অভয়নগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক সহ আহত ৩ আটক ২ জন

যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সহিংসতায় জড়িত থাকার দায়ে শনিবারে ২ জনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অভয়নগরে চেয়ারম্যান প্রার্থীর প্রতীক আনারস ও মোটরসাইকেল মার্কা মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে মোটরসাইকেল প্রার্থী জয়ী হয়।এরপর পরাজিত আনারস প্রতীকের পক্ষে নির্বাচনে কাজ করা কর্মীদের উপর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ধোপাদী গ্রামে এই হামলার খবর পাওয়া যায়। এলাবাসীরা জানায়, গত ২৯ মে রাত ১০ টার সময় ধোপাদী নতুন বাজারে দুষ্কৃতকারীদের হাতে আনারসের পক্ষে কাজ করা ধোপাদী গ্রামের উত্তম শীলের ছেলে নওয়াপাড়া কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক প্রলব কুমার শীল ও একই এলাকার ছাত্রলীগ কর্মী সুমন শীলকে সংঘবদ্ধ ভাবে দুষ্কৃতকারীরা হামলা করে মারাত্মক আহত করে।পরে স্থানীয়রা উদ্ধার তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। নওয়াপাড়া কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আহত প্রলব কুমার শীল জানান, আনারস প্রতিক নিয়ে কাজ করাই আমাদেরকে মোটরসাইকেল পথিক মার্কার লোকজন আক্রমণ করে মারপিট করে।
ওই বিষয়ে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। এ বিষয়ে অভয়নগর থানার এএসআই সিলন বলেন, ধোপাদী গ্রামের ঘটনায় সংবাদ পেয়ে সাথে সাথে অভিযান চালানো হয়েছে কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যহত আছে। অন্যদিকে শনিবার( ১ জুন) উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামে আনারস প্রতীকে পক্ষে কাজ করার দায়ে ওই গ্রামের হাজী আকবর আলী গাজীর ছেলে মোঃ শরিফুল ইসলাম গাজীকে সংঘবদ্ধ ভাবে দুষ্কৃতকারীরা বেধড়ক মারপিট করেছে। তার মাথা ফেটে যাওয়াসহ বাম হাত প্যাকচারসহ ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে আহত শরিফুলকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার সাথে সাথে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল বাশুয়াড়ী গ্রামের আঃ করিম শেখের ছেলে সুমন শেখ, ও টিটু শেখের ছেলে নাইম শেখ। আহত মোঃ শরিফুল ইসলাম গাজী বলেন, নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী রবিন অধিকারী ব্যাচার পক্ষে কাজ করায় মোটরসাইকেল মার্কার একটি পক্ষের লোক আমাকে মারপিট করে আহত করেছে। আমার মাথা ফাটিয়ে দিয়েছে,হাত ভেঙ্গে দিয়েছে। অপরদিকে সিদ্বিপাশা ইউনিয়নের নাউলি গ্রামে কর্মকার পাড়ায় তাপস বিশ্বাস,তুষার বিশ্বাস,তপন বৈরাগী ও আঃ হামিদের বড়ীতে রাতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এরা সবাই আনারস প্রতিকের রবিন অধিকারী ব্যাচার নির্বাচনী সমার্থক বলে জানা গেছে। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, সহিংসতার খবর পেয়ে ২ জনকে আটক করা হয়েছে এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: রফিকুল ইসলাম খান

তেরখাদায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে চালকের মৃত্যু

কুড়িগ্রামের কচাকাটায় পুকুরে মিললো বৃদ্ধের মরদেহ

বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ায় জড়িত থাকায় দু'ব্যক্তির কারাদণ্ড

বড়লেখায় রেললাইনে গুরুত্বপূর্ণ রাস্তায় লেভেল ক্রসিং পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

মসজিদের মিম্বার থেকে পার্লামেন্ট সকল স্তরে ওলামাদের বিচরণ হবে-শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী

জামালের খুনিদের গ্রেপ্তার দাবীতে উত্তাল জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল

ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে ডাক্তার মোঃ ইউনুস আলী

চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত মিছিল ও মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরী–উচিৎপুর নৌপথে লাগামহীন ভাড়ায় অতিষ্ঠ যাত্রীরা

আন্দোলন নয়, জমি নিয়ে মারামারি তবুও জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছেন জাহিদ
