এলজিইডির গ্রামীণ সড়ক নেটওয়ার্ক বদলে দিচ্ছে দেশের আর্থসামাজিক চিত্র

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সার্বিক কার্যক্রমের ফলে দেশের আর্থসামাজিক চিত্র বদলে যাচ্ছে। মানুষ স্বল্পসময়ে ও স্বল্পখরচে একস্থান থেকে আরেক স্থানে যেতে পারছেন। বিশ^ব্যাংকের ২০১৬ সালে গ্রামীণ যোগাযোগ সূচক শীর্ষক এক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ৮৪ শতাংশ মানুষ দুই কিলোমিটারের মধ্যে সারাবছর চলাচলের উপযোগী পাকা সড়ক ব্যবহারের সুযোগ পায়। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) সূচকেও ২০৩০ সালের মধ্যে সড়ক নেটওয়ার্ক নিশ্চিতকরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে গ্রামীণ যোগাযোগ সূচকের পরিমাণ শতকরা ৯০ ভাগে উন্নীত করা লক্ষ্য নির্ধারণ করেছে।
এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আলি আকতার হোসেন বলেন, এলজিইডির মূল লক্ষ্য পল্লি, নগর ও ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও দারিদ্র্য হ্রাসে সহায়তা করা। আজ এলজিইডির গ্রামীণ সড়ক নেটওয়ার্কের পরিমাণ প্রায় তিন লক্ষ বাহাত্তর হাজার কিলোমিটার, যার মধ্যে পাকাসড়কের পরিমাণ এক লক্ষ ছাপান্ন হাজার কিলোমিটার। তিনি আরও বলেন, এলজিইডি গত অক্টোবর ২০২৩ থেকে মে ২০২৪ পর্যন্ত সড়ক উন্নয়ন করেছে ৩,২৮৭ কিলোমিটার এবং সেতু ও কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ করা হয়েছে ১৪০০০ হাজার মিটার। তিনি মন্তব্য করেন, এলজিইডি দেশজুড়ে পল্লি, নগর ও পানিসম্পদ সেক্টরে উন্নয়নের শক্তভিত রচনা করে চলেছে। স্থানীয় জনগণ এ সড়ক নেটওয়ার্ক থেকে কী সুবিধা পাচ্ছে, জীবনজীবিকার ওপর তার কী প্রভাব পড়ছে তা জানতে দেশের বিভিন্ন প্রান্তে অনুসন্ধান করা হয়।
সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ উপজেলার দিরাই মোড়ে অটোরিকশা চালক মোঃ আমিনুল ইসলাম জানান, এ সড়কটি ভাঙাচুরা, খানাখন্দকে ভরা থাকায় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগে ছিল অনেক কঠিন। অনেকসময় লাগতো, খচর বেশি পড়তো। প্রয়োজনে সময় মতো নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারতাম না। হাওর থেকে ধান তুলতে কৃষকদের অনেক কষ্ট হতো। এলজিইডি এ সড়ক নির্মাণের পর এখন সহজে ধান আনতে পারি, যাতায়াত করতে পারি।
নতুন রাস্তা নির্মাণের ফলে সড়কে চলাচলে সময় কমে আসছে। এ বিষয়ে নেত্রকোনার জেলার কলমাকান্দ উপজেলা ঘোড়ার গাড়িচালক মোঃ রমজান আলী জানান, এ সড়ক খারাপ থাকায় চলতে অনেক কষ্ট হতো। সড়ক ভালো হওয়ায় অনেক উপকার হয়েছে। আমরা আগে কাঠের চাকায় চলতাম এখন টায়ারের চাকায় চলি। আগে আমাদের আধা ঘণ্টা লাগতো এখন ২০ মিনিটে রাস্তা অতিক্রম করতে পারি।
নতুন সড়ক মাতৃস্বাস্থ্যের ওপর ফেলেছে ইতিবাচক প্রভাব। গর্ভবর্তী মায়েদের সহজেই হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি হাসপাতালে নেওয়া যাচ্ছে। কলমাকান্দা উপজেলার পাঁচগাও সীমান্তবর্তী এলাকার সুফিয়া বেগম জানালেন, রাস্তা খারাপ থেকে অনেক গর্ভবর্তী মাকে সন্তান প্রসবের জন্য কলমাকান্দা হাসপাতালে নেওয়া যায়নি। প্রায় ১২-১৪ মা রাস্তায় প্রাণ হারিয়েছে। রাস্তা হওয়ার পর আর কোনো গর্ভবর্তী মায়ের মৃত্যু হয়নি। এখন সহজেই কলমাকান্দা হাসপাতালে রুগি নিয়ে যাওয়া যায়।
কেবল সড়ক নয় এলজিইডি নির্মিত সেতু ও কালভার্ট পরিবহনের ক্ষেত্রে সময়, জ¦ালানি ও পরিবহন খরচ কমিয়ে এনেছে। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মহেশা ইউনিয়ন সংলগ্ন সেতু পারাপারের সময় কথা হচ্ছিল ট্রাক ড্রাইভার আফাজ আলীর সঙ্গে। তিনি জানালেন, সেতুটি নির্মাণের ফলে ১৫ কিলোমিটার রাস্তা কমে গেছে। জ¦ালানি খরচও কমেছে এবং যতায়াত সহজ হয়েছে। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের সংলগ্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, বার্ষায় মাটির বৃষ্টিপাতের কারণে মাটির রাস্তা কাদাপ্যাকে ভরে থাকতো ফলে ছেলে-মেয়েরা স্কুলে আসতে পারতো না। রাস্তা নির্মাণের ফলে স্কুলে শিক্ষার্থী উপস্থিতির হার বেড়ে গেছে এবং ঝরেপড়ার হারও কমে গেছে। কেবল রাস্তা-ঘাট বা সেতু-কালভার্ট নয় এলজিইডি উৎপাদিত পণ্য পরিবহন ও বিপণনের জন্য নির্মাণ করছে গ্রাথসেন্টার বা হাটবাজার সংযুক্ত সড়ক ও বাজার অবকাঠামো। রাজশাহী জেলার তানোর উপজেলার কালিগঞ্জ হাটের পাইকারী ব্যবসায়ী সফিকুল ইসলাম জানালেন, এ হাট শুক্রবার ও মঙ্গলবার সপ্তাহে দুদিন। এ দুদিনে দুকোটি টাকার ব্যবসা হয়। রাস্তা-ঘাট ভালো হওয়ায় অনেক ভেতর থেকে পণ্য আসে। সেই পণ্য খুব সহজেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়।
এলজিইডি উন্নীত সড়ক নারী-পুরুষ নির্বিশেষে সবার চলার পথ অবারিত করেছে। রাজশাহী জেলার তানোর উপজেলার মুন্ডুমালা-আমনুরা সড়ক সংলগ্ন জুমারপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে আসে এলজিইডি নির্মিত সড়ক দিয়ে সাইকেলে চালিয়ে। এ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহীনা আখতার জানান, স্কুল থেকে তার বাড়ি তিন কিলোমিটার দূরে। আগে স্কুলে আসতে এক ঘণ্টা সময় লাগতো এখন রাস্তা ভালো হওয়ায় সাইকেল চালিয়ে অল্পসময়ে স্কুলে আসতে পারে।
প্রধান প্রকৌশলী মোঃ আলি আকতার হোসেন বলেন, এলজিইডি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে আস্থার সঙ্গে কাজ করছে।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
Link Copied