ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বোয়ালখালী উপজেলা নির্বাচন

উপজেলা আওয়ামিলীগের সভাপতি, সেক্রেটারির পরাজয়ে জিতলো উপদেষ্টা


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-৫-২০২৪ দুপুর ১২:৫৭

দিনভর টানটান উত্তেজনা ও নানা নাটকীয়তার  মধ্যে শেষ হলো চট্টগ্রাম  বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন।  দুই বীর মুক্তিযোদ্ধা প্রার্থীর  জামানত বাজেয়াপ্ত  সহ বিশাল ব্যবধানে হেরে গেলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি নুরুল আমিন  এবং রানিং উপজেলা চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা । হারার তালিকায় রয়েছে  পৌর আওয়ামীগের সভাপতি ও শফিউল আলম   অপর প্রার্থী প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ শফিক  । এই  ছয়জনকে পিছনে ফেলে বিশাল ব্যবধানে জিতে এসেছে  দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য স্ট্যার্ন্ডার ব্যাংকের চেয়ারম্যান জাহিদুল হক। 

ইউএনও ও ওসি'র বিরুদ্ধে টাকা নিয়ে নির্বাচনে পক্ষপাতিত্ব প্রভাহিত করে জাহিদুল হক জিতিয়ে দিয়েছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও রানিং উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা।তিনি বলেন নির্বাচনে সারা দিন ওসি এবং ইউএনও আমার কর্মী সমর্থকদের লাঠিপেটা করে ভোট কেন্দ্রের  পাশে ঘেঁষতে দেয় নি,  তাঁরা দুই জন মিলে জাহিদুল হক থেকে মোটা অংকের টাকা নিয়ে আমাকে হারিয়ে দিয়েছেন।
অপর প্রার্থী শফিউল আলম বলেন টাকা আর বিএনপি জামাতের উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার করেছেন জাহিদুল হক। 

এদিকে নতুন মুখ উন্মে সালমা'র কাছে  মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেরেছেন  উপজেলা মহিলা আওয়ামিলীগ এর সভাপতি শামীম আরা বেগম। পুরুষ ভাইস চেয়ারম্যান পদেও নতুন মুখ মোহাম্মদ মীর নওশাদ। এদিকে  দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা মিয়া কে জিতানোর মিশন নিয়ে রাঙ্গুনিয়া থেকে দলবল নিয়ে বোয়ালখালী  এসে সারাদিন মাঠে দৌড় ঝাঁপ করেন পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহামুদপর ছোট  ভাই খালেদ মাহমুদ। এবং বর্তমানে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদুল হকের পক্ষে নগরীর চান্দগাঁও থেকে এসে  স্ব'দল-বলে সারাদিন দৌড় ঝাঁপে ছিলেন স্হানীয় সাংসদ আব্দুল ছালামের  ছোট ভাই বিজিএমইএ সহ-সভাপতি নজরুল ইসলাম। একদিকে মন্ত্রীর ভাই অপরদিকে এমপির ভাই  দুই'র দৌড় -ঝাঁপে ভোটারদের মাঝে কৌতুহল বিরাজমান ছিল সারাদিন, ছিল হাস্যরসের যোগান। দিন শেষে ফলাফল ঘোষণায় ছিল নাটকীয়তা, রাত সারে নয়টার দিকে ৮৬ মধ্যে ৫০ কেন্দ্রের ফলে ঘোষণা করে বাকী কেন্দ্রের ফলাফল ঘোষণায় গড়িমসির অভিযোগ তুলে কয়েক প্রার্থী। অবশেষে গড়িমসির পর মোট ৮৬ কেন্দ্রের  প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আলহাজ্ব জাহেদুল হক ( হেলিকপ্টার)৩০৫৭৭ ভোট পেয়ে বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী  মোহাম্মদ শফিক ১৯১১০। ভাইস চেয়ারম্যান পদে মীর নওশাদ  (টিউবওয়েল)  ৩১৩১০ ভোট পেয়ে বিজয়ী তার নিকট তম প্রতিদ্বন্দ্বী  সেলিম উদ্দিন  ১৪৪৫৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিসেস উম্মে সালমা ৩১০৩৯ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আরা বেগম  ২৮৪০১।   কাপ পিনিচ প্রতীক নিয়ে রানিং ভাইস চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম ৮৩৪  ভোট পেয়ে নিচ থেকে ২য় হলেও ৪৭৫ ভোট টেলিফোন প্রতীক নিয়ে নিচ থেকে প্রথম হয়েছেন  অপর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বোয়ালখালী উপজেলার ৮৬ কেন্দ্রে মোট ২১০৩৬০ জন জন ভোটারের মধ্যে ৭৫৪০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  কাস্টিং ভোট হিসেবে ৩৮.৩০ % ভোটার ভোট দেন।

এমএসএম / এমএসএম

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

চাঁদপুরে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত