চৌদ্দগ্রামে মাস্টার শামসুদ্দীন আহমেদ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সহ শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের নির্বাচিত করা হয়। এরই ধারাহিকতায় এবার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার বাংলা বিষয়ক সিনিয়র শিক্ষক শামসুদ্দীন আহমেদ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) হিসেবে নির্বাচিত হন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে অধিকতর যাচাই বাচাই করার মাধ্যমে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় শামসুদ্দীন আহমেদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) হিসেবে প্রথম স্থান অর্জন করেন। এ তালিকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অর্জন করেন।
এদিকে মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার বাংলা বিষয়ক সিনিয়র শিক্ষক শামসুদ্দীন আহমেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
কথা হয় ২০২৪ সালে ঘোষিত মাদরাসার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামসুদ্দীন আহমেদের সাথে। মহান আল্লাহ তা’য়ালার অশেষ শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবক সহ সাধারণ মানুষের ভালোবাসার বদৌলতে আজ আমি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি। এ অর্জন থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের মেধা ও শ্রম দিয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আরো সচেষ্ট থাকবো।’ এ সময় তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো: আবুল হোসেন বলেন, ‘মাদরাসা পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কৃষ্ণপুর দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক শামসুদ্দীন আহমেদ। এ মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে বিষয়টি নিয়ে গর্বিত। আমি নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক শামসুদ্দীন আহমেদ এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
