মুগদা বিশ্ব রোডে অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ অভিযানে মতিঝিল ট্রাফিক বিভাগ
টি টি পাড়া থেকে বাসাবো পর্যন্ত কমলাপুর আইসিডি এর পন্যবাহী লরি, কভার ভ্যান, লং ভেকেল, ট্রাক যুগ যুগ ধরে অবৈধ গাড়ি পার্কিং করে আসছিল। সাধারণ মানুষ যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ কমিশনার হাবিবুর রহমান তার নির্দেশনায় ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ মইনুল হাসান তত্ত্বাবধানে ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস এর সহযোগিতায় টিআই পলাশ সরকার তার সঙ্গীয় সার্জেন্ট ও ট্রাফিক কনস্টেবল নিয়ে জোরালো অভিযান পরিচালনা করে রাস্তায় অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ করেন।
যুগ যুগ ধরে অবৈধ গাড়ী পার্কিং রাখা অবসান হলো। ইতিহাস তৈরি করলেন টি আই পলাশ সরকার। স্থানীয় এলাকাবাসী যানজট মুক্ত নগর পেলেন। সরজমিনে দেখা যায় মুগদা, বৌদ্ধ মন্দির, বাসাবো ও খিলগাঁও এলাকায় ১০ লক্ষ লোক বসবাস করে বেশিরভাগে লোক মতিঝিল ও কমলাপুর আইসিডিতে চাকরি করেন যার কারনে অফিসে আসা-যাওয়া ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকত।এখন আর অসহনীয় জ্যামে পড়ে থাকতে হয়না। এলাকাবাসী জানায়, টিটিপাড়ার টিআই পলাশ সরকার অবৈধ গাড়ি পার্কিং উঠিয়ে যুগ যুগ ধরে রাখা অবৈধ পার্কিং উচ্ছেদ করে ইতিহাস তৈরি করলেন। এলাকাবাসী টি আই পলাশ সরকারকে ধন্যবাদ জানায়। মুগদা মানিকনগর বিশিষ্ট শিল্পপতি মো:শেখ সাহেব আলী তিনি জানান, যুগ যুগ ধরে অবৈধভাবে পার্কিং গাড়ি রাখা হতো হঠাৎ দুই মাস যাবত কোন গাড়ি রাস্তার ধারে পার্কিং করতে দেখা যাচ্ছে না। রাস্তায় যানযট না পেয়ে আমরা খুব খুশি। মুগদা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম তিনি জানান অবৈধ গাড়ি পার্কিং থাকার কারণে সাধারণ জনগণ রাস্তার ফুটপাত দিয়ে মানুষ হেটে যেতে পারত না অনেক দুষ্টু ছেলেরা গাড়ি পার্কিং ফাকে দাঁড়িয়ে থেকে ছিনতাই নেশা গ্রহণ করে আসছিল পরিবেশ নোংরা করে রাখত। গাড়ি না থাকার কারণে সাধারণ জনগণ নির্ভয়ে গন্তব্য স্থানে যেতে পারতেছে।টিটিপাড়ার টিআই পলাশ সরকার তার কাছে জানতে চাইলে তিনি জানান,ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীর স্বস্তি প্রদানের বদ্ধপরিকর। আমি জনগণের সেবক, জনগণের সেবা করবো পাশে থাকবো। তবে কৃতজ্ঞতা স্বীকার করি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্যার সঠিক দিকনির্দেশনা দেওয়ায় মতিঝিল ট্রাফিক বিভাগে মোহাম্মদ মইনুল হাসান স্যারের সঠিক সময় পরামর্শ দেওয়ায় ও আমার সহকর্মী সার্জেন্ট ও ট্রাফিক কনস্টেবল আমার সাথে আন্তরিকভাবে কাজ করার কারণেই যুগ যুগ ধরে অবৈধ গাড়ী পার্কিং মুক্ত করতে পেরেছি। সহযোগিতা করেছেন আইসিডির শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ ।
এমএসএম / এমএসএম
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময়
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও চাষী মজদুর সংগ্রাম পরিষদের পাঁচ দফা দাবি
এসএমই ও এসএমএস খাত উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরিতে জোর দেবে সরকার
গুলিস্তান-বঙ্গবাজারে মোজাম্মেল হক মজুর সাড়ে তিন দশকের ‘একচ্ছত্র সাম্রাজ্য’, অতিষ্ঠ ব্যবসায়ীরা
ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি
চকরিয়া প্রেস ক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক এস এম হান্নান শাহর ইন্তেকালে বিএমবিএস চেয়ারম্যানের শোক
উত্তরায় বিসিক পৌষমেলার উদ্বোধন, হস্ত ও কারুপণ্যসহ দেশীয় পণ্যে সমৃদ্ধ
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি
শীতার্ত ও অসহায় ৩০০ জনকে শীতবস্ত্র দিলো বিজিবি
রাজধানীতে মদের কারখানা ও আধুনিক ‘কুশ’ ল্যাব উদ্ঘাটন
রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ ফাইন্যান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন সিটি ব্যাংক
সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ