ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কুতুবদিয়ায় ব্যবসায়ী তারেক হত্যাকাণ্ডে উত্তাল ধুরুং বাজার


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১১-৬-২০২৪ দুপুর ১:১২

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী মো. তারেক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার আধা বেলা ধর্মঘট ও প্রতিবাদ মিছিল করেছে ধুরুং বাজারের ব্যবসায়ীরা। এসময় স্থানীয়রাও ব্যবসায়ীদের সাথে একাট্টা প্রকাশ করে মিছিলে অংশ নেন।  বিক্ষোভ মিছিলটি ধূরুং বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল আজাদ, কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজবাউল আলম সিকদার, সদস্য মোহাম্মদ হোছাইন, ব্যবসায়ী মোহাম্মদ রিয়াদ বক্তব্য রাখেন। বক্তারা তারেক হত্যার সাথে জড়িত সব খুনিদের গ্রেফতারের দাবি জানান। এসময় খুনিদের আশ্রয় প্রশ্রয় দাতাদেরও আইনের আওতায় আনতে দাবি জানান ব্যবসায়ীরা।

এদিকে খুনী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে করা মিছিলটি উদ্দেশ্য প্রনোদিত ও সরকার বিরোধীদের চক্রান্ত বলে নিজের ফেইসবুকে স্টাটাস দিয়েছেন কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেক আজিজ।  তিনি লিখেছেন-আসলে আমরা বিচার চাচ্ছি কার হত্যাকারী না ছাত্রলীগের? আজকের মিছিলের স্লোগান ত ইঙ্গিত দেয় এটা তারেক হত্যার বিচারের দাবিতে মিছিল নয়,এই মিছিল পরিকল্পিত সরকার বিরোধী চক্রের মাথাচাড়া দিয়ে উঠার পরিকল্পিত একটি  মিছিল মাত্র। অবশ্য পরে তিনি স্টাটাসটি মুছে পেলেন।

মিছিলে অংশগ্রহনকারীরা জানান,  সব খুনিদের ফাঁসি চায়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকার মানুষ। সেখানে ছাত্রলীগের নাম উল্লেখ করা হয়নি। ভিডিওতে যা স্পষ্ট। বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে খুনিদের মদদদাতারা। নিহতের ভাই মোহাম্মদ জিহান জানান, জানা যায়, হত্যার ঘটনায় গত শুক্রবার (৭-জুন) রাতে  তিনি বাদী হয়ে উত্তর ধুরুং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আজিজ ও সাধারণ সম্পাদক শরিফ উল্লাহসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।।এরপর থেকে থানায় তদবির করতে  নেতাকর্মীদের দৌড় ঝাঁপ বেড়ে যায়। 

মামলায় আসামিরা হলেন, তরিক উল্লাহ, মইন্না, এহছান ,এমরান, শিফাত, মামুন, তৌহিদুল ইসলাম, মাহবু। মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদি জিহান  নিহত তারেক'র বড় ভাই। পেশায় একজন সিএনজি চালক।  তিনি মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সিএনজি নিয়ে ধুরুং বাজারের স্কুল মার্কেটে তারেক এর দোকানে যান। এসময় তারেক   এহছানের ( ৩ নং আসামি) বাড়িতে দাওয়াত আছে বলে জানালে তিনি চলে যান। 

পরবর্তীতে গভীর রাত পর্যন্ত তারেক বাড়িতে না ফেরাতে মোবাইল ফোনে যোগাযোগ করেন। মোবাইল বন্ধ পেয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেন। পরদিন ভোরে মগলাল পাড়া রাস্তার পাশে তারেক'র মরদেহ পড়ে থাকার খবর পান। নিহত তারেকের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

বাদি পক্ষের দাবি, আসামিরা দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তারেককে হত্যা করেছে।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির পূর্বকোণকে জানান, এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওই হত্যাকাণ্ডে জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মহিদুল হাসান হান্নান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সত্যতা পেলে নিশ্চয়ই ওই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মগলাল পাড়া এলাকায় রাস্তার পাশ থেকে নিহত ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ী মো. তারেক দক্ষিণ ধূরুং ইউনিয়নের মুছা সিকদার পাড়ার মৃত আবু তাহেরের ছেলে। সে দীর্ঘদিন ধরে ধুরুং বাজারে এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে আসছিল।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত