নারী ডিপিএল
জোড়া সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুর্শিদা-সোবহানা
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইতিহাস গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে বৃহস্পতিবার তারা মেয়েদের ডিপিএল ইতিহাসে ৫০ ওভারের ম্যাচে সর্বোচ্চ ৩৯২ রানের রেকর্ড গড়েছে। দলটির হয়ে জোড়া সেঞ্চুরি করেছেন জাতীয় দলের দুই ব্যাটার মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি।
বিকেএসপির তিন নম্বর মাঠে এদিন মুখোমুখি হয়েছে মোহামেডান ও গুলশান। যেখানে আগে ব্যাট করতে নেমে মোহামেডান ঝোড়ো শুরু করে। দুই ওপেনার মিলে উদ্বোধনী জুটিতে করেন ১৩৫ রান। ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলে জেসিয়া আখতার বিদায় নিলে সেই জুটি ভাঙে। এরপর তৃতীয় উইকেট জুটিতে বড় রানের পাহাড় গড়েন আরেক ওপেনার মুর্শিদা ও সোবহানা।
শেষ পর্যন্ত মুর্শিদা অপরাজিত থাকলেও, সেঞ্চুরি পূর্ণ করে আউট হয়ে যান সোবহানা। ততক্ষণে অবশ্য মোহামেডানের বড় পুঁজিও নিশ্চিত হয়ে যায়। সোবহানা ১০১ বলের ইনিংসে ৬টি চার ও ৭টি ছক্কায় ১২৮ রান করেন। এ ছাড়া ১৫৭ বলে ২৩টি চার ও ২টি ছক্কায় ১৭৯ রান করেন ইনিংস শেষেও অপরাজিত থাকা মুর্শিদা। নির্ধারিত ওভার শেষে মোহামেডানের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩৯২ রান। যা নারী ডিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল বিকেএসপির ৩২১ রান। ২০২২-২৩ মৌসুমে তারা কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে সেই সর্বোচ্চ রানের রেকর্ডটি করে।
মোহামেডানের পাহাড়সম রানতাড়ায় গুলশান মাত্র ১৪১ রানেই গুটিয়ে গেছে। তাদের হয়ে সর্বোচ্চ সানদিহা ইসলাম আশা ৩২ এবং সুরাইয়া আজমিম করেন ২৯ রান। ফলে ২৫১ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে মোহামেডান। তাদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন স্পিনার রুমানা আহমেদ।
Aminur / Aminur
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির