ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কোন্দল চরমে


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ৩:৩২

 দলীয় বিভাজন কোন্দলে চরম পর্যায়ে পৌঁছে গেছে  সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃত্ব। ছোট বড় মিলে ১০/১২ টি গ্রুপ রয়েছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে। জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে সম্মেলনে নির্বাচিত হন মুনসুর আহমেদ ও নজরুল ইসলাম ত্রি বার্ষিক সম্মেলন হলেও ৪বছর ৬ মাস অতিবাহিত হয়ে গেছে। ইতিমধ্যে সভাপতি মুনসুর আহমেদ মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতি হন ফজলুল হক। বয়সের ভারে নুয়ে পড়া ফজলুল হক নিজে চলতে অক্ষম। এক কদম হাটার শক্তি নেই। সবসময় লোক দিয়ে হাঁটানো লাগে। অসুস্থতার কারণে সবসময় থাকেন জেলা শহরের ৫০ কিমি দূরে শ্যামনগর নিজ বাড়িতে। 
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম  তিনি দীর্ঘ বছর সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন।সভাপতি ফজলুল হক অসুস্থ থাকার কারণে সভাপতি ও সাধারণ দুটি পদ নজরুল ইসলাম কে দায়িত্ব পালন করতে হয়। 
১০/১২ টি গ্রুপ হওয়ার কারণে কেউ কারোর নেতৃত্ব মানতে চায় না। সবার এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। সরজমিনে দেখা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর হক ও তার ছেলে সাংসদ সদস্য আতাউল হক দোলন সহ বেশ কয়েক জন নেতাকর্মী নিয়ে একটি গ্রুপ। তাছাড়া আরও গ্রুপ রয়েছে  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম  গ্রুপ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সংসদ মীর মোশতাক আহম্মেদ রবি গ্রুপ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু আহম্মেদ গ্রুপ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন গ্রুপ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক ভাই গ্রুপ,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা সভাপতি রশিদ,সাধারণ সম্পাদক শাহাজাহান গ্রুপ সক্রিয় আছে। ৭১ বিশিষ্ট কমিটিতে ১০/১২ টি গ্রুপ হওয়ার কারণে দলীয় কোন্দল চরম পর্যায়ে পৌঁছে গেছে। নেতৃত্বের ভাটা  পড়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একজন সম্পাদক মন্ডলীর সদস্য বলেন, আমরা দিশেহারা এখন সাতক্ষীরা রাজনীতিতে। নৌকায় ভর করেছে নাঙ্গল  জেলা আওয়ামী লীগের  গ্রুপিং এর কারণে  সম্প্রতি সদ্য উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এসএম শওকত হোসেন কে টোপকিয়ে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান  বাবু  নাঙ্গল প্রতীকে সদ্য নির্বাচিত হন। শুধুমাত্র দলীয় দ্বন্দ্বের  কারণেই এই পরাজয় সাতক্ষীরা জেলা  আওয়ামী লীগের।   কেউ কাউকে মানে না।যে যার মত হিসাব নিকাশ করতে ব্যস্ত।যার কারণে আমরা সাংগঠনিক ভাবে অনেক দূর্বল হয়ে পড়েছি।সদর আসনে সদর উপজেলা চেয়ারম্যান জাতীয় পার্টির দখলে চলে গেছে এখানে অনেক কিছু পরিষ্কার আওয়ামী লীগের অবস্থান কতটুকু সাতক্ষীরা। অতি দ্রুত জেলা আওয়ামী লীগের সম্মেলন করে নতুন নেতৃত্বে এনে জেলা আওয়ামী লীগ শক্তিশালী করার বিকল্প নেই। 

আরেকজন সম্পাদক মন্ডলীর সদস্য বলেন, জেলা আওয়ামী লীগের বিভাজনে চরমে  অনেকে দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যে যার মত খুশি করে চলেছে লাগাম টানার কেউ নেই।শক্তিশালী নেতৃত্ব না থাকলে যেটা হয় আজ জেলা আওয়ামী লীগ তার প্রতিচ্ছবি।আমাদের সকলের উচিত ব্যক্তি এজেন্ডা বাদ দিয়ে সংগঠন শক্তিশালী করা।যে একটা চেয়ার পাচ্ছে সে গ্রুপ সৃষ্টি করছে। সম্প্রতি কিছু নির্বাচন,মেডিকেল কলেজ ছাত্রলীগ কমিটি গঠন নিয়ে সেটা প্রকাশ পেয়েছে। 
সম্পূর্ণ ব্যক্তিগত রাজনীতিতে রূপ নিয়েছে জেলা আওয়ামী লীগ।
এভাবেই চলতে থাকলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন আওয়ামী লীগের ত্যাগী কর্মীরা।

এমএসএম / এমএসএম

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই