ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

লালবাগে বিকাশ পরিবহনের কাউন্টারে হামলা-লুটপাটের অভিযোগ, আহত ৩


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ৫-৬-২০২৪ রাত ১০:৩০

পূর্ব শত্রুতার জের ধরে রাজধানীর লালবাগে বিকাশ পরিবহনের কাউন্টারে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে বিকাশ পরিবহনের চেয়ারম্যান হারুন অর রশিদের ছোটভাই বুলবুল এবং গাড়ির ড্রাইভার ও হেলপারকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৮টার সময় লালবাগ থানাধীন ইডেন মহিলা কলেজের বিপরীত পাশে অবস্থিত বিকাশ পরিবহনের কাউন্টারে স্থানীয় ছাত্রলীগ নেতা শুভ্র দাসের নেতৃত্বে দিপু, শান্ত,  সোলেমান ও সিয়ামসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ৩০-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ন্যাক্কারজনক এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীরা বিকাশ পরিবহনের কাউন্টারের ক্যাশের টেবিল ভাঙচুর করে নগদ ৪০ হাজার টাকা ও ১টি বাটন মোবাইলসহ কোম্পানির অফিসিয়াল প্যাড এবং জরুরী কাগজপত্র নিয়ে যায়। এছাড়াও বিকাশ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-০৯৬০) হেড গ্লাস ও সাইড গ্লাস ভাঙচুর করে। সন্ত্রাসীরা বিকাশ পরিবহনের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় লালবাগ থানায় বিকাশ পরিবহনের পক্ষে চেয়ারম্যান হারুন অর রশিদ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর লালবাগ থানার এসআই তারেক আজিজ ঘটনাস্থল করেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও আজিমপুর এতিমখানার সামনে বিকাশ পরিবহনের স্টাফ লেলিনকে মারধর করে শুভ্র দাস। শুভ দাস গত সোমবার (৩ জুন) লালবাগ থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ছাত্রলীগের পদ পেয়েই বেপরোয়া হয়ে উঠেন তিনি। শুভ্র দাসের নেতৃত্বে ন্যাক্কারজনক এ হামলা, ভাঙচুর ও লুটপাটের বিষয়ে স্থানীয় সংসদ সদস্যকে মৌখিকভাবে জানিয়েছেন বিকাশ পরিবহন কর্তৃপক্ষ। এ ঘটনায় বিকাশ পরিবহনে কর্মরত ড্রাইভার হেলপার ও কর্মচারীগণ ক্ষোভে ফুঁসে উঠেছেন। হামলা ও লুটপাটের প্রতিবাদে বিকাশ পরিবহনের লোকজন কঠোর কর্মসূচি দিতে চাইলে লালবাগ থানার অফিসার ইনচার্জের অনুরোধে তা স্থগিত করা হয়। লালবাগ থানার অফিসার ইনচার্জ অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক ন্যায় বিচারের আশ্বাস প্রদান করেন। শুভ্র দাসের এহেন কর্মকাণ্ডে কেন্দ্রীয় ছাত্রলীগ বিব্রত। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন অধিকার সংক্রান্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েই সন্ত্রাসী হামলার মতো ঘটনায় জড়িয়ে শুভ্র দাস ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণ করছে বলে অভিমত প্রকাশ করেছেন বিজ্ঞ মহল। তবে ব্যক্তির দায় সংগঠন নেবে না বলে জানিয়েছেন ছাত্রলীগের একাধিক নেতাকর্মী।

শুভ্র দাসের নেতৃত্বে সংঘটিত সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বিকাশ পরিবহন কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

আড়াইহাজারে বিএনপি'র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা

ডেমরায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

জুলাই গণঅভূখ্যান দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি