ব্যক্তিরা শালিস বিচার করলেও বিবাদীরা কোন কথা শুনতে নারাজ। যার জের ধরে ২২ শে মে  তারিখ দুপুর দুইটার সময় বিবাদীরা বাদীদের অংশের জমিতে এসে আম পাড়তে থাকে। যা লিলি খাতুন বাঁধা দিতে গেলে বিবাদীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। যা লিলি খাতুন প্রতিবাদ করলে ২নং বিবাদী ১নং বিবাদীকে হুকুম দিয়ে বলে, "জন্মের মত গাছের সাধ মিটাইয়া দে।" হুকুম পেয়ে ১নং বিবাদী তার হাতে থাকা কাঠের মোটা বাতা দ্বারা বাদীকে হত্যার উদ্দেশ্যে সজোরে আঘাত করে। বাদী বাঁচার উদ্দেশ্যে সরে গেলেও আঘাতটি তার মাথার পিছনের বাম পাশে সজোরে লাগে। যার ফলে মারাত্বক কাটা রক্তাক্ত জখমের সৃষ্টি হয়। এরপর ৩নং ও ৪নং বিবাদী বাঁশের লাঠি দ্বারা বাদীর শরীরে এলাপাথারি আঘাত করে ,যার ফলে বাদীর শরীরের বিভিন্ন জায়গায় কালশিরা ফোলা জখমের সৃষ্টি হয়। ঘটনার এক পর্যায়ে, ১নং বিবাদী বাদীর চার আনা ওজনের এক জোড়া স্বর্নের কানের দুল বাদীর কান থেকে জোর করে টানাটানি করে খুলে নেয়। যার ফলে বাদীর বাম কানে রক্তাক্ত জখমের সৃষ্টি হয়েছে। এরপর বাদীকে উপর্যুপরি চর, কিল, ঘুষি ও লাথি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ফোলা জখম সৃষ্টি করে। বাদীর চিৎকারে লোকজন জড়ো হলে বিবাদীরা বাদীকে  অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সজল নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, আমরা দূর থেকে হামলার ঘটনাটি দেখে কাছে আসার আগেই পারভীন বেগম এবং তার ছেলে অলিদসহ অন্যান্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। অলিদ পূর্বেও এরকম হামলা করেছে। যা নিয়ে শালিস বৈঠকও হয়েছে। আহত লিলি খাতুন বলেন, আমাকে আজকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে আমার ভাইপো অলিদ। পূর্বেও আমার ওপর বিভিন্ন ধরনের হামলা-জুলুম করেছে, কিন্তু আমি কখনো প্রতিবাদ করার সাহস পাইনি। কিন্তু আমার আজকে মরণাপন্ন অবস্থা হয়েছে বিধায় আমি থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি। এ বিষয়ে জানার জন্য, পারভীন বেগম এবং অলিদের মুঠোফোনে ফোন করলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 

এমএসএম / এমএসএম

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)

চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭

গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক

কুড়িগ্রাম খাদ্য বিভাগের প্রায় আড়াই কোটি টাকা লোপাট অভিযোগ দুদকের

রাজশাহীতে নারী ভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচারণা

কুমিল্লার যানজট সমাধানে ৭ দিনের মধ্যে দৃশ্যমান কাজ হবে - কুসিক প্রশাসক

বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট

ঠাকুরগাঁওয়ে ভোটের মাঠ চষে বেড়াছেন মির্জা ফখরুলের সহধর্মিণী

চাকইয়ে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ও পৌষ মেলা শুরু ১৪ জানুয়ারি

রায়গঞ্জে অবৈধ মাটি কাটা রোধে দুই ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান, দুটি ভেকু জব্দ

টুংগীপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারণা সংক্রান্ত ‘‘রোড শো’’ এর শুভ উদ্বোধন

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত