উপকূলে ক্রমেই বাড়ছে আত্মহত্যা প্রবণতা ১৫ মাসে ৫৩ অপমৃত্যু
সুন্দরবন ও নদী বেষ্টিত উপকূলীয় এলাকা খুলনার কয়রা উপজেলায় দিন দিন ক্রমেই বাড়ছে আত্মহত্যার প্রবণতা ও অপমৃত্যুর সংখ্যা । তুচ্ছ ঘটনা, প্রেম, খুন, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, বৈদ্যুতিক শর্ট ও পারিবারিক কলহের কারণে লাশের সারি দিন দিন লম্বা হচ্ছে। এসব অপমুত্যুর ঘটনায় থানায় মামলা হলে তা শুধু ডায়েরি হিসেবেই লিপিবদ্ধ থাকে হয় না জোরালো তদন্ত।
বিগত ১৫ মাসে কয়রা থানায় এ ধরনের ঘটনায় ৫৩ টি অপমৃত্যু হয়েছে । এর আগের বছরের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ। ২০২২ সালে থানায় অপমৃত্যু মামলা ২৬ টি। গত ১৫ মাসে ৫৩ টি অপম্ত্যৃুর মধ্যে গলায় ফাঁস দিয়ে ২৩ টি, বিষপানে ১১ টি, পানিতে ডুবে মৃত্যু ৯ টি, বিদ্যুতের শর্ট সার্কিটে ৩ টি, বজ্রপাতে ১ টি, সড়ক দুর্ঘটনা ২ টি, অন্যান্য ৪ টি । এসব নারী-পুরুষরা অধিকাংশই নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। কয়রা থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।অপমৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ায় উপকূল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরাজ করছে আতঙ্ক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গলায় ফাঁস দিয়ে কিংবা বিষপানে আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু, মাটি বা পাহাড়চাপা পড়ে মৃত্যু, বজ্রপাতে মৃত্যু, ট্রেনে কাটা পড়ে মৃত্যু, বৈদ্যুতিক শর্টসার্কিটে মৃত্যু, দুর্ঘটনায় অথবা সন্দেহজনক মৃত্যু হলে থানায় অপমৃত্যু হিসেবে লিপিবদ্ধ করা হয়।
অপমৃত্যুর সংখ্যা বাড়ার কারণ খোঁজ নিয়ে জানা গেছে, আত্মহত্যার পথ বেছে নেওয়াদের অধিকাংশের জীবনে ছিল না কোনো শিক্ষার আলো। এর সাথে রয়েছে পারিবারিক অস্বচ্ছলতাও। একদিকে সচেতনতার অভাব অন্যদিকে অর্থনৈতিক সমস্যার কারণে এসব পরিবারে রয়েছে নানা অশান্তি। ফলে বিষাদগ্রস্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এসব পরিবারের সদস্যরা। আবার কম বয়সী নারীদের মধ্যে অতি আবেগের কারণেও ঘটছে আত্মহত্যার ঘটনা।
এ বিষয়ে কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম বলেন, সকল মৃত্যুই দুঃখজনক তবে অপমৃত্যু আরো বেশি দুঃখ জনক। তবে সামাজিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, ধর্মীয় অনুশাসনসহ নৈতিকতা বৃদ্ধি বিষয়ে সকলে সচেতন হলে অপমৃত্যূ রোধ করা সম্ভব।
আত্মহত্যা কোন সমাধান নয়, আত্মহত্যা প্রতিরোধে চাই সামাজিক সচেতনতা উল্লেখ করে কয়রা শুভ সংঘের সভাপতি ও প্রধান শিক্ষক খায়রুল আলম বলেন, শিক্ষার অভাব, আবেগ প্রবণতা, বাল্য বিবাহ, অর্থনৈতিক দৈন্যতাসহ নানা কারণে এসব আত্মহত্যার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মেয়েদেরকে কর্মমুখী করে তোলা এবং পুরুষদের মধ্যে সামাজিক সচেতনতার মাধ্যমে এই প্রবণতা রোধ করা সম্ভব বলেও মনে করেন এই সমাজসেবক।
কয়রা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মিজানুর রহমান বলেন, মৃত্যু বা খুনের প্রকৃত কারণ আপাতত ভাবে নির্ণয় করা সম্ভব না হলে অপমৃত্যুর মামলা করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে পাঠায়। আদালত সবকিছু দেখে যথাযথ নির্দেশ দেন।তিনি আরও বলেন, প্রতিটি আত্মহত্যার পরেই ভুক্তভোগী পরিবারের স্বজনরা থানায় অপমূত্যু মামলা করেন। অধিকাংশ ক্ষেত্রেই কারণ উদঘাটনের জন্য পোস্ট মর্টেম রিপোর্টের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পারিবারিক অশান্তি, আবেগ প্রবণতা, অর্থনৈতিক সমস্যা, শিক্ষার অভাব, অল্প বয়সে বিয়ের পর শ্বশুর-শাশুড়ির সাথে বনিবনা না হওয়াসহ বিভিন্ন কারণে এসব আত্মহত্যার ঘটনা ঘটছে। আত্মহত্যা কোনো সমাধান নয়। তবে এসব কাজে কেউ প্ররোচনা দিলে তাঁকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। এজন্য গ্রামে গ্রামে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ - জামান বলেন, আত্মহত্যা প্রতিরোধে সরকারি ও বেসরকারি ভাবে প্রতিনিয়ত সচেতনতামূলক নানা প্রোগাম করা হচ্ছে। জনপ্রতিনিধিদের মাধ্যমেও চালানো হচ্ছে কার্যক্রম ইতি মধ্যে তথ্য আপাকে অবহিত করা হয়েছে উঠান বৈঠাকে আত্মহত্যা বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝেও এর কুফল নিয়ে আলোচনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর বাল্য বিবাহ নিরোধেও চলছে কার্যক্রম। নারীদেরকেও কর্মমুখী করে তুলতে কাজ করছে প্রশাসন।
এমএসএম / এমএসএম
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪